অনলাইন ডেস্ক
বড় ধরনের ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ–প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে রুশ নিরাপত্তা বাহিনী। তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু–এর ঘনিষ্ঠ সহযোগী। গত মঙ্গলবার উপ–প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে এটিই সর্বোচ্চ দুর্নীতির মামলা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বড় ধরনের ঘুষ নেওয়ায় তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। দোষী সাব্যস্ত হলে তাঁর ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ইউক্রেন যুদ্ধে দায়িত্বে থাকা শোইগুর এক সহযোগীকে হঠাৎ গ্রেপ্তারের পর ক্ষমতাধরদের মধ্যেকার বিরোধ এবং সোভিয়েত–পরবর্তী রাশিয়ার সশস্ত্র বাহিনীর দুর্নীতি জর্জরিত হওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, পুতিনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং শোইগুকেও এ বিষয়ে জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার শোইগুর সভাপতিত্বে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের এক বৈঠকে উপস্থিত ছিলেন ইভানভ। ২০১৬ সাল থেকে উপমন্ত্রীর দায়িত্ব পালন করা ইভানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি ব্যবস্থাপনা, আবাসন, নির্মাণ ও বন্ধকের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি।
রাশিয়ার কোমেরসঁ পত্রিকায় বলা হয়, সোভিয়েত আমলের কেজিবির উত্তরসূরি ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)ইভানভকে (৪৮) গ্রেপ্তার করেছে। গত মাসে পুতিন এ নিরাপত্তা বাহিনীকে রাষ্ট্রীয় প্রতিরক্ষা ক্রয়ে দুর্নীতির মূলোৎপাটন করতে নির্দেশ দিয়েছিলেন।
ইজভেস্তিয়া পত্রিকা জানিয়েছে, অন্যদেরও আটক করা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ইভানভের সম্পত্তিতে তল্লাশি চালানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার একটি সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানায়, ‘শুধু এটুকু বলতে পারি, তদন্ত গতকাল, পরশু বা এক মাস আগে শুরু হয়নি।’ এফএসবি মিলিটারি কাউন্টার ইন্টেলিজেন্স এই ঘটনায় জড়িত বলে জানিয়েছে তাস।
শোইগুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে কেন লক্ষ্যবস্তু করা হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাশিয়ার সামরিক ব্লগাররা দীর্ঘদিন ধরে শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে দুর্নীতি এবং অযোগ্যতার অভিযোগ করে আসছেন। বিশেষ করে ইউক্রেন আগ্রাসনের প্রথম দিনগুলোতে গুরুতরভাবে ছড়িয়ে পড়ার পরে ইউক্রেনের কিছু অংশ থেকে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহারের পর এই অভিযোগগুলো উঠে আসে।
ইভানভের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোভিয়েত পরবর্তী অভিজাত শ্রেণির মতো জাঁকজমকপূর্ণ জীবনধারণের অভিযোগ রয়েছে। বিলাসবহুল বাড়ি ও বিভিন্ন পার্টি ইত্যাদি নিয়ে প্রায়ই তিনি আলোচনায় থাকেন। ২০২২ সালে প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির নেতৃত্বাধীন রাশিয়ার দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন অভিযোগ করেছিল যে ইভানভ এবং তাঁর পরিবার বিলাসবহুল জীবনযাপন করেন।
ফোর্বস ম্যাগাজিন ইভানভকে রাশিয়ার নিরাপত্তা কাঠামোর অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে।
বড় ধরনের ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ–প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে রুশ নিরাপত্তা বাহিনী। তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু–এর ঘনিষ্ঠ সহযোগী। গত মঙ্গলবার উপ–প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে এটিই সর্বোচ্চ দুর্নীতির মামলা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বড় ধরনের ঘুষ নেওয়ায় তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। দোষী সাব্যস্ত হলে তাঁর ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ইউক্রেন যুদ্ধে দায়িত্বে থাকা শোইগুর এক সহযোগীকে হঠাৎ গ্রেপ্তারের পর ক্ষমতাধরদের মধ্যেকার বিরোধ এবং সোভিয়েত–পরবর্তী রাশিয়ার সশস্ত্র বাহিনীর দুর্নীতি জর্জরিত হওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, পুতিনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং শোইগুকেও এ বিষয়ে জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার শোইগুর সভাপতিত্বে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের এক বৈঠকে উপস্থিত ছিলেন ইভানভ। ২০১৬ সাল থেকে উপমন্ত্রীর দায়িত্ব পালন করা ইভানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি ব্যবস্থাপনা, আবাসন, নির্মাণ ও বন্ধকের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি।
রাশিয়ার কোমেরসঁ পত্রিকায় বলা হয়, সোভিয়েত আমলের কেজিবির উত্তরসূরি ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)ইভানভকে (৪৮) গ্রেপ্তার করেছে। গত মাসে পুতিন এ নিরাপত্তা বাহিনীকে রাষ্ট্রীয় প্রতিরক্ষা ক্রয়ে দুর্নীতির মূলোৎপাটন করতে নির্দেশ দিয়েছিলেন।
ইজভেস্তিয়া পত্রিকা জানিয়েছে, অন্যদেরও আটক করা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ইভানভের সম্পত্তিতে তল্লাশি চালানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার একটি সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানায়, ‘শুধু এটুকু বলতে পারি, তদন্ত গতকাল, পরশু বা এক মাস আগে শুরু হয়নি।’ এফএসবি মিলিটারি কাউন্টার ইন্টেলিজেন্স এই ঘটনায় জড়িত বলে জানিয়েছে তাস।
শোইগুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে কেন লক্ষ্যবস্তু করা হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাশিয়ার সামরিক ব্লগাররা দীর্ঘদিন ধরে শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে দুর্নীতি এবং অযোগ্যতার অভিযোগ করে আসছেন। বিশেষ করে ইউক্রেন আগ্রাসনের প্রথম দিনগুলোতে গুরুতরভাবে ছড়িয়ে পড়ার পরে ইউক্রেনের কিছু অংশ থেকে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহারের পর এই অভিযোগগুলো উঠে আসে।
ইভানভের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোভিয়েত পরবর্তী অভিজাত শ্রেণির মতো জাঁকজমকপূর্ণ জীবনধারণের অভিযোগ রয়েছে। বিলাসবহুল বাড়ি ও বিভিন্ন পার্টি ইত্যাদি নিয়ে প্রায়ই তিনি আলোচনায় থাকেন। ২০২২ সালে প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির নেতৃত্বাধীন রাশিয়ার দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন অভিযোগ করেছিল যে ইভানভ এবং তাঁর পরিবার বিলাসবহুল জীবনযাপন করেন।
ফোর্বস ম্যাগাজিন ইভানভকে রাশিয়ার নিরাপত্তা কাঠামোর অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে।
গতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
১ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউয়ের রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এ
১ ঘণ্টা আগেবাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
৩ ঘণ্টা আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
৩ ঘণ্টা আগে