অনলাইন ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি একটি বিমানবন্দরের বাইরে থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভকে। আলোচিত এই গ্রেপ্তার নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্বও বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, এই গ্রেপ্তারের পেছনে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও কলকাঠি নেড়েছেন।
রাশিয়ায় জন্ম নেওয়া দুরভ দেশ থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস শুরু করেছিলেন। সেখান থেকেই পরিচালনা করতেন টেলিগ্রাম সংস্থাটি। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও তাঁর ফরাসি নাগরিকত্ব রয়েছে। গত ২৪ আগস্ট তাঁকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়।
দুরভকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে চুরি মাল গ্রহণ, অর্থ পাচার, প্রতারণা, সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের মতো বেশ কয়েকটি অভিযোগ এনেছে ফরাসি কর্তৃপক্ষ। অভিযোগ আনা হয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অবৈধ কার্যকলাপেরও।
দুরভের গ্রেপ্তার নিয়ে নানা তত্ত্বের মধ্যে এবার নিজের ধারণাটিও প্রকাশ করলেন টেসলার সিইও ইলন মাস্ক। নিজের মালিকানাধীন এক্স মাধ্যমে ইতিপূর্বে তিনি দুরভকে সমর্থন করে টুইটও করেছিলেন। এবার তাঁর গ্রেপ্তারের পেছনে বাইডেন প্রশাসনের হাত থাকতে পারে বলেও মত দিয়েছেন মাস্ক।
শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন ইলন মাস্ক। ভিডিওতে দেখা যায়, ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে দুরভের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জ। ২ ঘণ্টারও বেশি সময়ের ওই ভিডিওটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে কার্লসন লিখেছেন, ‘টেলিগ্রামের সিইও পাভেল দুরভের গ্রেপ্তারে কি বাইডেন প্রশাসন জড়িত ছিল? ব্যাখ্যা করেছেন মাইক বেঞ্জ।’
কার্লসনের পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘বিষয়টি ভেবে দেখার মতো।’
সাক্ষাৎকারে বেঞ্জ বলেছেন, দুরভকে গ্রেপ্তারের শুরু দিকেই তিনি মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে সন্দেহ করেছিলেন। তবে এই দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ নেই।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি একটি বিমানবন্দরের বাইরে থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভকে। আলোচিত এই গ্রেপ্তার নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্বও বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, এই গ্রেপ্তারের পেছনে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও কলকাঠি নেড়েছেন।
রাশিয়ায় জন্ম নেওয়া দুরভ দেশ থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস শুরু করেছিলেন। সেখান থেকেই পরিচালনা করতেন টেলিগ্রাম সংস্থাটি। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও তাঁর ফরাসি নাগরিকত্ব রয়েছে। গত ২৪ আগস্ট তাঁকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়।
দুরভকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে চুরি মাল গ্রহণ, অর্থ পাচার, প্রতারণা, সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের মতো বেশ কয়েকটি অভিযোগ এনেছে ফরাসি কর্তৃপক্ষ। অভিযোগ আনা হয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অবৈধ কার্যকলাপেরও।
দুরভের গ্রেপ্তার নিয়ে নানা তত্ত্বের মধ্যে এবার নিজের ধারণাটিও প্রকাশ করলেন টেসলার সিইও ইলন মাস্ক। নিজের মালিকানাধীন এক্স মাধ্যমে ইতিপূর্বে তিনি দুরভকে সমর্থন করে টুইটও করেছিলেন। এবার তাঁর গ্রেপ্তারের পেছনে বাইডেন প্রশাসনের হাত থাকতে পারে বলেও মত দিয়েছেন মাস্ক।
শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন ইলন মাস্ক। ভিডিওতে দেখা যায়, ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে দুরভের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জ। ২ ঘণ্টারও বেশি সময়ের ওই ভিডিওটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে কার্লসন লিখেছেন, ‘টেলিগ্রামের সিইও পাভেল দুরভের গ্রেপ্তারে কি বাইডেন প্রশাসন জড়িত ছিল? ব্যাখ্যা করেছেন মাইক বেঞ্জ।’
কার্লসনের পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘বিষয়টি ভেবে দেখার মতো।’
সাক্ষাৎকারে বেঞ্জ বলেছেন, দুরভকে গ্রেপ্তারের শুরু দিকেই তিনি মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে সন্দেহ করেছিলেন। তবে এই দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ নেই।
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১৩ ঘণ্টা আগে