অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার সাগরে সার্ফিং করছিলেন গিউলিয়া ম্যানফ্রিনি। এ সময় একটি ধারালো ঠোঁটের মাছের খোঁচা খান তিনি বুকে। আর এই আঘাতের কারণেই মৃত্যু ঘটে ৩৬ বছর বয়স্ক ইতালীয় এই নারীর।
ঘটনাটি ঘটে পশ্চিম সুমাত্রার দুর্গম মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জে। সেখানে ‘অদ্ভুত’ এক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানান তাঁর ব্যবসায়িক অংশীদার জেমস কলস্টন।
‘দুর্ভাগ্যজনকভাবে তাঁর সঙ্গী সার্ফার, স্থানীয় রিসোর্ট কর্মী এবং চিকিৎসকদের দুঃসাহসী প্রচেষ্টার পরও গিউলিয়াকে বাঁচানো যায়নি। আমরা বিশ্বাস করছি, যে জায়গাটিকে সে ভালোবাস, সেখানে যা করা পছন্দ সেটা করতে করতেই মৃত্যু হয়েছে তাঁর।’ গত রোববার ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন কলস্টন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনতারা মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান লাহমুদিন সিরেগারের সূত্র জানায়, সিবেরুত দ্বীপের দক্ষিণ প্রান্তের সাগরে সার্ফিং করছিলেন ম্যানফ্রিনি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি সোর্ডফিশ তাঁর বুকে খোঁচা দেয়।
সংস্থাটি আরও জানায়, মেডিকেল রিপোর্ট অনুসারে তাঁর বুকের বাঁ দিকে প্রায় পাঁচ সেন্টিমিটার গভীরতার ধারালো কিছুর ক্ষত পাওয়া গেছে।
কলস্টন ও ম্যানফ্রিনি একত্রে একটি ট্রাভেল কোম্পানি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি সার্ফিংয়ের জন্য জনপ্রিয় বিভিন্ন গন্তব্যে ট্যুর পরিচালনা করে। এসব এলাকার মধ্যে আছে মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জও।
মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জের হিডেন বে রিসোর্ট এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, তাদের গ্রাহক ও বন্ধু বুকে একটি নিডল ফিশের খোঁচা খাওয়ার পরপরই মারা যান।
এখানে জানিয়ে রাখা ভালো, নিডল ফিশ ও সোর্ড ফিশ দুটিরই লম্বা ঠোঁট আছে। আর এরা লাফিয়ে পানির ওপরে শূন্যে শরীর তুলে দিতে পারে। তাদের শারীরিক গঠন মানুষের জন্য বিপজ্জনক হলেও প্রাণহানির ঘটনা একেবারেই কম।
সিবেরাত পুলিশের বরাত দিয়ে আনতারা জানায়, দুর্ঘটনাটির দুজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁরা তাঁকে দ্রুত পেই পেই পাসাকিয়াত তাইলেলেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ম্যানফ্রিনির ট্রাভেল কোম্পানিটির ওয়েবসাইট জানিয়েছে, ম্যানফ্রিনি ছিলেন একজন পেশাদার স্নো বোর্ডার। সার্ফিংয়ের প্রতি তাঁর প্রচণ্ড একটি আকর্ষণ ছিল। আর এতেই ঢেউয়ের পিছু তাড়া করে বিশ্বের নানা প্রান্তের সাগর চষে বেড়াতেন।
এখানে জানিয়ে রাখা ভালো, স্নোবোর্ডিং হচ্ছে এমন একটি খেলা, যাতে একটি কাঠ বা মসৃণ তক্তা দিয়ে বানানো বোর্ডে সওয়ার হয়ে প্রতিযোগী বরফ বা তুষারের ঢালের ওপর পিছলে চলেন।
‘গিওলিয়া মানুষের সঙ্গ পছন্দ করতেন। যাঁরাই তাঁর সঙ্গে ভ্রমণ করতেন, গিওলিয়ার হাসি আর অফুরন্ত প্রাণশক্তিতে মুগ্ধ হতেন।’ কলস্টন বলেন, ‘আমরা তোমাকে ভালোবাসি গিওলিয়া। তোমাকে বিদায় জানানোটা খুবই কষ্টের।’
ইন্দোনেশিয়ার সাগরে সার্ফিং করছিলেন গিউলিয়া ম্যানফ্রিনি। এ সময় একটি ধারালো ঠোঁটের মাছের খোঁচা খান তিনি বুকে। আর এই আঘাতের কারণেই মৃত্যু ঘটে ৩৬ বছর বয়স্ক ইতালীয় এই নারীর।
ঘটনাটি ঘটে পশ্চিম সুমাত্রার দুর্গম মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জে। সেখানে ‘অদ্ভুত’ এক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানান তাঁর ব্যবসায়িক অংশীদার জেমস কলস্টন।
‘দুর্ভাগ্যজনকভাবে তাঁর সঙ্গী সার্ফার, স্থানীয় রিসোর্ট কর্মী এবং চিকিৎসকদের দুঃসাহসী প্রচেষ্টার পরও গিউলিয়াকে বাঁচানো যায়নি। আমরা বিশ্বাস করছি, যে জায়গাটিকে সে ভালোবাস, সেখানে যা করা পছন্দ সেটা করতে করতেই মৃত্যু হয়েছে তাঁর।’ গত রোববার ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন কলস্টন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনতারা মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান লাহমুদিন সিরেগারের সূত্র জানায়, সিবেরুত দ্বীপের দক্ষিণ প্রান্তের সাগরে সার্ফিং করছিলেন ম্যানফ্রিনি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি সোর্ডফিশ তাঁর বুকে খোঁচা দেয়।
সংস্থাটি আরও জানায়, মেডিকেল রিপোর্ট অনুসারে তাঁর বুকের বাঁ দিকে প্রায় পাঁচ সেন্টিমিটার গভীরতার ধারালো কিছুর ক্ষত পাওয়া গেছে।
কলস্টন ও ম্যানফ্রিনি একত্রে একটি ট্রাভেল কোম্পানি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি সার্ফিংয়ের জন্য জনপ্রিয় বিভিন্ন গন্তব্যে ট্যুর পরিচালনা করে। এসব এলাকার মধ্যে আছে মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জও।
মেনতাওয়ায়ি দ্বীপপুঞ্জের হিডেন বে রিসোর্ট এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, তাদের গ্রাহক ও বন্ধু বুকে একটি নিডল ফিশের খোঁচা খাওয়ার পরপরই মারা যান।
এখানে জানিয়ে রাখা ভালো, নিডল ফিশ ও সোর্ড ফিশ দুটিরই লম্বা ঠোঁট আছে। আর এরা লাফিয়ে পানির ওপরে শূন্যে শরীর তুলে দিতে পারে। তাদের শারীরিক গঠন মানুষের জন্য বিপজ্জনক হলেও প্রাণহানির ঘটনা একেবারেই কম।
সিবেরাত পুলিশের বরাত দিয়ে আনতারা জানায়, দুর্ঘটনাটির দুজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁরা তাঁকে দ্রুত পেই পেই পাসাকিয়াত তাইলেলেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ম্যানফ্রিনির ট্রাভেল কোম্পানিটির ওয়েবসাইট জানিয়েছে, ম্যানফ্রিনি ছিলেন একজন পেশাদার স্নো বোর্ডার। সার্ফিংয়ের প্রতি তাঁর প্রচণ্ড একটি আকর্ষণ ছিল। আর এতেই ঢেউয়ের পিছু তাড়া করে বিশ্বের নানা প্রান্তের সাগর চষে বেড়াতেন।
এখানে জানিয়ে রাখা ভালো, স্নোবোর্ডিং হচ্ছে এমন একটি খেলা, যাতে একটি কাঠ বা মসৃণ তক্তা দিয়ে বানানো বোর্ডে সওয়ার হয়ে প্রতিযোগী বরফ বা তুষারের ঢালের ওপর পিছলে চলেন।
‘গিওলিয়া মানুষের সঙ্গ পছন্দ করতেন। যাঁরাই তাঁর সঙ্গে ভ্রমণ করতেন, গিওলিয়ার হাসি আর অফুরন্ত প্রাণশক্তিতে মুগ্ধ হতেন।’ কলস্টন বলেন, ‘আমরা তোমাকে ভালোবাসি গিওলিয়া। তোমাকে বিদায় জানানোটা খুবই কষ্টের।’
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১৩ ঘণ্টা আগে