অনলাইন ডেস্ক
ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। রাশিয়ার সেনাবাহিনীর এই অর্জনকে গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রুশ বাহিনী কামানের গোলা ছুড়তে ছুড়তে সামনের দিকে এগিয়ে গেছে এবং অবরুদ্ধ বাখমুত প্রায় ঘিরে ফেলেছে।
রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাখমুতের পশ্চিম দিকের রাস্তাগুলোতে রুশ বাহিনীকে ব্যাপক গোলাগুলি করতে দেখা গেছে। মূলত ইউক্রেনের সেনাদের শহরের ভেতরে ঢুকতে ও বাইরে যেতে বাধা দিতেই তারা এই আক্রমণ চালিয়েছে। রুশ বাহিনীর কামানের গোলার আঘাতে খ্রোমোভ শহরের একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে এই শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করতে দেখা গেছে ইউক্রেনীয় সৈন্যদের। এ থেকে বোঝা যায়, ইউক্রেন বাহিনী এই শহর ছেড়ে দিতে নারাজ। বাখমুত শহরের পশ্চিম দিকে ইউক্রেন সেনাদের পরিখা খনন করতেও দেখা গেছে।
রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, ওয়াগনার যোদ্ধারা ধসে যাওয়া ভবনগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন যোদ্ধা বলছেন, ইউক্রেন বাহিনী রুশদের ঘেরাও ঠেকাতে বাখমুতের আশপাশের বসতবাড়ি ধ্বংস করছে।
ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি গতকাল অবরুদ্ধ বাখমুত পরিদর্শন করেছেন। তিনি সম্মুখযোদ্ধাদের সক্ষমতা বাড়াতে স্থানীয় কমান্ডারদের সঙ্গে আলোচনা করেছেন।
বাখমুতে ইউক্রেনীয় সেনা ইউনিটের কমান্ডার ডেনিস ইয়ারোস্লাভস্কি স্থানীয় টেলিভিশন এসপ্রেসোকে বলেছেন, বাখমুত কসাইখানায় পরিণত হয়েছে। কিছু ইউনিটের সেনাদের সুরক্ষিত স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাখমুত অঞ্চলটি লবণ ও জিপসাম খনির জন্য বিশেষভাবে পরিচিত। ইউক্রেন বলছে, শহরটির কৌশলগত মূল্য খুব কম। শহরটি দখলের চেষ্টায় রাশিয়া যে বিপুল ক্ষয়ক্ষতি করছে, তা অকারণেই সংঘাত বাড়াচ্ছে।
ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। রাশিয়ার সেনাবাহিনীর এই অর্জনকে গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রুশ বাহিনী কামানের গোলা ছুড়তে ছুড়তে সামনের দিকে এগিয়ে গেছে এবং অবরুদ্ধ বাখমুত প্রায় ঘিরে ফেলেছে।
রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাখমুতের পশ্চিম দিকের রাস্তাগুলোতে রুশ বাহিনীকে ব্যাপক গোলাগুলি করতে দেখা গেছে। মূলত ইউক্রেনের সেনাদের শহরের ভেতরে ঢুকতে ও বাইরে যেতে বাধা দিতেই তারা এই আক্রমণ চালিয়েছে। রুশ বাহিনীর কামানের গোলার আঘাতে খ্রোমোভ শহরের একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে এই শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করতে দেখা গেছে ইউক্রেনীয় সৈন্যদের। এ থেকে বোঝা যায়, ইউক্রেন বাহিনী এই শহর ছেড়ে দিতে নারাজ। বাখমুত শহরের পশ্চিম দিকে ইউক্রেন সেনাদের পরিখা খনন করতেও দেখা গেছে।
রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, ওয়াগনার যোদ্ধারা ধসে যাওয়া ভবনগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন যোদ্ধা বলছেন, ইউক্রেন বাহিনী রুশদের ঘেরাও ঠেকাতে বাখমুতের আশপাশের বসতবাড়ি ধ্বংস করছে।
ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি গতকাল অবরুদ্ধ বাখমুত পরিদর্শন করেছেন। তিনি সম্মুখযোদ্ধাদের সক্ষমতা বাড়াতে স্থানীয় কমান্ডারদের সঙ্গে আলোচনা করেছেন।
বাখমুতে ইউক্রেনীয় সেনা ইউনিটের কমান্ডার ডেনিস ইয়ারোস্লাভস্কি স্থানীয় টেলিভিশন এসপ্রেসোকে বলেছেন, বাখমুত কসাইখানায় পরিণত হয়েছে। কিছু ইউনিটের সেনাদের সুরক্ষিত স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাখমুত অঞ্চলটি লবণ ও জিপসাম খনির জন্য বিশেষভাবে পরিচিত। ইউক্রেন বলছে, শহরটির কৌশলগত মূল্য খুব কম। শহরটি দখলের চেষ্টায় রাশিয়া যে বিপুল ক্ষয়ক্ষতি করছে, তা অকারণেই সংঘাত বাড়াচ্ছে।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৫ ঘণ্টা আগে