অনলাইন ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের জন্য ইউক্রেন ইইউয়ের দেওয়া একটি প্রশ্নপত্র পূরণ করে পাঠিয়েছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের সদস্যপদের জন্য তাদের কার্যক্রমের সূচনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান ইহর ঝভকভা ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে সদস্যপদ লাভের ‘প্রাথমিক ধাপ’ বলে অভিহিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ এপ্রিল কিয়েভে পরিদর্শনে যান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। ওই সময় তিনি এই প্রশ্নপত্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেন। সে সময় তিনি ইউক্রেনকে দ্রুত ইইউয়ের সদস্য করার অঙ্গীকার করেন।
ইহর ঝভকভা ইউক্রেনের সম্প্রচারমাধ্যম সানডে ইভেনিংকে বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য ইউক্রেনের দিক দিয়ে আমরা সব কাগজপত্র সম্পন্ন করে পাঠিয়েছি। ইউরোপীয় কমিশনকে ইউক্রেনের প্রয়োজনীয় সদস্যপদ মানদণ্ড মেনে চলার বিষয়ে একটি সুপারিশ জারি করতে হবে।’
ইহর ঝভকভা আরও বলেন, ‘আশা করি, এই সুপারিশগুলো ইতিবাচক হবে। এরপর সদস্যপদের ব্যাপারে ইইউয়ের সদস্য দেশগুলো সিদ্ধান্ত নেবে। তবে ইউক্রেন আগামী জুনে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের একটি নির্ধারিত বৈঠকে ইইউতে যোগদানের জন্য একটি প্রার্থী দেশের মর্যাদা অর্জনের আশা করছে। এরপর আমাদের ইইউতে যোগদানের ব্যাপারে আলোচনা শুরু করতে হবে।’
উল্লেখ্য, ইউরোপীয় কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, আগামী ২৩-২৪ জুন কাউন্সিলের বৈঠক রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের জন্য ইউক্রেন ইইউয়ের দেওয়া একটি প্রশ্নপত্র পূরণ করে পাঠিয়েছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের সদস্যপদের জন্য তাদের কার্যক্রমের সূচনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান ইহর ঝভকভা ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে সদস্যপদ লাভের ‘প্রাথমিক ধাপ’ বলে অভিহিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ এপ্রিল কিয়েভে পরিদর্শনে যান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। ওই সময় তিনি এই প্রশ্নপত্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেন। সে সময় তিনি ইউক্রেনকে দ্রুত ইইউয়ের সদস্য করার অঙ্গীকার করেন।
ইহর ঝভকভা ইউক্রেনের সম্প্রচারমাধ্যম সানডে ইভেনিংকে বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য ইউক্রেনের দিক দিয়ে আমরা সব কাগজপত্র সম্পন্ন করে পাঠিয়েছি। ইউরোপীয় কমিশনকে ইউক্রেনের প্রয়োজনীয় সদস্যপদ মানদণ্ড মেনে চলার বিষয়ে একটি সুপারিশ জারি করতে হবে।’
ইহর ঝভকভা আরও বলেন, ‘আশা করি, এই সুপারিশগুলো ইতিবাচক হবে। এরপর সদস্যপদের ব্যাপারে ইইউয়ের সদস্য দেশগুলো সিদ্ধান্ত নেবে। তবে ইউক্রেন আগামী জুনে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের একটি নির্ধারিত বৈঠকে ইইউতে যোগদানের জন্য একটি প্রার্থী দেশের মর্যাদা অর্জনের আশা করছে। এরপর আমাদের ইইউতে যোগদানের ব্যাপারে আলোচনা শুরু করতে হবে।’
উল্লেখ্য, ইউরোপীয় কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, আগামী ২৩-২৪ জুন কাউন্সিলের বৈঠক রয়েছে।
রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বলেছে, ইউক্রেন দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের ভূখণ্ডে আঘাত হানার মাধ্যমে ‘পশ্চিমা বিশ্ব আরোপিত...
১৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে আগামী ২০ জানুয়ারি। তাঁর নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদে সাজিদ তারার। তিনি মুসলিমস পর ট্রাম্প—নামে একটি সংগঠনের প্রধান...
২৮ মিনিট আগেচলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
১০ ঘণ্টা আগে