অনলাইন ডেস্ক
রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বলেছে, ইউক্রেন দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের ভূখণ্ডে আঘাত হানার মাধ্যমে ‘পশ্চিমা বিশ্ব আরোপিত যুদ্ধের নতুন পর্যায়’ সূচনা করেছে। মস্কো জানিয়েছে, তারা এই হামলার ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ জানাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই ঘটনা ঘটল।
মস্কো জানিয়েছে, ইউক্রেন মোট ৬টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র স্থাপনার আংশিক ক্ষতি করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ব্রাজিলে জি-২০ সম্মেলনে বলেন, ‘এটি স্পষ্ট যে তারা (ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো) উত্তেজনা আরও বাড়াতে চায়। আমরা এটিকে পশ্চিমা যুদ্ধের নতুন এক পর্যায় হিসেবে দেখছি। আমরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেব।’
লাভরভ ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র পরিচালনায় সহায়তা করছে।’ রাশিয়ার দীর্ঘদিনের দাবি, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে মার্কিন স্যাটেলাইটের সহায়তা প্রয়োজন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তাঁর দেশ দীর্ঘ পাল্লার আক্রমণ চালানোর জন্য বিভিন্ন অংশীদারের সমর্থন পেতে কাজ করছে। ব্রায়ানস্ক অঞ্চলে হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং নিজেদের দীর্ঘ পাল্লার অস্ত্র উভয়ই ব্যবহার করছে। আমাদের যা কিছু আছে, তা পুরোপুরি ব্যবহার করব।’
রাশিয়া দাবি করলেও এই হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী সরাসরি এখনো কোনো তথ্য জানায়নি। তবে, এক ইউক্রেনীয় ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বলেছে, ইউক্রেন দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের ভূখণ্ডে আঘাত হানার মাধ্যমে ‘পশ্চিমা বিশ্ব আরোপিত যুদ্ধের নতুন পর্যায়’ সূচনা করেছে। মস্কো জানিয়েছে, তারা এই হামলার ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ জানাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই ঘটনা ঘটল।
মস্কো জানিয়েছে, ইউক্রেন মোট ৬টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র স্থাপনার আংশিক ক্ষতি করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ব্রাজিলে জি-২০ সম্মেলনে বলেন, ‘এটি স্পষ্ট যে তারা (ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো) উত্তেজনা আরও বাড়াতে চায়। আমরা এটিকে পশ্চিমা যুদ্ধের নতুন এক পর্যায় হিসেবে দেখছি। আমরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেব।’
লাভরভ ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র পরিচালনায় সহায়তা করছে।’ রাশিয়ার দীর্ঘদিনের দাবি, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে মার্কিন স্যাটেলাইটের সহায়তা প্রয়োজন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তাঁর দেশ দীর্ঘ পাল্লার আক্রমণ চালানোর জন্য বিভিন্ন অংশীদারের সমর্থন পেতে কাজ করছে। ব্রায়ানস্ক অঞ্চলে হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং নিজেদের দীর্ঘ পাল্লার অস্ত্র উভয়ই ব্যবহার করছে। আমাদের যা কিছু আছে, তা পুরোপুরি ব্যবহার করব।’
রাশিয়া দাবি করলেও এই হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী সরাসরি এখনো কোনো তথ্য জানায়নি। তবে, এক ইউক্রেনীয় ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দারা, বিশেষ করে কলকাতার বাসিন্দাদের মধ্যে বাংলাদেশের ইলিশের প্রতি প্রেম পুরোনো। তবে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কলকাতায় ইলিশ রপ্তানি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে ইলিশ কম যাওয়ায় পশ্চিমবঙ্গের বাঙালিরা এবার ঝুঁকেছেন মিয়ানমারের...
১০ মিনিট আগেভারতের উত্তর প্রদেশ রাজ্যের সিদ্ধার্থ নগরের একটি বিয়ের শোভাযাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অতিথিরা বিপুল পরিমাণ ব্যাংক নোট বাতাসে ছড়িয়ে দিচ্ছে। বরযাত্রীদের সঙ্গে থাকা কিছু অতিথি বাড়ির ছাদে এবং এমনকি একটি বুলডোজারে উঠে গুচ্ছ গুচ্ছ নোট আকাশে ছুড়ছেন...
১ ঘণ্টা আগেভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জিএমএম) ও কংগ্রেসের জোট সরকার রাজ্যের কতিপয় জেলাকে বাংলাদেশ এবং রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তানের শহর করাচিতে পরিণত করার চেষ্টা করছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে আগামী ২০ জানুয়ারি। তাঁর নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদে সাজিদ তারার। তিনি মুসলিমস পর ট্রাম্প—নামে একটি সংগঠনের প্রধান...
২ ঘণ্টা আগে