অনলাইন ডেস্ক
শর্ত সাপেক্ষে ইউক্রেনের রপ্তানি পণ্য পরিবহনকারী জাহাজ চলাচল করতে দেবে রাশিয়া। শর্ত হলো ইউক্রেনকে এই সুবিধা পেতে হলে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কৃষ্ণ সাগর ও আজভ সাগরে রাশিয়ার অবরোধের কারণে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। আর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রপ্তানি সীমিত করতে বাধ্য হয়েছে রাশিয়া। গুরুত্বপূর্ণ এই দেশ দুটির রপ্তানি বন্ধ থাকায় বিশ্বে খাদ্যশস্যের দাম বাড়ার পাশাপাশি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় শর্ত সাপেক্ষে ইউক্রেনের রপ্তানি জাহাজের চলাচলে সম্মত হওয়ার কথা জানিয়েছে রাশিয়া।
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী অন্দ্রেই রুদেনকো গতকাল বলেছেন, ‘খাদ্যসংকট সমাধানে যৌথ পদক্ষেপ নেওয়ার কথা আমরা বারবার বলেছি। এ জন্য রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে হবে। সাগরে নিজেদের ছড়িয়ে দেওয়া মাইনও সরাতে হবে ইউক্রেনকে।’ এ ছাড়া দখলে নেওয়ার পর আজভ বন্দরও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তিনি।
গম, ভুট্টা, যবজাতীয় শস্যের প্রায় এক-তৃতীয়াংশের জোগান দেয় রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া, ভুট্টা ও সূর্যমুখী ফুলের তেল রপ্তানির জন্যই ইউক্রেন বিখ্যাত। তিন মাসে দেশটির প্রায় দুই কোটি টন শস্য রপ্তানি আটকে আছে। খাদ্যসংকটের কারণে আফ্রিকার প্রায় ১৪টি দেশে রীতিমতো দুর্ভিক্ষের শঙ্কা দেখা দিয়েছে। কারণ, এসব দেশের কোনো কোনোটি ৯০ থেকে শতভাগ রুশ খাদ্যশস্যনির্ভর। এ পরিস্থিতিতে রাশিয়ার ঘোষণার বাস্তবায়ন হলে বিশ্বে ঘনিয়ে আসা খাদ্যসংকট কিছুটা কমতে পারে।
শর্ত সাপেক্ষে ইউক্রেনের রপ্তানি পণ্য পরিবহনকারী জাহাজ চলাচল করতে দেবে রাশিয়া। শর্ত হলো ইউক্রেনকে এই সুবিধা পেতে হলে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কৃষ্ণ সাগর ও আজভ সাগরে রাশিয়ার অবরোধের কারণে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। আর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রপ্তানি সীমিত করতে বাধ্য হয়েছে রাশিয়া। গুরুত্বপূর্ণ এই দেশ দুটির রপ্তানি বন্ধ থাকায় বিশ্বে খাদ্যশস্যের দাম বাড়ার পাশাপাশি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় শর্ত সাপেক্ষে ইউক্রেনের রপ্তানি জাহাজের চলাচলে সম্মত হওয়ার কথা জানিয়েছে রাশিয়া।
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী অন্দ্রেই রুদেনকো গতকাল বলেছেন, ‘খাদ্যসংকট সমাধানে যৌথ পদক্ষেপ নেওয়ার কথা আমরা বারবার বলেছি। এ জন্য রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে হবে। সাগরে নিজেদের ছড়িয়ে দেওয়া মাইনও সরাতে হবে ইউক্রেনকে।’ এ ছাড়া দখলে নেওয়ার পর আজভ বন্দরও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তিনি।
গম, ভুট্টা, যবজাতীয় শস্যের প্রায় এক-তৃতীয়াংশের জোগান দেয় রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া, ভুট্টা ও সূর্যমুখী ফুলের তেল রপ্তানির জন্যই ইউক্রেন বিখ্যাত। তিন মাসে দেশটির প্রায় দুই কোটি টন শস্য রপ্তানি আটকে আছে। খাদ্যসংকটের কারণে আফ্রিকার প্রায় ১৪টি দেশে রীতিমতো দুর্ভিক্ষের শঙ্কা দেখা দিয়েছে। কারণ, এসব দেশের কোনো কোনোটি ৯০ থেকে শতভাগ রুশ খাদ্যশস্যনির্ভর। এ পরিস্থিতিতে রাশিয়ার ঘোষণার বাস্তবায়ন হলে বিশ্বে ঘনিয়ে আসা খাদ্যসংকট কিছুটা কমতে পারে।
ভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
৪ ঘণ্টা আগেইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১৮ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
২০ ঘণ্টা আগে