অনলাইন ডেস্ক
তুরস্কের অন্যতম প্রধান প্রতিরক্ষা সংস্থা তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেটেড (টিইউএসএএস) লক্ষ্য করে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আজ বুধবার রাজধানী আঙ্কারায় অবস্থিত ওই স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির সরকার।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তুরস্কের সম্প্রচারমাধ্যমের ভিডিও ফুটেজ দেখা গেছে, বেশ কয়েকজন সশস্ত্র আততায়ীর বিল্ডিংয়ে প্রবেশ করে। এরপর তাঁরা গুলি ছোড়ে ও বিস্ফোরণ ঘটায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ‘আঙ্কারার কাহরামানকাজানে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের অবকাঠামোতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দুর্ভাগ্যবশত, এতে অনেকেই শহীদ হয়েছেন ও বহু মানুষ আহত হয়েছে।’
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ছোট্ট শহর কাহরামানকাজানে বিশাল ধোঁয়ার মেঘ ও বড় ধরনের আগুন জ্বলছে। ঘটনাস্থলে একটি বিকট বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে দৌড়াতে দেখা গেছে।
বিস্ফোরণ এবং পরবর্তী বন্দুকযুদ্ধের কারণ ও অপরাধীরা অস্পষ্ট রয়ে গেছে। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি আত্মঘাতী হামলা হয়েছে এবং ভবনের ভেতরে জিম্মি রয়েছে। তবে কর্মকর্তারা এ বিষয়টি এখনো নিশ্চিত করেননি।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, ভবনের অভ্যন্তরে থাকা কর্মচারীদের কর্তৃপক্ষ আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে এবং কাউকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাঁরা বলেছে, কর্মীরা কাজ শেষে বের হওয়ার সময় বিভিন্ন বহির্গমন পথে বোমা হামলা হয়ে থাকতে পারে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি বলেছে, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কর্মকর্তারা হামলার তদন্ত শুরু করেছে।
আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস জানিয়েছেন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনায় হামলার ঘটনায় তিনি মর্মাহত।
তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেটেডকে তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও বিমান কোম্পানি বলা হয়ে থাকে। দেশটির প্রথম যুদ্ধবিমান তৈরি করে এই কোম্পানি। এতে প্রায় ১০ হাজার কর্মী রয়েছে।
তুরস্কের অন্যতম প্রধান প্রতিরক্ষা সংস্থা তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেটেড (টিইউএসএএস) লক্ষ্য করে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আজ বুধবার রাজধানী আঙ্কারায় অবস্থিত ওই স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির সরকার।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তুরস্কের সম্প্রচারমাধ্যমের ভিডিও ফুটেজ দেখা গেছে, বেশ কয়েকজন সশস্ত্র আততায়ীর বিল্ডিংয়ে প্রবেশ করে। এরপর তাঁরা গুলি ছোড়ে ও বিস্ফোরণ ঘটায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ‘আঙ্কারার কাহরামানকাজানে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের অবকাঠামোতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দুর্ভাগ্যবশত, এতে অনেকেই শহীদ হয়েছেন ও বহু মানুষ আহত হয়েছে।’
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ছোট্ট শহর কাহরামানকাজানে বিশাল ধোঁয়ার মেঘ ও বড় ধরনের আগুন জ্বলছে। ঘটনাস্থলে একটি বিকট বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে দৌড়াতে দেখা গেছে।
বিস্ফোরণ এবং পরবর্তী বন্দুকযুদ্ধের কারণ ও অপরাধীরা অস্পষ্ট রয়ে গেছে। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি আত্মঘাতী হামলা হয়েছে এবং ভবনের ভেতরে জিম্মি রয়েছে। তবে কর্মকর্তারা এ বিষয়টি এখনো নিশ্চিত করেননি।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, ভবনের অভ্যন্তরে থাকা কর্মচারীদের কর্তৃপক্ষ আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে এবং কাউকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাঁরা বলেছে, কর্মীরা কাজ শেষে বের হওয়ার সময় বিভিন্ন বহির্গমন পথে বোমা হামলা হয়ে থাকতে পারে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি বলেছে, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কর্মকর্তারা হামলার তদন্ত শুরু করেছে।
আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস জানিয়েছেন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনায় হামলার ঘটনায় তিনি মর্মাহত।
তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকরপোরেটেডকে তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও বিমান কোম্পানি বলা হয়ে থাকে। দেশটির প্রথম যুদ্ধবিমান তৈরি করে এই কোম্পানি। এতে প্রায় ১০ হাজার কর্মী রয়েছে।
স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
৯ মিনিট আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগে