অনলাইন ডেস্ক
ফ্রান্সে করোনাভাইরাস টিকাবিরোধীরা গোপনে অনলাইন থেকে টিকার সনদ কিনছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানে এক প্রতিবেদনে লন্ডনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের (আইএসডি) এক গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
ফ্রান্সে করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করায় চলাফেরা করতে টিকার সনদ প্রয়োজন। তাই টিকা বিরোধীরা নিজেদের চলাচল নির্বিঘ্ন রাখতে গোপনে অনলাইন থেকে কিনছেন টিকার সনদ।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের করোনাভাইরাস টিকাবিরোধীরা দেশটিতে চলমান করোনা বিধিনিষেধ হতে নিজেদের রক্ষায় অনলাইন থেকে কিনছেন ভুয়া ‘ভ্যাকসিন পাস’। ভুয়া ‘ভ্যাকসিন পাস’ বিক্রির বিজ্ঞাপনগুলো প্রায়ই মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয় বলে জানা গেছে আইএসডি-এর ওই গবেষণায়।
আইএসডি-এর ওই গবেষণায় আরও দেখা গেছে, অনেকেই এমন ভুয়া ‘ভ্যাকসিন পাস’ বা ‘টিকা সনদ’ কিনছেন। এক্ষেত্রে ব্যবহারকারীরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বিজ্ঞাপন থেকে লিংকের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে কিংবা টেলিগ্রাম ব্যবহার করে ভুয়া সনদ সরবরাহকারীদের কাছ থেকে সরাসরি সনদ কিনতে পারেন।
আইএসডি-এর গবেষণা সমন্বয়ক জোয়ি ফোরেল বলেছেন, ‘ভুয়া টিকা সনদ বিক্রির জন্য প্রায় ১ হাজার সদস্য বিশিষ্ট একটি ফেসবুক গ্রুপ এবং ১৭ হাজার ফলোয়ার বিশিষ্ট একটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি এই বিষয়টির (ভুয়া টিকা সনদ বিক্রি) ক্ষেত্রে প্ল্যাটফর্মটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামের বেলায়। কেননা, এই দুটি প্ল্যাটফর্মেরই বিপুল পরিমাণে ব্যবহারকারী রয়েছে।’
ভুয়া টিকা সনদ বিক্রির ইনস্টাগ্রামের অ্যালগরিদম ব্যবহারকারীদের ভুয়া টিকা সনদ কিনতে উৎসাহিত করছে উল্লেখ করে জোয়ি ফোরেল বলেন, ‘ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে বিষয়টি আমরা পর্যবেক্ষণ করেছি তা হলো—কোনো ব্যবহারকারী যদি করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বা করোনাভাইরাসের টিকা বিরোধী একাধিক পোস্ট শেয়ার করে থাকেন তাহলে ইনস্টাগ্রামের অ্যালগরিদমই তখন ব্যবহারকারীকে ভুয়া টিকা সনদ বিক্রি করে এমন পেজ/গ্রুপ/অ্যাকাউন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।’
তিনি আরও বলেন, ‘ফলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তাঁদের ব্যবসায় চালিয়ে নিতে তাঁদের অ্যালগরিদমকে কীভাবে ব্যবহার করছে তা এখন বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
ফোরেল আরও জানিয়েছেন, এই চক্রটি বেশ বড় একটি এলাকায় ছড়িয়ে আছে। এমনকি ইতালিতে বসে ফরাসিদের কাছে ভুয়া টিকা সনদ বিক্রি করছেন এমন খবরও পাওয়া গেছে।
উল্লেখ্য, ফরাসি সরকার দেশটির নাগরিকেরা করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নির্ধারণ করতে ‘হেলথ পাস’ চালু করেছিল। পরে টিকা চালু হলে দেশটি ভ্যাকসিন পাস চালু করে—যাতে টিকা গ্রহণকারী ও গ্রহণ না করাদের আলাদা করা যায়। তবে সম্প্রতি দেশটিতে করোনাভাইরাস টিকা বিরোধী আন্দোলনও তীব্র হয়েছে।
ফ্রান্সে করোনাভাইরাস টিকাবিরোধীরা গোপনে অনলাইন থেকে টিকার সনদ কিনছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানে এক প্রতিবেদনে লন্ডনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের (আইএসডি) এক গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
ফ্রান্সে করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করায় চলাফেরা করতে টিকার সনদ প্রয়োজন। তাই টিকা বিরোধীরা নিজেদের চলাচল নির্বিঘ্ন রাখতে গোপনে অনলাইন থেকে কিনছেন টিকার সনদ।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের করোনাভাইরাস টিকাবিরোধীরা দেশটিতে চলমান করোনা বিধিনিষেধ হতে নিজেদের রক্ষায় অনলাইন থেকে কিনছেন ভুয়া ‘ভ্যাকসিন পাস’। ভুয়া ‘ভ্যাকসিন পাস’ বিক্রির বিজ্ঞাপনগুলো প্রায়ই মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয় বলে জানা গেছে আইএসডি-এর ওই গবেষণায়।
আইএসডি-এর ওই গবেষণায় আরও দেখা গেছে, অনেকেই এমন ভুয়া ‘ভ্যাকসিন পাস’ বা ‘টিকা সনদ’ কিনছেন। এক্ষেত্রে ব্যবহারকারীরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বিজ্ঞাপন থেকে লিংকের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে কিংবা টেলিগ্রাম ব্যবহার করে ভুয়া সনদ সরবরাহকারীদের কাছ থেকে সরাসরি সনদ কিনতে পারেন।
আইএসডি-এর গবেষণা সমন্বয়ক জোয়ি ফোরেল বলেছেন, ‘ভুয়া টিকা সনদ বিক্রির জন্য প্রায় ১ হাজার সদস্য বিশিষ্ট একটি ফেসবুক গ্রুপ এবং ১৭ হাজার ফলোয়ার বিশিষ্ট একটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি এই বিষয়টির (ভুয়া টিকা সনদ বিক্রি) ক্ষেত্রে প্ল্যাটফর্মটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামের বেলায়। কেননা, এই দুটি প্ল্যাটফর্মেরই বিপুল পরিমাণে ব্যবহারকারী রয়েছে।’
ভুয়া টিকা সনদ বিক্রির ইনস্টাগ্রামের অ্যালগরিদম ব্যবহারকারীদের ভুয়া টিকা সনদ কিনতে উৎসাহিত করছে উল্লেখ করে জোয়ি ফোরেল বলেন, ‘ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে বিষয়টি আমরা পর্যবেক্ষণ করেছি তা হলো—কোনো ব্যবহারকারী যদি করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বা করোনাভাইরাসের টিকা বিরোধী একাধিক পোস্ট শেয়ার করে থাকেন তাহলে ইনস্টাগ্রামের অ্যালগরিদমই তখন ব্যবহারকারীকে ভুয়া টিকা সনদ বিক্রি করে এমন পেজ/গ্রুপ/অ্যাকাউন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।’
তিনি আরও বলেন, ‘ফলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তাঁদের ব্যবসায় চালিয়ে নিতে তাঁদের অ্যালগরিদমকে কীভাবে ব্যবহার করছে তা এখন বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
ফোরেল আরও জানিয়েছেন, এই চক্রটি বেশ বড় একটি এলাকায় ছড়িয়ে আছে। এমনকি ইতালিতে বসে ফরাসিদের কাছে ভুয়া টিকা সনদ বিক্রি করছেন এমন খবরও পাওয়া গেছে।
উল্লেখ্য, ফরাসি সরকার দেশটির নাগরিকেরা করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নির্ধারণ করতে ‘হেলথ পাস’ চালু করেছিল। পরে টিকা চালু হলে দেশটি ভ্যাকসিন পাস চালু করে—যাতে টিকা গ্রহণকারী ও গ্রহণ না করাদের আলাদা করা যায়। তবে সম্প্রতি দেশটিতে করোনাভাইরাস টিকা বিরোধী আন্দোলনও তীব্র হয়েছে।
স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
৬ মিনিট আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগে