অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের ‘সম্পূর্ণ বিজয়’ নীতি থেকে সরে আসছে বলে গুঞ্জন চলছিল গত কয়েক মাস ধরে। বিশেষ করে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর কিছু আলামতও দেখা যায়। সর্বশেষ একটি আলোচনার মাধ্যমে মস্কোর কাছে ইউক্রেনের কিছু অঞ্চল হস্তান্তরের মাধ্যমে পশ্চিমা মোড়লেরা চলমান সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছে বলে খবর দিয়েছে পলিটিকো।
গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যমটি বেশ কয়েকটি বেনামী অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন প্রশাসনের কর্মকর্তা—হোয়াইট হাউসের একজন মুখপাত্র এবং একজন ইউরোপীয় কূটনীতিক পলিটিকোর মাইকেল হিরশকে বলেছেন, জনসম্মুখে হোয়াইট হাউস এবং পেন্টাগন উভয়ই জোর দিয়ে বলে যে নীতিতে (ইউক্রেন বিষয়ক) কোনো আনুষ্ঠানিক পরিবর্তন হয়নি।
তবে বাস্তবে আমেরিকান এবং ইউরোপীয় কর্মকর্তারা এখন ‘প্রায় সম্পূর্ণ ব্যর্থ’ পাল্টা আক্রমণাত্মক কৌশল ছেড়ে প্রতিরক্ষামূলক অবস্থানে ইউক্রেনীয় সেনাদের পুনরায় মোতায়েন নিয়ে আলোচনা করছেন।
হিরশ নিজের সূত্রের বরাতে আরও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগে ইউক্রেনকে ‘যতদিন সময় লাগে’ বলার পরিবর্তে এখন ‘যতদিন আমরা পারি’ বলছেন। কংগ্রেসে আটকে থাকা অতিরিক্ত সাহায্য তহবিল নিয়ে মার্কিন সরকার ইউক্রেনের সামরিক শিল্পকে ‘দ্রুত পুনরুত্থানের’ জন্য চাপ দিচ্ছে।
বেনামী হোয়াইট হাউসের মুখপাত্র পলিটিকোকে বলেছেন, ইউক্রেন সংকটের বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনার বিষয়টি তখনই আসবে যখন পরিস্থিতি আমেরিকার অনুকূলে থাকবে। সেই পরিস্থিতির জন্য কিয়েভকে এত সহায়তা করে আসছে আমেরিকা।
পলিটিকোর মতে, বাইডেন ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য উভয় স্থানেই যুদ্ধবিরতি চান, কারণ গাজায় ইসরায়েলের বর্বর আক্রমণ প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে তাঁর সমর্থন ক্ষয়িষ্ণু করছে। তিনি নির্বাচনের বছরে পত্র-পত্রিকায় নিজের ব্যাপারে নেতিবাচক শিরোনাম এড়াতে চান।
হিরশ উল্লেখ করেছেন, বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সম্পূর্ণ বিজয়ের লক্ষ্যে পূর্ণ সমর্থন ঘোষণা করার প্রায় দুই বছর পরে রাশিয়ার কাছে খত দেবেন বলেও মনে হচ্ছে না।
প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে পরিচিত এক কংগ্রেস কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউস রাজনৈতিক ঝুঁকির কারণে জনসমক্ষে পিছিয়ে যেতে পারে না বলে মনে করেন বাইডেন। তাই শান্তি আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে, মস্কো বর্তমানে সম্মুখভাগে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি মেনে নিতে ইচ্ছুক হতে পারে। তবে প্রতিবেদন প্রকাশের পর ক্রেমলিন এমন ধারণাকে ‘ভুল’ বলে উড়িয়ে দিয়েছে। আবার কিয়েভ মার্কিন সংবাদপত্রটিকে রাশিয়ার পক্ষে কাজ করছে অভিযোগ তুলে নিন্দা করেছে।
হিরশের মতে, হোয়াইট হাউস এখন যা আশঙ্কা করছে তা হলো—রাশিয়া ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের পরে আলোচনা বসতে রাজি নাও হতে পারে, কারণ তখন বসন্ত চলে আসবে এবং রুশ বাহিনী সহজেই ইউক্রেনে আক্রমণ চালাতে পারবে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের ‘সম্পূর্ণ বিজয়’ নীতি থেকে সরে আসছে বলে গুঞ্জন চলছিল গত কয়েক মাস ধরে। বিশেষ করে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর কিছু আলামতও দেখা যায়। সর্বশেষ একটি আলোচনার মাধ্যমে মস্কোর কাছে ইউক্রেনের কিছু অঞ্চল হস্তান্তরের মাধ্যমে পশ্চিমা মোড়লেরা চলমান সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছে বলে খবর দিয়েছে পলিটিকো।
গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যমটি বেশ কয়েকটি বেনামী অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন প্রশাসনের কর্মকর্তা—হোয়াইট হাউসের একজন মুখপাত্র এবং একজন ইউরোপীয় কূটনীতিক পলিটিকোর মাইকেল হিরশকে বলেছেন, জনসম্মুখে হোয়াইট হাউস এবং পেন্টাগন উভয়ই জোর দিয়ে বলে যে নীতিতে (ইউক্রেন বিষয়ক) কোনো আনুষ্ঠানিক পরিবর্তন হয়নি।
তবে বাস্তবে আমেরিকান এবং ইউরোপীয় কর্মকর্তারা এখন ‘প্রায় সম্পূর্ণ ব্যর্থ’ পাল্টা আক্রমণাত্মক কৌশল ছেড়ে প্রতিরক্ষামূলক অবস্থানে ইউক্রেনীয় সেনাদের পুনরায় মোতায়েন নিয়ে আলোচনা করছেন।
হিরশ নিজের সূত্রের বরাতে আরও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগে ইউক্রেনকে ‘যতদিন সময় লাগে’ বলার পরিবর্তে এখন ‘যতদিন আমরা পারি’ বলছেন। কংগ্রেসে আটকে থাকা অতিরিক্ত সাহায্য তহবিল নিয়ে মার্কিন সরকার ইউক্রেনের সামরিক শিল্পকে ‘দ্রুত পুনরুত্থানের’ জন্য চাপ দিচ্ছে।
বেনামী হোয়াইট হাউসের মুখপাত্র পলিটিকোকে বলেছেন, ইউক্রেন সংকটের বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনার বিষয়টি তখনই আসবে যখন পরিস্থিতি আমেরিকার অনুকূলে থাকবে। সেই পরিস্থিতির জন্য কিয়েভকে এত সহায়তা করে আসছে আমেরিকা।
পলিটিকোর মতে, বাইডেন ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য উভয় স্থানেই যুদ্ধবিরতি চান, কারণ গাজায় ইসরায়েলের বর্বর আক্রমণ প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে তাঁর সমর্থন ক্ষয়িষ্ণু করছে। তিনি নির্বাচনের বছরে পত্র-পত্রিকায় নিজের ব্যাপারে নেতিবাচক শিরোনাম এড়াতে চান।
হিরশ উল্লেখ করেছেন, বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সম্পূর্ণ বিজয়ের লক্ষ্যে পূর্ণ সমর্থন ঘোষণা করার প্রায় দুই বছর পরে রাশিয়ার কাছে খত দেবেন বলেও মনে হচ্ছে না।
প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে পরিচিত এক কংগ্রেস কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউস রাজনৈতিক ঝুঁকির কারণে জনসমক্ষে পিছিয়ে যেতে পারে না বলে মনে করেন বাইডেন। তাই শান্তি আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে, মস্কো বর্তমানে সম্মুখভাগে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি মেনে নিতে ইচ্ছুক হতে পারে। তবে প্রতিবেদন প্রকাশের পর ক্রেমলিন এমন ধারণাকে ‘ভুল’ বলে উড়িয়ে দিয়েছে। আবার কিয়েভ মার্কিন সংবাদপত্রটিকে রাশিয়ার পক্ষে কাজ করছে অভিযোগ তুলে নিন্দা করেছে।
হিরশের মতে, হোয়াইট হাউস এখন যা আশঙ্কা করছে তা হলো—রাশিয়া ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের পরে আলোচনা বসতে রাজি নাও হতে পারে, কারণ তখন বসন্ত চলে আসবে এবং রুশ বাহিনী সহজেই ইউক্রেনে আক্রমণ চালাতে পারবে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২৫ মিনিট আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে