অনলাইন ডেস্ক
ফরাসি চলচ্চিত্র তারকা অ্যালেইন ডেলনের ঘর থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র ও ৩০০০ হাজার রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে পুলিশ। প্যারিস থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণে ডাউশি-মন্টকরবনে এই অভিনেতার বাড়িতে একটি শুটিং রেঞ্জও পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আদালত থেকে এক কর্মকর্তাকে পাঠানো হয় অ্যালেইন ডেলনের বাড়িতে। সেখানে একটি বন্দুক তার চোখে পড়ে। এ ব্যাপারে বিচারপতিকে সতর্ক করেন সেই কর্মকর্তা। এরপর গত মঙ্গলবার ডেলনের বাড়িতে তল্লাশি চালানো হলে সেখানে পাওয়া যায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
কৌঁসুলিরা বলেছেন, আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই অ্যালেইন ডেলনের।
৮৮ বছর বয়সী এই অভিনেতা ছিলেন ফরাসি সিনেমার স্বর্ণালি যুগের একজন তারকা। ‘দ্য সামুরাই’ এবং ‘বোর্সালিনোর’ মতো ব্যবসাসফল ছবিতে কঠিন ও শক্তিমান চরিত্রের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না এই তারকার। ২০১৯ সালে তার স্ট্রোক হয়েছিল। এরপর আরও একটি গুরুতর রোগে তিনি ভুগেছেন বলে জানিয়েছিল ফরাসি গণমাধ্যম। তবে তার সেই রোগের নাম বলা হয়নি।
অ্যালেইন ডেলনের পরিবার ভেঙে যাওয়ার খবরও ফ্রান্সে শিরোনাম হয়েছিল। তার তিন সন্তান গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন তাদের পারস্পরিক ক্ষোভের কথা। নানা অপমান, অভিযোগ, মামলা এবং গোপন রেকর্ডিং নিয়েও অনাকাঙ্ক্ষিতভাবে খবরের শিরোনাম হয়েছেন অ্যালেইন ডেলন।
এই তারকার চিকিৎসা নিয়েও হয়েছে মামলা। গত মাসে আদালত-অনুমোদিত একজন চিকিৎসক তাকে পরীক্ষা করেছিলেন। তবে সেই চিকিৎসকের সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন তুলেছেন ডেলনের সন্তানেরা।
গত বছর তার সন্তানেরা ডেলনের প্রাক্তন সহকারী হিরোমি রোলিনের বিরুদ্ধে অভিযোগ করেন। জাপানের এই চলচ্চিত্র প্রযোজনা সহকারীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ডেলনকে নৈতিক হয়রানির সঙ্গে জড়িত ছিলেন হিরোমি রোলিন। এ সময় হিরোমির আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেন।
অ্যালেইন ডেলনের সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল ২০১৯ সালে। তখন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানসূচক পাম দ’অর গ্রহণ করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্যারিসে তার বন্ধু এবং সহকর্মী জ্যঁ-পল বেলমন্দোর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন অ্যালেইন ডেলন।
ফরাসি চলচ্চিত্র তারকা অ্যালেইন ডেলনের ঘর থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র ও ৩০০০ হাজার রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে পুলিশ। প্যারিস থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণে ডাউশি-মন্টকরবনে এই অভিনেতার বাড়িতে একটি শুটিং রেঞ্জও পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আদালত থেকে এক কর্মকর্তাকে পাঠানো হয় অ্যালেইন ডেলনের বাড়িতে। সেখানে একটি বন্দুক তার চোখে পড়ে। এ ব্যাপারে বিচারপতিকে সতর্ক করেন সেই কর্মকর্তা। এরপর গত মঙ্গলবার ডেলনের বাড়িতে তল্লাশি চালানো হলে সেখানে পাওয়া যায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
কৌঁসুলিরা বলেছেন, আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই অ্যালেইন ডেলনের।
৮৮ বছর বয়সী এই অভিনেতা ছিলেন ফরাসি সিনেমার স্বর্ণালি যুগের একজন তারকা। ‘দ্য সামুরাই’ এবং ‘বোর্সালিনোর’ মতো ব্যবসাসফল ছবিতে কঠিন ও শক্তিমান চরিত্রের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না এই তারকার। ২০১৯ সালে তার স্ট্রোক হয়েছিল। এরপর আরও একটি গুরুতর রোগে তিনি ভুগেছেন বলে জানিয়েছিল ফরাসি গণমাধ্যম। তবে তার সেই রোগের নাম বলা হয়নি।
অ্যালেইন ডেলনের পরিবার ভেঙে যাওয়ার খবরও ফ্রান্সে শিরোনাম হয়েছিল। তার তিন সন্তান গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন তাদের পারস্পরিক ক্ষোভের কথা। নানা অপমান, অভিযোগ, মামলা এবং গোপন রেকর্ডিং নিয়েও অনাকাঙ্ক্ষিতভাবে খবরের শিরোনাম হয়েছেন অ্যালেইন ডেলন।
এই তারকার চিকিৎসা নিয়েও হয়েছে মামলা। গত মাসে আদালত-অনুমোদিত একজন চিকিৎসক তাকে পরীক্ষা করেছিলেন। তবে সেই চিকিৎসকের সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন তুলেছেন ডেলনের সন্তানেরা।
গত বছর তার সন্তানেরা ডেলনের প্রাক্তন সহকারী হিরোমি রোলিনের বিরুদ্ধে অভিযোগ করেন। জাপানের এই চলচ্চিত্র প্রযোজনা সহকারীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ডেলনকে নৈতিক হয়রানির সঙ্গে জড়িত ছিলেন হিরোমি রোলিন। এ সময় হিরোমির আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেন।
অ্যালেইন ডেলনের সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল ২০১৯ সালে। তখন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানসূচক পাম দ’অর গ্রহণ করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্যারিসে তার বন্ধু এবং সহকর্মী জ্যঁ-পল বেলমন্দোর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন অ্যালেইন ডেলন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৪১ মিনিট আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৬ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে