অনলাইন ডেস্ক
গতকাল রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরপরই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সর্বশেষ জাহাজটি কৃষ্ণ সাগর ছেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটি রাশিয়া, ইউক্রেন ও ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক, বুলগেরিয়া ও রোমানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে প্রায় এক মাস ধরে অবস্থান করছিল।
তুর্কি মেরিটাইম ওয়েবসাইট তার্কিশনেভি ডট নেট থেকে জানা যায়, একটি ফরাসি যুদ্ধজাহাজ জানুয়ারির শুরুতে একটি সফর সম্পন্ন করেছে। তবে যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে ন্যাটোর এমন কোনো নৌযান এ সময় টহল দেয়নি। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ সময় রাশিয়া নৌবহরের ১৬টি যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র জাহাজ ও ট্যাংক অবতরণ করতে সক্ষম এমন জাহাজ কৃষ্ণ সাগরে রওনা হয়েছিল।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ন্যাটো অনেকবার বিবৃতি দিয়েছে। কিন্তু এই অঞ্চলে নিজেদের উপস্থিতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এই পশ্চিমা সামরিক জোট।
রাশিয়ার নৌবাহিনীকে ন্যাটো বাহিনী চ্যালেঞ্জ করবে কি না, তা নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে বলেন, সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে ভাবতে হবে।
কৃষ্ণ সাগরে ন্যাটোর নৌ উপস্থিতি কিয়েভকে সামরিক ও অর্থনৈতিক সুবিধা দিত। বৃহস্পতিবার রাশিয়ার হামলার পর ইউক্রেন তার সমুদ্রবন্দরগুলোতে কার্যক্রম স্থগিত করেছে।
অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল জেমস ফগো বলেছেন, ‘ইউক্রেনকে চারপাশ থেকে ঘিরে ধরেছে রাশিয়া। এ অবস্থায় ন্যাটোর একটি সামুদ্রিক কৌশল প্রয়োজন।’ জেমস ফগো ২০২০ সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে ইউরোপে মার্কিন ও ন্যাটো নৌবহরের কমান্ডার ছিলেন।
ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর বৃহস্পতিবার ন্যাটোর মাহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রুশ নৌবাহিনীর পাশাপাশি আকাশ ও স্থল থেকেও হামলা চালানো হয়েছে। এ অবস্থায় উত্তর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ১২০টিরও বেশি জোটভুক্ত জাহাজ এবং ১০০টিরও বেশি জেট সতর্কতায় রয়েছে।
ন্যাটো মহাসচিবের এ বক্তব্যের পর সর্বশেষ জাহাজটিও কৃষ্ণ সাগর ছেড়ে গেছে।
গতকাল রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরপরই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সর্বশেষ জাহাজটি কৃষ্ণ সাগর ছেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটি রাশিয়া, ইউক্রেন ও ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক, বুলগেরিয়া ও রোমানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে প্রায় এক মাস ধরে অবস্থান করছিল।
তুর্কি মেরিটাইম ওয়েবসাইট তার্কিশনেভি ডট নেট থেকে জানা যায়, একটি ফরাসি যুদ্ধজাহাজ জানুয়ারির শুরুতে একটি সফর সম্পন্ন করেছে। তবে যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে ন্যাটোর এমন কোনো নৌযান এ সময় টহল দেয়নি। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ সময় রাশিয়া নৌবহরের ১৬টি যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র জাহাজ ও ট্যাংক অবতরণ করতে সক্ষম এমন জাহাজ কৃষ্ণ সাগরে রওনা হয়েছিল।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ন্যাটো অনেকবার বিবৃতি দিয়েছে। কিন্তু এই অঞ্চলে নিজেদের উপস্থিতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এই পশ্চিমা সামরিক জোট।
রাশিয়ার নৌবাহিনীকে ন্যাটো বাহিনী চ্যালেঞ্জ করবে কি না, তা নিয়ে ন্যাটো সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে বলেন, সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে ভাবতে হবে।
কৃষ্ণ সাগরে ন্যাটোর নৌ উপস্থিতি কিয়েভকে সামরিক ও অর্থনৈতিক সুবিধা দিত। বৃহস্পতিবার রাশিয়ার হামলার পর ইউক্রেন তার সমুদ্রবন্দরগুলোতে কার্যক্রম স্থগিত করেছে।
অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল জেমস ফগো বলেছেন, ‘ইউক্রেনকে চারপাশ থেকে ঘিরে ধরেছে রাশিয়া। এ অবস্থায় ন্যাটোর একটি সামুদ্রিক কৌশল প্রয়োজন।’ জেমস ফগো ২০২০ সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে ইউরোপে মার্কিন ও ন্যাটো নৌবহরের কমান্ডার ছিলেন।
ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর বৃহস্পতিবার ন্যাটোর মাহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রুশ নৌবাহিনীর পাশাপাশি আকাশ ও স্থল থেকেও হামলা চালানো হয়েছে। এ অবস্থায় উত্তর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ১২০টিরও বেশি জোটভুক্ত জাহাজ এবং ১০০টিরও বেশি জেট সতর্কতায় রয়েছে।
ন্যাটো মহাসচিবের এ বক্তব্যের পর সর্বশেষ জাহাজটিও কৃষ্ণ সাগর ছেড়ে গেছে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৬ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে