অনলাইন ডেস্ক
খ্রিষ্টধর্মের অন্যতম বড় উৎসব বড়দিনের ঠিক আগে রাশিয়া ওই ইউক্রেনের পৃথক হামলায় ইউক্রেনের দুটি অঞ্চলে অন্তত ৬ জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার রুশ হামলায় খেরসনে ৫ জন ও কিয়েভের হামলায় হরলিভকায় ১ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রুশ সেনাবাহিনী এক বছরেরও বেশি সময় আগে দক্ষিণ ইউক্রেনের দিনিপ্রো নদীর তীরে খেরসন অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র খেরসন শহর দখল করে তার নিয়ন্ত্রণ বেসামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে শহর ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তারপর থেকে তারা নদীর পূর্ব তীর ধরে সামনে এগিয়ে যেতে থাকলে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক গোলাবর্ষণের শিকার হয়।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণের জবাবে রুশ বাহিনীও ব্যাপক গোলাবর্ষণ করতে থাকে। এর ফলে, ২৪ ঘণ্টায় খেরসনের বিভিন্ন অবস্থানে অন্তত ৫ জন ইউক্রেনীয় নিহত হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, খেরসন শহরের ভেতরে একটি আবাসিক ভবনে রুশ বোমায় অন্তত ৩ জন নিহত হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, খেরসনের দক্ষিণে অবস্থিত আরেকটি শহরে রুশ ড্রোন হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। একই দিনে খেরসনের উত্তরে আরেকটি শহরে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণের ফলে আরেক নারী নিহত হয়েছে।
এদিকে, খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের জনসংযোগ বিভাগের প্রধান ওলেকজান্দার তোলোকোনিকভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেছেন, রুশ হামলার কারণে শহরের গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে শহরের চিকিৎসা সেবাও বাধাগ্রস্ত হচ্ছে।
অপরদিকে, খেরসন থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের হরলিভকা শহরে ইউক্রেনের গোলাবর্ষণের ফলে একজন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের গোলা একটি বাজারের বেশ কয়েকটি ভবনে আঘাত হানে।
হরলিভকার রুশ প্রশাসনের মেয়র ইভান প্রিখোদকো যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের হামলায় অন্তত ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
খ্রিষ্টধর্মের অন্যতম বড় উৎসব বড়দিনের ঠিক আগে রাশিয়া ওই ইউক্রেনের পৃথক হামলায় ইউক্রেনের দুটি অঞ্চলে অন্তত ৬ জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার রুশ হামলায় খেরসনে ৫ জন ও কিয়েভের হামলায় হরলিভকায় ১ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রুশ সেনাবাহিনী এক বছরেরও বেশি সময় আগে দক্ষিণ ইউক্রেনের দিনিপ্রো নদীর তীরে খেরসন অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র খেরসন শহর দখল করে তার নিয়ন্ত্রণ বেসামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে শহর ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তারপর থেকে তারা নদীর পূর্ব তীর ধরে সামনে এগিয়ে যেতে থাকলে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক গোলাবর্ষণের শিকার হয়।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণের জবাবে রুশ বাহিনীও ব্যাপক গোলাবর্ষণ করতে থাকে। এর ফলে, ২৪ ঘণ্টায় খেরসনের বিভিন্ন অবস্থানে অন্তত ৫ জন ইউক্রেনীয় নিহত হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, খেরসন শহরের ভেতরে একটি আবাসিক ভবনে রুশ বোমায় অন্তত ৩ জন নিহত হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, খেরসনের দক্ষিণে অবস্থিত আরেকটি শহরে রুশ ড্রোন হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। একই দিনে খেরসনের উত্তরে আরেকটি শহরে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণের ফলে আরেক নারী নিহত হয়েছে।
এদিকে, খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের জনসংযোগ বিভাগের প্রধান ওলেকজান্দার তোলোকোনিকভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেছেন, রুশ হামলার কারণে শহরের গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে শহরের চিকিৎসা সেবাও বাধাগ্রস্ত হচ্ছে।
অপরদিকে, খেরসন থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের হরলিভকা শহরে ইউক্রেনের গোলাবর্ষণের ফলে একজন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের গোলা একটি বাজারের বেশ কয়েকটি ভবনে আঘাত হানে।
হরলিভকার রুশ প্রশাসনের মেয়র ইভান প্রিখোদকো যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের হামলায় অন্তত ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে