অনলাইন ডেস্ক
রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশেরও বেশি তেল আমদানি বন্ধের পরিকল্পনায় একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে এ সিদ্ধান্ত পাইপলাইনের মাধ্যমে তেল আমদানিকে প্রভাবিত করবে না বলেও জানিয়েছেন তাঁরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতারা অংশ নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বলেছেন, ‘এ সিদ্ধান্তের কারণে রুশ যুদ্ধের অর্থায়নের একটি বিরাট উৎস বন্ধ হয়ে যাবে।’ এ ছাড়া রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সবারব্যাংক ও রাষ্ট্রায়ত্ত তিনটি সম্প্রচারমাধ্যমের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতেও ইইউ একমত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এসব সিদ্ধান্ত নিতে গিয়ে ইইউ নেতাদের ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক করতে হয়েছে। কারণ হাঙ্গেরি ছিল এই সিদ্ধান্তের বিরোধিতাকারী। দেশটি রাশিয়ার কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি বন্ধের বিষয়ে রাজি ছিল না। কারণ হাঙ্গেরি তার চাহিদার ৬৫ শতাংশ তেল পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করে।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়বে। কারণ জার্মানি ও পোল্যান্ড এ বছরের শেষ নাগাদ তাদের পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি বন্ধ করতে স্বেচ্ছায় কাজ করেছে।’
এক মাস আগে রাশিয়া থেকে তেল আমদানির ব্যাপারে নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন। কিন্তু হাঙ্গেরির বিরোধিতার কারণে সিদ্ধান্ত নিতে এত দিন বিলম্ব হলো।
রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশেরও বেশি তেল আমদানি বন্ধের পরিকল্পনায় একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে এ সিদ্ধান্ত পাইপলাইনের মাধ্যমে তেল আমদানিকে প্রভাবিত করবে না বলেও জানিয়েছেন তাঁরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতারা অংশ নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বলেছেন, ‘এ সিদ্ধান্তের কারণে রুশ যুদ্ধের অর্থায়নের একটি বিরাট উৎস বন্ধ হয়ে যাবে।’ এ ছাড়া রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সবারব্যাংক ও রাষ্ট্রায়ত্ত তিনটি সম্প্রচারমাধ্যমের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতেও ইইউ একমত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এসব সিদ্ধান্ত নিতে গিয়ে ইইউ নেতাদের ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক করতে হয়েছে। কারণ হাঙ্গেরি ছিল এই সিদ্ধান্তের বিরোধিতাকারী। দেশটি রাশিয়ার কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি বন্ধের বিষয়ে রাজি ছিল না। কারণ হাঙ্গেরি তার চাহিদার ৬৫ শতাংশ তেল পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করে।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়বে। কারণ জার্মানি ও পোল্যান্ড এ বছরের শেষ নাগাদ তাদের পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি বন্ধ করতে স্বেচ্ছায় কাজ করেছে।’
এক মাস আগে রাশিয়া থেকে তেল আমদানির ব্যাপারে নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করেছিল ইউরোপীয় কমিশন। কিন্তু হাঙ্গেরির বিরোধিতার কারণে সিদ্ধান্ত নিতে এত দিন বিলম্ব হলো।
ভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
২ ঘণ্টা আগেইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১৬ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
১৮ ঘণ্টা আগে