অনলাইন ডেস্ক
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভের পর এবার ক্রিমিয়া ছাড়ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় গোয়েন্দাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কিয়েভ ইনডিপেনডেন্ট। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রুশ দখলদাররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ক্রিমিয়া ছেড়ে যেতে শুরু করেছে।
ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, রুশ প্রক্সি, গোয়েন্দা কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে। রুশ বাহিনীর সরে যাওয়ার পদক্ষেপকে ইউক্রেনের সেনাদের বড় ধরনের সাফল্য মনে করা হচ্ছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ শহর খারকিভ পুনর্দখলে নেওয়ার কথা জানায় ইউক্রেন। কিয়েভের দাবি, খারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা অভিযানের মুখে খারকিভের ইজিয়াম অঞ্চলে নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। ঘাঁটিতে বিপুল পরিমাণ গোলাবারুদের মজুত এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে যায় তারা।
সবশেষ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমাদের সেনারা চলতি সেপ্টেম্বরেই পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে ৬ হাজার বর্গকিলোমিটারের (২,৩১৭ বর্গমাইল) চেয়ে বেশি এলাকা পুনরুদ্ধার করেছে। আরও অগ্রসর হবে আমাদের সেনারা।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ছয় মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। রাশিয়া দেশটির অনেক এলাকা দখল করে আছে। তবে বিশ্লেষকদের অনেকেই রুশ সেনাদের পশ্চাৎপসরণকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করছেন।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভের পর এবার ক্রিমিয়া ছাড়ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় গোয়েন্দাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কিয়েভ ইনডিপেনডেন্ট। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রুশ দখলদাররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ক্রিমিয়া ছেড়ে যেতে শুরু করেছে।
ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, রুশ প্রক্সি, গোয়েন্দা কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে। রুশ বাহিনীর সরে যাওয়ার পদক্ষেপকে ইউক্রেনের সেনাদের বড় ধরনের সাফল্য মনে করা হচ্ছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ শহর খারকিভ পুনর্দখলে নেওয়ার কথা জানায় ইউক্রেন। কিয়েভের দাবি, খারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা অভিযানের মুখে খারকিভের ইজিয়াম অঞ্চলে নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। ঘাঁটিতে বিপুল পরিমাণ গোলাবারুদের মজুত এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে যায় তারা।
সবশেষ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমাদের সেনারা চলতি সেপ্টেম্বরেই পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে ৬ হাজার বর্গকিলোমিটারের (২,৩১৭ বর্গমাইল) চেয়ে বেশি এলাকা পুনরুদ্ধার করেছে। আরও অগ্রসর হবে আমাদের সেনারা।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ছয় মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। রাশিয়া দেশটির অনেক এলাকা দখল করে আছে। তবে বিশ্লেষকদের অনেকেই রুশ সেনাদের পশ্চাৎপসরণকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করছেন।
শনিবার রাত ১০টা নাগাদ অন্তত ১০-১২ জন প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পাঠানো হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর পরিচয় দিতে বলা হয়। অনিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
২ ঘণ্টা আগেসুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
১৩ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে