অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের জন্য রচিত নতুন ইতিহাস পাঠ্যবই উন্মোচন করেছে রাশিয়া। সেই বইয়ে স্থান পেয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়টিও। এই আগ্রাসনকে ‘মস্কোর ঐতিহাসিক অভিযান’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সেপ্টেম্বর থেকে বইটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন এই ইতিহাস বইটি রাশিয়ার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হবে জানিয়ে মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার শিক্ষামন্ত্রী সের্গেই ক্রাভতসভ বলেছেন, বইয়ের নতুন সংস্করণের লক্ষ্য স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে ইউক্রেনে রুশ অভিযানের কারণগুলো তুলে ধরা। এর মধ্য রয়েছে রাশিয়ায় ইউক্রেনের হামলা ঠেকানো, তাঁদের নিরস্ত্রীকরণ এবং নাজিবাদ নির্মুল করা।
এ সময় তিনি গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সৈন্য পাঠানোর সময় পুতিনের বিবৃত উদ্দেশ্যগুলোও পুনরাবৃত্তি করেন।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাতিকে ‘সঠিক বার্তা’ দিতে স্কুল পর্যায় থেকেই ইউক্রেন যুদ্ধের ইতিহাসকে নিজেদের আঙ্গিকে ঢেলে সাজাচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে স্কুলগুলোতে ঐতিহাসিক বর্ণনার ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। এরই অংশ হিসেবে ইউক্রেন আক্রমণকে মস্কোর ঐতিহাসিক মিশনের একটি অধ্যায় হিসেবে তরুণ রুশদের কাছে উপস্থাপন করা হয়েছে। এটিকে ‘একটি বিশেষ সামরিক অভিযান’ হিসেবেও বর্ণনা করা হচ্ছে।
ক্রাভতসভ আরও বলেন, ‘বইটি ১৯৪৫ সাল থেকে ২১ শতকের সময়কালকে তুলে ধরবে। বইটি মাত্র পাঁচ মাসের কম সময়ে লেখা হয়েছ। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ হওয়ার পরে এবং আমাদের বিজয়ের পরে বইটি আরও ভালোভাবে সম্পূর্ণ করব। ১ সেপ্টেম্বর থেকে সকল স্কুলে পাওয়া যাবে এটি।’
ইতিহাসের বইটি ইউক্রেনকে একটি ‘কৃত্রিম রাষ্ট্র’ হিসেবেও বর্ণনা করেছে। রুশ-ইউক্রেনীয়দের ঐতিহাসিক ঐক্যের ওপর পুতিনের দীর্ঘ প্রবন্ধে বলা হয়েছে, ১৯৯১ সালে স্বাধীনতার নামে রাশিয়ার কাছ থেকে ছিনতাই করা হয়েছে ইউক্রেনকে।
নতুন ইতিহাস বইয়ে আরও বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর মূল লক্ষ্য হলো রাশিয়ার অভ্যন্তরে পরিস্থিতি অস্থিতিশীল করা এবং পশ্চিমা আগ্রাসনের শিকার হিসেবে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে মস্কো। এটি পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে ১৮১২ সালে রাশিয়ায় নেপোলিয়নের চালানো অভিযানের চেয়েও ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে।
পুতিনের সহযোগী ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য সমালোচিত ভ্লাদিমির মেডিনস্কি দ্রুত এই বইয়ের প্রকাশনার প্রশংসা করে বলেছেন, ‘আমাদের দেশে এত কম সময়ে কোনো পাঠ্যপুস্তক তৈরি হয়নি। লেখকরা নিজ হাতে বইটি লিখেছেন। বইটি ইতিহাসের প্রতি রাশিয়ার দৃষ্টিভঙ্গিই তুলে ধরে।’
দাম্ভিকতার সঙ্গে মেডিনস্কি আরও বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে ৭০,৮০, ৯০ এবং ২০০০ সালের পরের সময়ের ইতিহাসকে পুনঃবর্ণায়ণ করেছি। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানসহ ২০১৪ থেকে বর্তমান সময় পর্যন্ত একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। সেই লড়াইয়ের মীমাংসা এখনো হয়নি। কিয়েভের পাশে পশ্চিমা শক্তির দাঁড়িয়ে থাকার অভিযোগ তুলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনকে মদদ দেওয়ার অভিযোগে আমেরিকা, ন্যাটো ও ইউরোপের দেশগুলোর দিকেও আঙুল তুলছে রাশিয়া। এদিকে নিজেদের সর্বশক্তি দিয়ে রাশিয়ার হামলার জবাব দিচ্ছে ইউক্রেন। সেই সঙ্গে বিভিন্ন শক্তিধর দেশের সহায়তা অর্জনেরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শিক্ষার্থীদের জন্য রচিত নতুন ইতিহাস পাঠ্যবই উন্মোচন করেছে রাশিয়া। সেই বইয়ে স্থান পেয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়টিও। এই আগ্রাসনকে ‘মস্কোর ঐতিহাসিক অভিযান’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সেপ্টেম্বর থেকে বইটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন এই ইতিহাস বইটি রাশিয়ার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হবে জানিয়ে মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার শিক্ষামন্ত্রী সের্গেই ক্রাভতসভ বলেছেন, বইয়ের নতুন সংস্করণের লক্ষ্য স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে ইউক্রেনে রুশ অভিযানের কারণগুলো তুলে ধরা। এর মধ্য রয়েছে রাশিয়ায় ইউক্রেনের হামলা ঠেকানো, তাঁদের নিরস্ত্রীকরণ এবং নাজিবাদ নির্মুল করা।
এ সময় তিনি গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সৈন্য পাঠানোর সময় পুতিনের বিবৃত উদ্দেশ্যগুলোও পুনরাবৃত্তি করেন।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাতিকে ‘সঠিক বার্তা’ দিতে স্কুল পর্যায় থেকেই ইউক্রেন যুদ্ধের ইতিহাসকে নিজেদের আঙ্গিকে ঢেলে সাজাচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে স্কুলগুলোতে ঐতিহাসিক বর্ণনার ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। এরই অংশ হিসেবে ইউক্রেন আক্রমণকে মস্কোর ঐতিহাসিক মিশনের একটি অধ্যায় হিসেবে তরুণ রুশদের কাছে উপস্থাপন করা হয়েছে। এটিকে ‘একটি বিশেষ সামরিক অভিযান’ হিসেবেও বর্ণনা করা হচ্ছে।
ক্রাভতসভ আরও বলেন, ‘বইটি ১৯৪৫ সাল থেকে ২১ শতকের সময়কালকে তুলে ধরবে। বইটি মাত্র পাঁচ মাসের কম সময়ে লেখা হয়েছ। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ হওয়ার পরে এবং আমাদের বিজয়ের পরে বইটি আরও ভালোভাবে সম্পূর্ণ করব। ১ সেপ্টেম্বর থেকে সকল স্কুলে পাওয়া যাবে এটি।’
ইতিহাসের বইটি ইউক্রেনকে একটি ‘কৃত্রিম রাষ্ট্র’ হিসেবেও বর্ণনা করেছে। রুশ-ইউক্রেনীয়দের ঐতিহাসিক ঐক্যের ওপর পুতিনের দীর্ঘ প্রবন্ধে বলা হয়েছে, ১৯৯১ সালে স্বাধীনতার নামে রাশিয়ার কাছ থেকে ছিনতাই করা হয়েছে ইউক্রেনকে।
নতুন ইতিহাস বইয়ে আরও বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর মূল লক্ষ্য হলো রাশিয়ার অভ্যন্তরে পরিস্থিতি অস্থিতিশীল করা এবং পশ্চিমা আগ্রাসনের শিকার হিসেবে নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে মস্কো। এটি পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে ১৮১২ সালে রাশিয়ায় নেপোলিয়নের চালানো অভিযানের চেয়েও ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে।
পুতিনের সহযোগী ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য সমালোচিত ভ্লাদিমির মেডিনস্কি দ্রুত এই বইয়ের প্রকাশনার প্রশংসা করে বলেছেন, ‘আমাদের দেশে এত কম সময়ে কোনো পাঠ্যপুস্তক তৈরি হয়নি। লেখকরা নিজ হাতে বইটি লিখেছেন। বইটি ইতিহাসের প্রতি রাশিয়ার দৃষ্টিভঙ্গিই তুলে ধরে।’
দাম্ভিকতার সঙ্গে মেডিনস্কি আরও বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে ৭০,৮০, ৯০ এবং ২০০০ সালের পরের সময়ের ইতিহাসকে পুনঃবর্ণায়ণ করেছি। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানসহ ২০১৪ থেকে বর্তমান সময় পর্যন্ত একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। সেই লড়াইয়ের মীমাংসা এখনো হয়নি। কিয়েভের পাশে পশ্চিমা শক্তির দাঁড়িয়ে থাকার অভিযোগ তুলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনকে মদদ দেওয়ার অভিযোগে আমেরিকা, ন্যাটো ও ইউরোপের দেশগুলোর দিকেও আঙুল তুলছে রাশিয়া। এদিকে নিজেদের সর্বশক্তি দিয়ে রাশিয়ার হামলার জবাব দিচ্ছে ইউক্রেন। সেই সঙ্গে বিভিন্ন শক্তিধর দেশের সহায়তা অর্জনেরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
৪ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে শেষ হয়েছে এবারের ‘ফ্যালকনস ক্লাব মেলা’। বিখ্যাত এই বাজপাখি মেলায় এবার ৬০ লাখ সৌদি রিয়ালের (১৯ কোটি টাকার বেশি) বেচাকেনা হয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
৫ ঘণ্টা আগে