অনলাইন ডেস্ক
ভ্যাটিকেন সিটি সরকারের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় সর্বোচ্চ পদে নারীকে নিয়োগ দিলেন পোপ ফ্রান্সিস।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস ইতালীয় নান সিস্টার রাফায়েলা পেত্রিনিকে ভ্যাটিকেন সিটির গভর্নেটোরেট অব দ্য স্টেটের মহাসচিব নিয়োগ দিয়েছেন। ভ্যাটিকেনে ৫২ বছর বয়সী পেত্রিনিই এখন সর্বোচ্চ পদধারী নারী। পদটি একটি রাজ্যের ডেপুটি গভর্নর বা শহরের ডেপুটি মেয়রের সমমর্যাদার।
এই পদধারীর অধীনে দুই হাজারের বেশি কর্মী থাকেন। তাঁরা মূলত শহরের কেন্দ্রে অবস্থিত ভ্যাটিকেন প্রাসাদে কাজ করেন। মহাসচিব পেত্রিনির দায়িত্বের মধ্যে পড়ে ভ্যাটিকেন সিটির দৈনন্দিক কার্যক্রম তত্ত্বাবধান, পুলিশ, দমকল বাহিনী, স্বাস্থ্যকর্মী, জাদুঘর, রক্ষণাবেক্ষণ এবং স্টাফ অফিসারদের কাজকর্ম দেখাশোনা করা।
একজন বিশপ এ দায়িত্বে ছিলেন। পেত্রিনি তাঁর স্থলাভিষিক্ত হলেন। ওই বিশপ এখন পৌরহিত্যের সর্বোচ্চ পদে আসীন হবেন।
লা সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নিয়েছেন পেত্রিনি। ইতালির নামকরা বিশ্ববিদ্যালয় এটি। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানেও তাঁর ডিগ্রি রয়েছে। পাশাপাশি ডক্টরেটও করেছেন। বর্তমানে পন্টিফিকাল ইউনিভার্সিটিতে পড়ান।
এর আগে ভ্যাটিকেনের গভর্নরেট আইন বিভাগের প্রধান ছিলেন পেত্রিনি।
পোপ ফ্রান্সিস সম্প্রতি ভ্যাটিকেন সরকারে লিঙ্গ সমতা আনার অঙ্গীকার করেছেন। এ ঘোষণার পরপরই বড় পদে পেত্রিনিকে নিয়োগ দিলেন তিনি।
ভ্যাটিকেন সিটি সরকারে আরও বেশ কয়েকজন নারী আছেন। তবে বিভাগগুলো প্রশাসনিক নয় বরং ধর্ম ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। আর এসব বিভাগে প্রধান পদে নারীর সংখ্যা নগণ্য।
ধর্ম প্রচার সংশ্লিষ্ট পদগুলো বাদে ভ্যাটিকেনের অন্যান্য পদে নারী না থাকার কোনো কারণ নেই বলে মনে করেন পোপ ফ্রান্সিস। এ কারণে সম্প্রতি নারীদের বড় পদে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ভ্যাটিকেন সিটির আইন অনুযায়ী, পাদ্রী, ডিকন, বিশপ, কার্ডিনাল পদগুলোতে নারী নিষিদ্ধ।
ভ্যাটিকেন সিটি সরকারের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় সর্বোচ্চ পদে নারীকে নিয়োগ দিলেন পোপ ফ্রান্সিস।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস ইতালীয় নান সিস্টার রাফায়েলা পেত্রিনিকে ভ্যাটিকেন সিটির গভর্নেটোরেট অব দ্য স্টেটের মহাসচিব নিয়োগ দিয়েছেন। ভ্যাটিকেনে ৫২ বছর বয়সী পেত্রিনিই এখন সর্বোচ্চ পদধারী নারী। পদটি একটি রাজ্যের ডেপুটি গভর্নর বা শহরের ডেপুটি মেয়রের সমমর্যাদার।
এই পদধারীর অধীনে দুই হাজারের বেশি কর্মী থাকেন। তাঁরা মূলত শহরের কেন্দ্রে অবস্থিত ভ্যাটিকেন প্রাসাদে কাজ করেন। মহাসচিব পেত্রিনির দায়িত্বের মধ্যে পড়ে ভ্যাটিকেন সিটির দৈনন্দিক কার্যক্রম তত্ত্বাবধান, পুলিশ, দমকল বাহিনী, স্বাস্থ্যকর্মী, জাদুঘর, রক্ষণাবেক্ষণ এবং স্টাফ অফিসারদের কাজকর্ম দেখাশোনা করা।
একজন বিশপ এ দায়িত্বে ছিলেন। পেত্রিনি তাঁর স্থলাভিষিক্ত হলেন। ওই বিশপ এখন পৌরহিত্যের সর্বোচ্চ পদে আসীন হবেন।
লা সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নিয়েছেন পেত্রিনি। ইতালির নামকরা বিশ্ববিদ্যালয় এটি। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানেও তাঁর ডিগ্রি রয়েছে। পাশাপাশি ডক্টরেটও করেছেন। বর্তমানে পন্টিফিকাল ইউনিভার্সিটিতে পড়ান।
এর আগে ভ্যাটিকেনের গভর্নরেট আইন বিভাগের প্রধান ছিলেন পেত্রিনি।
পোপ ফ্রান্সিস সম্প্রতি ভ্যাটিকেন সরকারে লিঙ্গ সমতা আনার অঙ্গীকার করেছেন। এ ঘোষণার পরপরই বড় পদে পেত্রিনিকে নিয়োগ দিলেন তিনি।
ভ্যাটিকেন সিটি সরকারে আরও বেশ কয়েকজন নারী আছেন। তবে বিভাগগুলো প্রশাসনিক নয় বরং ধর্ম ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। আর এসব বিভাগে প্রধান পদে নারীর সংখ্যা নগণ্য।
ধর্ম প্রচার সংশ্লিষ্ট পদগুলো বাদে ভ্যাটিকেনের অন্যান্য পদে নারী না থাকার কোনো কারণ নেই বলে মনে করেন পোপ ফ্রান্সিস। এ কারণে সম্প্রতি নারীদের বড় পদে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ভ্যাটিকেন সিটির আইন অনুযায়ী, পাদ্রী, ডিকন, বিশপ, কার্ডিনাল পদগুলোতে নারী নিষিদ্ধ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৯ মিনিট আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৩ ঘণ্টা আগে