অনলাইন ডেস্ক
ইউক্রেন সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। বহিঃশক্তি মোকাবিলার চ্যালেঞ্জের পাশাপাশি এবার গৃহযুদ্ধেরও আশঙ্কা দেখা দিয়েছে ইউক্রেনে। শনিবার সকালে দেশটির রাশিয়া সীমান্তবর্তী এলাকায় দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের দনেৎস্ক ও লুহানস্কের বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ওই সেনার মৃত্যু হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে রুশ মদদপুষ্ট বিদ্রোহীদের সংঘাত শুরুর আগেই গতকাল শুক্রবার বিদ্রোহীরা সেখানকার কয়েক লাখ রুশভাষী নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। ঘোষণার পরপরই ইউক্রেনের সেনাবাহিনী দনেৎস্ক ও লুহানস্কে অভিযান চালানোর আগেই সেখানকার নাগরিকেরা রাশিয়ায় যেতে আরম্ভ করেন।
বিদ্রোহীরা ওই এলাকার নারী-শিশুদের রাশিয়ায় পাঠিয়েই ক্ষান্ত থাকেনি। তারা ঘোষণা দিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় পূর্ণ সমরসজ্জা নিয়ে রেখেছে তারা। ইউক্রেন সরকারের যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত। স্বঘোষিত স্বাধীন দনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন এক ভিডিও বার্তায় এই প্রস্তুতির কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ের প্রতিক্রিয়ায় বিদ্রোহী দমন কিংবা আসন্ন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেন কোনো পাতা ফাঁদে পা দেবে না।
ঘটনা এখানেই থেমে নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানাচ্ছে, বাইডেন ধারণা করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বাইডেনের কথারই পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। লিথুয়ানিয়া সফরকালে লয়েড বলেন, রুশ সেনারা আক্রমণের জন্য প্রস্তুত। তবে লয়েডের আশা, ‘যুদ্ধই একমাত্র পথ নয়। পুতিন চাইলেই শান্তির পথ বেছে নিতে পারেন।’ রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ইউক্রেন আক্রমণের কোনো পরিকল্পনা তাঁদের নেই।
রাশিয়ার এমন আশ্বাসে যুক্তরাষ্ট্র যে আশ্বস্ত হতে পারছে না তা বোঝা যায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বক্তব্য থেকে। আল জাজিরার এক প্রতিবেদনে বলো হয়েছে, কমলা হ্যারিস হুমকি দিয়েছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর ‘নজিরবিহীন’ অবরোধ আরোপ কর বে। তবে কমলার এই বক্তব্যের একদিন আগেই রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, পশ্চিমা বিশ্ব যে কোনো মূল্যে রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতে চায়। ফলে, রাশিয়া পশ্চিমা বিশ্বের এ ধরনের সম্ভাব্য উদ্যোগের বিষয়ে সতর্ক রয়েছে বলেই ধারণা বিশ্লেষকদের।
ইউক্রেন সংকটের এই উত্তাপ কেবল ইউরোপেই নয়, এসে পড়েছে এশিয়াতেও। চীনও জড়িয়ে পড়েছে এতে। ইউক্রেন সংকটে চীনের পক্ষ থেকে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে পশ্চিমারা। তারা বলছে, চীন-রাশিয়া মিলে বিদ্যমান বৈশ্বিক আইনকানুন প্রতিস্থাপন করতে ‘নতুন বৈশ্বিক কানুন’ তৈরি করছে। শনিবার ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্টলটেনবার্গের এই দাবিকে স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি সম্মেলনে উপস্থিত চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ও। তিনি কেবল জানিয়েছেন, রাশিয়ার দাবির দিকেও যুক্তরাষ্ট্রের মনযোগ দেওয়া উচিত। কিন্তু এমন বক্তব্যের জবাবও দিয়েছেন স্টলটেনবার্গ। তিনি বলেছেন, রাশিয়া জেনেশুনেই ন্যাটোর সামনে এমন সব দাবি উপস্থাপন করে যা ন্যাটোর পক্ষে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।
তবে এ উত্তেজনায় নতুন করে আগুনে ঘি ঢেলেছে রুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়ার ঘোষণা। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়ার ঘোষণা দেন। এই ঘোষণা যে সংকট আরও ঘনীভূত করবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আশার আলো হয়তো খানিকটা এখনো জিইয়ে রয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চলতি সপ্তাহেই ইউরোপে বৈঠক করবেন। তবে সেই বৈঠকের দিন-তারিখ বা স্থানের বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমে আসেনি।
এ অবস্থায় পাল্টাপাল্টি বক্তব্য-হুমকি যে পরিস্থিতি আরও ঘোলাটে করবে তা নিয়ে খুব কম বিশ্লেষকেরই দ্বিমত রয়েছে। তবে কবে নাগাদ এই সংকট উত্তরণের পথে দুয়ার খুলবে তা এখনো অনিশ্চিত।
ইউক্রেন সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। বহিঃশক্তি মোকাবিলার চ্যালেঞ্জের পাশাপাশি এবার গৃহযুদ্ধেরও আশঙ্কা দেখা দিয়েছে ইউক্রেনে। শনিবার সকালে দেশটির রাশিয়া সীমান্তবর্তী এলাকায় দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের দনেৎস্ক ও লুহানস্কের বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ওই সেনার মৃত্যু হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে রুশ মদদপুষ্ট বিদ্রোহীদের সংঘাত শুরুর আগেই গতকাল শুক্রবার বিদ্রোহীরা সেখানকার কয়েক লাখ রুশভাষী নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। ঘোষণার পরপরই ইউক্রেনের সেনাবাহিনী দনেৎস্ক ও লুহানস্কে অভিযান চালানোর আগেই সেখানকার নাগরিকেরা রাশিয়ায় যেতে আরম্ভ করেন।
বিদ্রোহীরা ওই এলাকার নারী-শিশুদের রাশিয়ায় পাঠিয়েই ক্ষান্ত থাকেনি। তারা ঘোষণা দিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় পূর্ণ সমরসজ্জা নিয়ে রেখেছে তারা। ইউক্রেন সরকারের যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত। স্বঘোষিত স্বাধীন দনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন এক ভিডিও বার্তায় এই প্রস্তুতির কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ের প্রতিক্রিয়ায় বিদ্রোহী দমন কিংবা আসন্ন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেন কোনো পাতা ফাঁদে পা দেবে না।
ঘটনা এখানেই থেমে নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানাচ্ছে, বাইডেন ধারণা করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বাইডেনের কথারই পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। লিথুয়ানিয়া সফরকালে লয়েড বলেন, রুশ সেনারা আক্রমণের জন্য প্রস্তুত। তবে লয়েডের আশা, ‘যুদ্ধই একমাত্র পথ নয়। পুতিন চাইলেই শান্তির পথ বেছে নিতে পারেন।’ রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ইউক্রেন আক্রমণের কোনো পরিকল্পনা তাঁদের নেই।
রাশিয়ার এমন আশ্বাসে যুক্তরাষ্ট্র যে আশ্বস্ত হতে পারছে না তা বোঝা যায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বক্তব্য থেকে। আল জাজিরার এক প্রতিবেদনে বলো হয়েছে, কমলা হ্যারিস হুমকি দিয়েছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর ‘নজিরবিহীন’ অবরোধ আরোপ কর বে। তবে কমলার এই বক্তব্যের একদিন আগেই রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, পশ্চিমা বিশ্ব যে কোনো মূল্যে রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতে চায়। ফলে, রাশিয়া পশ্চিমা বিশ্বের এ ধরনের সম্ভাব্য উদ্যোগের বিষয়ে সতর্ক রয়েছে বলেই ধারণা বিশ্লেষকদের।
ইউক্রেন সংকটের এই উত্তাপ কেবল ইউরোপেই নয়, এসে পড়েছে এশিয়াতেও। চীনও জড়িয়ে পড়েছে এতে। ইউক্রেন সংকটে চীনের পক্ষ থেকে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে পশ্চিমারা। তারা বলছে, চীন-রাশিয়া মিলে বিদ্যমান বৈশ্বিক আইনকানুন প্রতিস্থাপন করতে ‘নতুন বৈশ্বিক কানুন’ তৈরি করছে। শনিবার ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্টলটেনবার্গের এই দাবিকে স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি সম্মেলনে উপস্থিত চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ও। তিনি কেবল জানিয়েছেন, রাশিয়ার দাবির দিকেও যুক্তরাষ্ট্রের মনযোগ দেওয়া উচিত। কিন্তু এমন বক্তব্যের জবাবও দিয়েছেন স্টলটেনবার্গ। তিনি বলেছেন, রাশিয়া জেনেশুনেই ন্যাটোর সামনে এমন সব দাবি উপস্থাপন করে যা ন্যাটোর পক্ষে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।
তবে এ উত্তেজনায় নতুন করে আগুনে ঘি ঢেলেছে রুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়ার ঘোষণা। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়ার ঘোষণা দেন। এই ঘোষণা যে সংকট আরও ঘনীভূত করবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আশার আলো হয়তো খানিকটা এখনো জিইয়ে রয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চলতি সপ্তাহেই ইউরোপে বৈঠক করবেন। তবে সেই বৈঠকের দিন-তারিখ বা স্থানের বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমে আসেনি।
এ অবস্থায় পাল্টাপাল্টি বক্তব্য-হুমকি যে পরিস্থিতি আরও ঘোলাটে করবে তা নিয়ে খুব কম বিশ্লেষকেরই দ্বিমত রয়েছে। তবে কবে নাগাদ এই সংকট উত্তরণের পথে দুয়ার খুলবে তা এখনো অনিশ্চিত।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৫ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১০ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে