গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার, জার্মানির অগ্রিম সতর্কতা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ১৭: ৫৭

জার্মানিতে প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দিতে পারে বলে ‘অগ্রিম সতর্কতা’ জারি করেছে দেশটির। রাশিয়া তাদের নিজস্ব মুদ্রা রুবলে লেনদেন না করলে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে এমন ঘোষণা দেওয়ার পরই জার্মানির পক্ষ থেকে এই সতর্ক অবস্থান গ্রহণের ইঙ্গিত দেওয়া হলো। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক দেশটির জনগণের প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হ্যাবেক বলেন যে—এই অগ্রিম সতর্কতা প্রকৃতপক্ষে প্রতিরোধমূলক পদক্ষেপ এবং এর অর্থ হলো জার্মানিতে গ্যাস সরবরাহের ওপর নজরদারি বাড়ানো। 

বুধবারের দেওয়া ঘোষণা অনুসারে, দেশটির সরকারি সংস্থা এখনো কোনো বিধিনিষেধের আওতায় পড়েনি। তবে, এ সময় হ্যাবেক দেশটির বেসরকারি প্রতিষ্ঠান ও ভোক্তাদের পরিমিত পরিমাণে গ্যাস ব্যবহারের আহ্বান জানান। 

হ্যাবেকের মতে, জার্মানিতে বর্তমানে তার গ্যাস ধারণক্ষমতার ২৫ শতাংশেরও বেশি গ্যাস রয়েছে। 

জার্মান অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, ‘বর্তমানে সরবরাহের কোনো ঘাটতি নেই। তবুও আমাদের রাশিয়ার যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে এবং আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’ 

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে—রাশিয়ার বন্ধু নয় এমন দেশগুলো যদি রাশিয়ার গ্যাস কিনতে চায় তবে কেবল রুবলেই গ্যাসের দাম পরিশোধ করতে হবে নইলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তবে ইউরোপে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা জার্মানি পুতিনের এমন নির্দেশনাকে ‘ব্ল্যাকমেল’ বলে খারিজ করে দিয়েছে। 

হ্যাবেক বলেন, ‘রুবলে লেনদেন গ্রহণযোগ্য নয়। আমরা কোনোভাবেই বিভক্ত হব না এবং এই বিষয়ে জি-৭ ভুক্ত দেশগুলোর অবস্থান পরিষ্কার। আমাদের মধ্যে যে চুক্তি রয়েছে তা আমরা মেনে চলব।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের নতুন আইজি হতে পারেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

রাজনৈতিক দলের শাস্তির বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ আইনে: আসিফ নজরুল

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

সাবেক আইজিপি মামুন ছিলেন গণহত্যার প্রধান সেনাপতি: শুনানিতে চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত