অনলাইন ডেস্ক
গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫০০ জনের অধিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস। নিখোঁজদের মধ্য অসংখ্য নারী-শিশু রয়েছে। গত বুধবারের এই দুর্ঘটনায় ৭৮ জনের লাশ পাওয়া যায় বলে জানান জাতিসংঘের হিউম্যান রাইটসের মুখপাত্র জেরেমি লরেন্স।
এ বিষয়ে গ্রিসের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইওনিস সারমাস বলেছেন, ‘নৌকাডুবির কারণ জানতে বাস্তব তথ্য ও প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্ত করা হবে।’
৭৫০ লোক বহনকারী মাছ ধরার নৌকাটি দক্ষিণ গ্রিসের পাইলোস থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়ায় গ্রিসের কোস্টগার্ড ঘটনার তদন্ত করছে। ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া ১০৪ জনের মধ্যে দুজন বলেন, জনাকীর্ণ নৌকাটি প্রথমে এদিক-ওদিক দুলছিল। এরপর নৌকাটি ডুবে যায়।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, প্রাণহানি ঠেকাতে সব ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে।
গ্রিস সরকারের মুখপাত্র ইলিয়াস সিয়াকান্তারিস গতকাল শুক্রবার নিশ্চিত বলেছেন, গ্রিসের কোস্টগার্ড দড়ি দিয়ে নৌকাটি উপকূলের কাছে টানার চেষ্টা করেছিল। সাহায্য করতে চেয়েছিল। কিন্তু তারা সাহায্য দরকার নেই জানিয়ে ইতালির দিকে চলে গেছে।
হেলেনিক রেডক্রসের স্বেচ্ছাসেবী ও চিকিৎসক জর্জিওস ভাসিলাকোস বিবিসিকে বলেছেন, ‘এখন বেঁচে থাকাদের মধ্যে কোনো নারী ও শিশু নেই। বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, সব নারী-শিশুকে ডেকের নিচে রাখা হয়েছিল। নৌকাটি দ্রুত ডুবে যাওয়ার কারণে তারা সময়মতো বের হতে পারেনি। নৌকাটি ডুবে যাওয়ার আগে অন্তত দুই দিন ধরে সাগরের পানি পান করছিলেন যাত্রীরা।’
এদিকে নিখোঁজ কয়েকজনের পরিবার তাদের প্রিয়জনের খোঁজে গ্রিসের কালামাতায় এসেছেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্য থেকে আসা আফতাব একজন। তিনি বলেন, ‘পাকিস্তান থেকে তাঁর অন্তত চারজন আত্মীয় ওই নৌকায় ছিলেন। কিন্তু এখন তাদের কোনো খোঁজ নেই।
গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫০০ জনের অধিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস। নিখোঁজদের মধ্য অসংখ্য নারী-শিশু রয়েছে। গত বুধবারের এই দুর্ঘটনায় ৭৮ জনের লাশ পাওয়া যায় বলে জানান জাতিসংঘের হিউম্যান রাইটসের মুখপাত্র জেরেমি লরেন্স।
এ বিষয়ে গ্রিসের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইওনিস সারমাস বলেছেন, ‘নৌকাডুবির কারণ জানতে বাস্তব তথ্য ও প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্ত করা হবে।’
৭৫০ লোক বহনকারী মাছ ধরার নৌকাটি দক্ষিণ গ্রিসের পাইলোস থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়ায় গ্রিসের কোস্টগার্ড ঘটনার তদন্ত করছে। ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া ১০৪ জনের মধ্যে দুজন বলেন, জনাকীর্ণ নৌকাটি প্রথমে এদিক-ওদিক দুলছিল। এরপর নৌকাটি ডুবে যায়।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, প্রাণহানি ঠেকাতে সব ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে।
গ্রিস সরকারের মুখপাত্র ইলিয়াস সিয়াকান্তারিস গতকাল শুক্রবার নিশ্চিত বলেছেন, গ্রিসের কোস্টগার্ড দড়ি দিয়ে নৌকাটি উপকূলের কাছে টানার চেষ্টা করেছিল। সাহায্য করতে চেয়েছিল। কিন্তু তারা সাহায্য দরকার নেই জানিয়ে ইতালির দিকে চলে গেছে।
হেলেনিক রেডক্রসের স্বেচ্ছাসেবী ও চিকিৎসক জর্জিওস ভাসিলাকোস বিবিসিকে বলেছেন, ‘এখন বেঁচে থাকাদের মধ্যে কোনো নারী ও শিশু নেই। বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, সব নারী-শিশুকে ডেকের নিচে রাখা হয়েছিল। নৌকাটি দ্রুত ডুবে যাওয়ার কারণে তারা সময়মতো বের হতে পারেনি। নৌকাটি ডুবে যাওয়ার আগে অন্তত দুই দিন ধরে সাগরের পানি পান করছিলেন যাত্রীরা।’
এদিকে নিখোঁজ কয়েকজনের পরিবার তাদের প্রিয়জনের খোঁজে গ্রিসের কালামাতায় এসেছেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্য থেকে আসা আফতাব একজন। তিনি বলেন, ‘পাকিস্তান থেকে তাঁর অন্তত চারজন আত্মীয় ওই নৌকায় ছিলেন। কিন্তু এখন তাদের কোনো খোঁজ নেই।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৩০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৩ ঘণ্টা আগে