করোনা নিয়ে প্রতিবেদন করা সেই চীনা সাংবাদিক অনশনে, ‘জীবন সংকটাপন্ন’

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ১১: ৫৫

চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর এ নিয়ে প্রতিবেদন তৈরি করা সাংবাদিক ঝ্যাং ঝানের (৩৮) জীবন সংকটাপন্ন। চার বছরের কারাদণ্ড পাওয়া এই সংবাদিক জেলেই আমরণ অনশনে রয়েছেন। এতে তাঁর শারীরিক অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে ওই সাংবাদিকের পরিবার ও মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার জন্য চীনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সূচনা চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে। গত বছরের ফেব্রুয়ারিতে ঝ্যাং উহানে যান। সেখানে করোনা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, তা তিনি স্মার্টফোন দিয়ে ভিডিও করেন। পরে  `ঝগড়া বাধানো ও সমস্যায় উসকানি’ দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গত সপ্তাহে ঝ্যাং ঝানের ভাই ঝাং জু টুইটারে বলেন, ‘তাঁর (ঝ্যাং ঝান) ওজন অনেক কমে গেছে। মনে হয় বেশি দিন বাঁচবে না। আসছে শীতে সে মনে হয় আর বেঁচে থাকতে পারবে না।’

চলতি বছরের শুরুতে ঝ্যাং ঝানের আইনজীবী দলের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়, আমরণ অনশনে থাকা ঝ্যাংকে জোর করে নাকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। তবে বর্তমানে ঝ্যাংয়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য তাঁর আইনজীবী দলের কাছে নেই।

এদিকে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঝ্যাং ঝানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। একটি বিবৃতিতে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক যাতে তিনি তাঁর অনশন শেষ করতে পারেন এবং তাঁর প্রয়োজনীয় উপযুক্ত চিকিৎসা পেতে পারেন।'

নাম প্রকাশে অনিচ্ছুক ঝ্যাং ঝানের একজন ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ঝ্যাংয়ের সঙ্গে তাঁর পরিবারের তিন সপ্তাহ আগে শাংহাই জেলে সাক্ষাৎ হয়েছে। 

এ নিয়ে ঝ্যাংয়ের পরিবারের কোনো বক্তব্য নিতে পারেনি এএফপি। 

প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) পক্ষ থেকে বলা হয়, ঝ্যাং এখন হাঁটতে পারছেন না অথবা কারও সাহায্য ছাড়া মাথা উঁচু করতে পারছেন না। 

আরএসএফের পূর্ব এশিয়ার ব্যুরো সেড্রিক আলভিয়ানি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে (অবশ্যই) চীনা সরকারকে চাপ প্রয়োগ করতে হবে এবং অনেক দেরি হওয়ার আগেই ঝ্যাং ঝানের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে হবে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সফল চীন। তবে করোনা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলায় চীনে অনেককেই সরকারের রোষানলে পুড়তে হয়েছে। ঝ্যাং ছাড়াও চেন কিউশি, ফ্যাং বিন ও লি জেহুয়া নামে তিন সাংবাদিককে উহানের করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করায় গ্রেপ্তার করা হয়েছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত