অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান ইউক্রেন সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন—জেলেনস্কি, এরদোয়ান এবং গুতেরেস ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ইত্যাদি নিয়ে আলোচনা করবেন।
স্টিফেন ডুজারিক বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব ও তুরস্কের প্রেসিডেন্ট। আগামীকাল বৃহস্পতিবার লভিভে এক ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তি, জাপোরিঝজিয়া পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সার্বিক অবস্থা এবং চলমান সংকটের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন তাঁরা। সফরের অংশ হিসেবে আগামী শুক্রবার তাঁরা ওদেসা সমুদ্রবন্দর পরিদর্শন করবেন।’
এর আগে, গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের অবরোধ আংশিক তুলে নিতে সম্মত হয় রাশিয়া। অবরোধ তুলে নেওয়ার পর থেকেই ওদেসাসহ কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের আরও দুটি বন্দর থেকে প্রায় প্রতিদিনই দু-একটি করে জাহাজ খাদ্য শস্য নিয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে রওনা হচ্ছে। বিপরীতে, চুক্তি অনুসারে কৃষ্ণ সাগরে থাকা রুশ নৌ-বহরে হামলা না করা এবং রাশিয়ার শস্য রপ্তানি থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে কিয়েভ, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো।
এদিকে, গত ২৩ জুলাই ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খেরসনকে রুশ দখল থেকে পুনরুদ্ধারে ঘোষণা দেন জেলেনস্কি। অক্টোবরের মধ্যে শহরটি পুনরুদ্ধার সম্ভব বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু খেরসন পুনরুদ্ধারে তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় অবস্থিত রুশ সামরিক স্থাপনায় হামলা বাড়িয়েছে ইউক্রেন।
অপরদিকে, গত সপ্তাহে ক্রিমিয়ায় কয়েকটি বিস্ফোরণে রুশ বিমানবাহিনীর অন্তত ৮টি যুদ্ধ বিমান নষ্ট হয়েছে। দুর্ঘটনা থেকে এসব বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রুশ প্রশাসন। গত মঙ্গলবার সেখানকার বেশ কয়েকটি অস্ত্র গুদামেও বিস্ফোরণ ঘটে। প্রথমে এসব বিস্ফোরণকে দুর্ঘটনাজনিত বললেও পরে এসব বিস্ফোরণকে ‘নাশকতার’ অংশ বলে উল্লেখ করে স্থানীয় প্রশাসন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান ইউক্রেন সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন—জেলেনস্কি, এরদোয়ান এবং গুতেরেস ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ইত্যাদি নিয়ে আলোচনা করবেন।
স্টিফেন ডুজারিক বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব ও তুরস্কের প্রেসিডেন্ট। আগামীকাল বৃহস্পতিবার লভিভে এক ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তি, জাপোরিঝজিয়া পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সার্বিক অবস্থা এবং চলমান সংকটের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন তাঁরা। সফরের অংশ হিসেবে আগামী শুক্রবার তাঁরা ওদেসা সমুদ্রবন্দর পরিদর্শন করবেন।’
এর আগে, গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের অবরোধ আংশিক তুলে নিতে সম্মত হয় রাশিয়া। অবরোধ তুলে নেওয়ার পর থেকেই ওদেসাসহ কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের আরও দুটি বন্দর থেকে প্রায় প্রতিদিনই দু-একটি করে জাহাজ খাদ্য শস্য নিয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে রওনা হচ্ছে। বিপরীতে, চুক্তি অনুসারে কৃষ্ণ সাগরে থাকা রুশ নৌ-বহরে হামলা না করা এবং রাশিয়ার শস্য রপ্তানি থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে কিয়েভ, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো।
এদিকে, গত ২৩ জুলাই ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খেরসনকে রুশ দখল থেকে পুনরুদ্ধারে ঘোষণা দেন জেলেনস্কি। অক্টোবরের মধ্যে শহরটি পুনরুদ্ধার সম্ভব বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু খেরসন পুনরুদ্ধারে তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় অবস্থিত রুশ সামরিক স্থাপনায় হামলা বাড়িয়েছে ইউক্রেন।
অপরদিকে, গত সপ্তাহে ক্রিমিয়ায় কয়েকটি বিস্ফোরণে রুশ বিমানবাহিনীর অন্তত ৮টি যুদ্ধ বিমান নষ্ট হয়েছে। দুর্ঘটনা থেকে এসব বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রুশ প্রশাসন। গত মঙ্গলবার সেখানকার বেশ কয়েকটি অস্ত্র গুদামেও বিস্ফোরণ ঘটে। প্রথমে এসব বিস্ফোরণকে দুর্ঘটনাজনিত বললেও পরে এসব বিস্ফোরণকে ‘নাশকতার’ অংশ বলে উল্লেখ করে স্থানীয় প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে