অনলাইন ডেস্ক
রাশিয়া ইউক্রেনের তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে এখনো পর্যন্ত অন্তত ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছেন। ইউক্রেনের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনি স্থানীয় সময় আজ সোমবার এই সংখ্যা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স–ইউক্রেনের বরাত দিয়ে এএফপি বলেছে, ভ্যালেরি জালুঝিনি বলেছেন, ‘ইউক্রেনের শিশুদের একটি বিষয়ে বিশেষভাবে বলা দরকার যে, তাদের অনেকেরই বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে এবং হয়তো এরই মধ্যে যে ৯ হাজার বীর যোদ্ধা নিহত হয়েছেন তাদের মধ্যে তাদের অনেকের বাবাই রয়েছে।’ সোমবার এক বিশেষ আলোচনা সভায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি এই বক্তব্য দেন।
গত ৬ মাসের যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো পক্ষই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। এই প্রথম ইউক্রেনের পক্ষ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায় থেকে হতাহতের বিষয়ে সংখ্যা উল্লেখ করে বক্তব্য দেওয়া হলো।
এর আগে, গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, সে সময় পর্যন্ত ৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত এবং ১০ হাজার সৈন্য আহত হয়েছিল।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কোর্ট ফিলসফার’ ‘পুতিনের ব্রেইন’ বলে খ্যাত আলেক্সান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনের হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবি স্থানীয় সময় আজ সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থার দাবি দারিয়া দুগিনার হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। এফএসবির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘৃণ্য অপরাধটির পরিকল্পনা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস এবং বাস্তবায়নও করেছে তাঁরা।’ বিবৃতে আরও বলা হয়, ওই বিস্ফোরণ সংঘটনের পর হত্যাকারী এস্তোনিয়ায় পালিয়ে গিয়েছে।
রাশিয়া ইউক্রেনের তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে এখনো পর্যন্ত অন্তত ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছেন। ইউক্রেনের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনি স্থানীয় সময় আজ সোমবার এই সংখ্যা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স–ইউক্রেনের বরাত দিয়ে এএফপি বলেছে, ভ্যালেরি জালুঝিনি বলেছেন, ‘ইউক্রেনের শিশুদের একটি বিষয়ে বিশেষভাবে বলা দরকার যে, তাদের অনেকেরই বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে এবং হয়তো এরই মধ্যে যে ৯ হাজার বীর যোদ্ধা নিহত হয়েছেন তাদের মধ্যে তাদের অনেকের বাবাই রয়েছে।’ সোমবার এক বিশেষ আলোচনা সভায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি এই বক্তব্য দেন।
গত ৬ মাসের যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো পক্ষই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। এই প্রথম ইউক্রেনের পক্ষ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায় থেকে হতাহতের বিষয়ে সংখ্যা উল্লেখ করে বক্তব্য দেওয়া হলো।
এর আগে, গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, সে সময় পর্যন্ত ৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত এবং ১০ হাজার সৈন্য আহত হয়েছিল।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কোর্ট ফিলসফার’ ‘পুতিনের ব্রেইন’ বলে খ্যাত আলেক্সান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনের হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবি স্থানীয় সময় আজ সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থার দাবি দারিয়া দুগিনার হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। এফএসবির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘৃণ্য অপরাধটির পরিকল্পনা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস এবং বাস্তবায়নও করেছে তাঁরা।’ বিবৃতে আরও বলা হয়, ওই বিস্ফোরণ সংঘটনের পর হত্যাকারী এস্তোনিয়ায় পালিয়ে গিয়েছে।
গত আগস্টে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির অবস্থায় রয়েছে। যার পরিপ্রেক্ষিতে সব কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন। সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়া। এর প্রভাবে ভারতের চিকিৎসা পর্যটন খাতে নেমেছে
২ ঘণ্টা আগেওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।
৪ ঘণ্টা আগেশনিবার রাত ১০টা নাগাদ অন্তত ১০-১২ জন প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পাঠানো হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর পরিচয় দিতে বলা হয়। অনিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
৮ ঘণ্টা আগে