অনলাইন ডেস্ক
রুশ বাহিনী খেরসন থেকে পালিয়ে গেছে। তবে যাওয়ার আগে পুরো এলাকা তছনছ করে ঝাঁঝরা করে দিয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে দোনেৎস্কে নরকের আগুন জ্বলছে বলেও মন্তব্য করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব বলেছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার অল্প কিছু দিনের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করে নিয়েছিল রুশ বাহিনী। সেই খেরসন থেকে সম্প্রতি পিছু হটেছে তারা। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে তীব্র হামলা শুরু করেছে রুশ বাহিনী।
রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার পরে রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ইউক্রেনের সাধারণ মানুষেরা। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী পালিয়ে যাওয়ার সময় খেরসনের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। পানি, বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা—সব ঝাঁঝরা করে দিয়ে গেছে তারা। তাদের লক্ষ্য একটাই—মানুষকে যতটা সম্ভব বিপর্যস্ত করা। তবে আমরা সবকিছু পুনরুদ্ধার করব, আপনারা বিশ্বাস করুন।’
শনিবারের নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি আরও বলেছেন, ‘দোনেৎস্কে প্রতিদিন ভয়াবহ যুদ্ধ হচ্ছে। সেখানে নরকের আগুন জ্বলছে। আমাদের সেনারা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।’
এ দিকে ক্রেমলিন বলেছে, শনিবার ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছিলেন। তিনি ফোনালাপের সময় দুই দেশের রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
রুশ বাহিনী খেরসন থেকে পালিয়ে গেছে। তবে যাওয়ার আগে পুরো এলাকা তছনছ করে ঝাঁঝরা করে দিয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে দোনেৎস্কে নরকের আগুন জ্বলছে বলেও মন্তব্য করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব বলেছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার অল্প কিছু দিনের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করে নিয়েছিল রুশ বাহিনী। সেই খেরসন থেকে সম্প্রতি পিছু হটেছে তারা। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে তীব্র হামলা শুরু করেছে রুশ বাহিনী।
রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার পরে রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ইউক্রেনের সাধারণ মানুষেরা। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী পালিয়ে যাওয়ার সময় খেরসনের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। পানি, বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা—সব ঝাঁঝরা করে দিয়ে গেছে তারা। তাদের লক্ষ্য একটাই—মানুষকে যতটা সম্ভব বিপর্যস্ত করা। তবে আমরা সবকিছু পুনরুদ্ধার করব, আপনারা বিশ্বাস করুন।’
শনিবারের নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি আরও বলেছেন, ‘দোনেৎস্কে প্রতিদিন ভয়াবহ যুদ্ধ হচ্ছে। সেখানে নরকের আগুন জ্বলছে। আমাদের সেনারা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।’
এ দিকে ক্রেমলিন বলেছে, শনিবার ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছিলেন। তিনি ফোনালাপের সময় দুই দেশের রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
৩৩ মিনিট আগেগতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
২ ঘণ্টা আগে