অনলাইন ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ভোরের এই ড্রোন হামলায় শহরটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মস্কোর কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানান, ড্রোন হামলার ফলে মারাত্মক ক্ষতি হয়নি। সব ধরনের জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলেননি মেয়র।
মস্কো অঞ্চলের গভর্নর অ্যান্দ্রে ভোরোবিভ টেলিগ্রামে লেখেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় অনেকগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, দুটি ড্রোন মস্কোতে দুটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবন দুটির অনেকগুলো অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ কয়েকটি বার্তা আদান-প্রদানের মাধ্যম জানায়, মস্কোর উপকণ্ঠে এবং আশপাশের এলাকা থেকে ৪ থেকে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া হামলার শিকার ভবন দুটি থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন শহরের মেয়র সোবিয়ানিন।
এদিকে আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৩০ মে) সকালে রুশ বাহিনী এ হামলা চালায়। হামলার পর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ২০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি আবাসিক ভবনে আগুন ধরে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানায় প্রতিরক্ষা বাহিনী।
চলতি মে মাসজুড়েই কিয়েভে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে মস্কো। এসব হামলার অধিকাংশই চালানো হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ভোরের এই ড্রোন হামলায় শহরটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মস্কোর কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানান, ড্রোন হামলার ফলে মারাত্মক ক্ষতি হয়নি। সব ধরনের জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলেননি মেয়র।
মস্কো অঞ্চলের গভর্নর অ্যান্দ্রে ভোরোবিভ টেলিগ্রামে লেখেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় অনেকগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, দুটি ড্রোন মস্কোতে দুটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবন দুটির অনেকগুলো অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ কয়েকটি বার্তা আদান-প্রদানের মাধ্যম জানায়, মস্কোর উপকণ্ঠে এবং আশপাশের এলাকা থেকে ৪ থেকে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া হামলার শিকার ভবন দুটি থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন শহরের মেয়র সোবিয়ানিন।
এদিকে আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৩০ মে) সকালে রুশ বাহিনী এ হামলা চালায়। হামলার পর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ২০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি আবাসিক ভবনে আগুন ধরে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানায় প্রতিরক্ষা বাহিনী।
চলতি মে মাসজুড়েই কিয়েভে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে মস্কো। এসব হামলার অধিকাংশই চালানো হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
ভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
৪ ঘণ্টা আগেইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১৭ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
১৯ ঘণ্টা আগে