অনলাইন ডেস্ক
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রুশ বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোকাকোলা কোম্পানি। সে সময় ধারণা করা হয়েছিল কোকাকোলা কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়বে মস্কো। কিন্তু সেই ক্ষতি সামলে নিতে এরই মধ্যে কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে দেশটি।
রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো। প্রতিষ্ঠানটি কোকাকোলার বিকল্প ‘কুলকোলা’, ফান্টার বিকল্প ‘ফ্যান্সি’ এবং স্প্রাইটের বিকল্প ‘স্ট্রিট’ বাজারে এনেছে।
ওচাকোভো বলছে, কুলকোলার মধ্যেও কোলাকোলার মতো ‘কোলার আইকনিক স্বাদ’ পাওয়া যাবে। ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে এরই মধ্যে কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিট বাজারে আনা হয়েছে।
মস্কো টাইমস বলছে, ওচাকোভো ছাড়াও স্লাভদা গ্রুপ ও সিক্টিভকারপিভো কোম্পানি কোমল পানীয় তৈরি করে রুশ কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। স্লাভদা গ্রুপ বাজারে এনেছিল ‘গ্রিঙ্ক কোলা’ আর সিক্টিভকারপিভো কোম্পানি বাজারে এনেছিল ‘কমি কোলা’। কিন্তু এগুলো বাজার ধরতে পারেনি। কেননা কাস্টমারদের অভিযোগ ছিল, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝাঁজালো’ নয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ওচাকোভো কোম্পানি। এটি মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখার মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রুশ বাজার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কোকাকোলা কোম্পানি। সে সময় ধারণা করা হয়েছিল কোকাকোলা কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়বে মস্কো। কিন্তু সেই ক্ষতি সামলে নিতে এরই মধ্যে কোকাকোলার বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে দেশটি।
রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প কোমল পানীয় বাজারে এনেছে রুশ বেভারেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাকোভো। প্রতিষ্ঠানটি কোকাকোলার বিকল্প ‘কুলকোলা’, ফান্টার বিকল্প ‘ফ্যান্সি’ এবং স্প্রাইটের বিকল্প ‘স্ট্রিট’ বাজারে এনেছে।
ওচাকোভো বলছে, কুলকোলার মধ্যেও কোলাকোলার মতো ‘কোলার আইকনিক স্বাদ’ পাওয়া যাবে। ফান্টা ও স্প্রাইটের বোতলের রঙের অনুকরণে এরই মধ্যে কমলা-গন্ধযুক্ত ফ্যান্সি এবং লেমন-লাইম স্ট্রিট বাজারে আনা হয়েছে।
মস্কো টাইমস বলছে, ওচাকোভো ছাড়াও স্লাভদা গ্রুপ ও সিক্টিভকারপিভো কোম্পানি কোমল পানীয় তৈরি করে রুশ কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। স্লাভদা গ্রুপ বাজারে এনেছিল ‘গ্রিঙ্ক কোলা’ আর সিক্টিভকারপিভো কোম্পানি বাজারে এনেছিল ‘কমি কোলা’। কিন্তু এগুলো বাজার ধরতে পারেনি। কেননা কাস্টমারদের অভিযোগ ছিল, এই দু’টি পানীয়র কোনোটিরই স্বাদ ‘মিষ্টি এবং ঝাঁজালো’ নয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ওচাকোভো কোম্পানি। এটি মূলত শস্য-ভিত্তিক কেভাস এবং কম-অ্যালকোহলযুক্ত মধু পানীয় মেদোউখার মতো ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয় তৈরি করে থাকে।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৩ ঘণ্টা আগে