অনলাইন ডেস্ক
হংকংয়ে শিশুদের বইয়ে ‘রাষ্ট্রদ্রোহিতা’ প্রচারের অভিযোগে পাঁচজন ‘স্পিচ থেরাপিস্টকে’ ১৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মান-লিং, মেলোডি ইয়েং, সিডনি এনজি, স্যামুয়েল চ্যান এবং ফং সু-হো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত ওই পাঁচ ব্যক্তি এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন এবং রয়ের অপেক্ষায় ছিলেন। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান হলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। তাঁরা শিশুদের জন্য কার্টুন ই-বুক তৈরি করতেন। কর্তৃপক্ষ বলেছে, হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকে শিশুদের কাছে তুলে ধরার চেষ্টা হিসেবে তাঁরা এই কার্টুনগুলো আঁকতেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বইগুলো মূলত শিশুদের ‘কৌশলগত অবিচার’ সম্পর্কে বুঝতে সহায়তা করার জন্য লেখা হয়েছে। তাঁরা আরও বলেছেন, বইগুলো জনগণের দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করে লেখা হয়েছে।
এদিকে বইগুলোকে ‘মগজ ধোলাইয়ের চর্চা’ বলে আখ্যা দিয়েছেন বিচারক কোওক ওয়াই-কিন। তিনি বলেছেন, ওই পাঁচ থেরাপিস্টের বিরুদ্ধ চীনজুড়ে অস্থিতিশীলতার বীজ বপনের অভিযোগে রয়েছে।
প্রকাশিত তিনটি বইয়ের একটিতে দেখা গেছে, একটি গ্রামে অনেক ভেড়া রয়েছে। সেখানে ভেড়াদের ওপর আক্রমণ করে নেকড়েরা। ভেড়ারা গ্রাম রক্ষার জন্য নেকড়েদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়।
হংকং কর্তৃপক্ষ এই ভেড়া ও নেকড়ের লড়াইকে বেইজিংয়ের সঙ্গে তাদের বর্তমান অবস্থার তুলনা করে ব্যাখ্যা করেছে।
বই প্রকাশের পর ওই পাঁচজনের বিরুদ্ধে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহ আইনে অভিযোগ দায়ের করা হয়। দেশটিতে এই আইনের ব্যবহার খুব কমই করা হয়। এই আইনের ব্যাপারে বেইজিং সরকার বলেছে, হংকং শহরের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই আইন গুরুত্বপূর্ণ। তবে সমালোচকেরা এ ব্যাপারে ভিন্নমত পোষণ করে বলেছেন, হংকংয়ের স্বায়ত্তশাসনকে দুর্বল করার জন্যই এই আইন পাস করা হয়েছে।
হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা ‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুসরণ করে। এর ফলে শহরটিতে স্বাধীনতা খর্ব হয়েছে বলে মনে করা হয়।
হংকংয়ে শিশুদের বইয়ে ‘রাষ্ট্রদ্রোহিতা’ প্রচারের অভিযোগে পাঁচজন ‘স্পিচ থেরাপিস্টকে’ ১৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মান-লিং, মেলোডি ইয়েং, সিডনি এনজি, স্যামুয়েল চ্যান এবং ফং সু-হো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত ওই পাঁচ ব্যক্তি এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন এবং রয়ের অপেক্ষায় ছিলেন। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান হলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। তাঁরা শিশুদের জন্য কার্টুন ই-বুক তৈরি করতেন। কর্তৃপক্ষ বলেছে, হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকে শিশুদের কাছে তুলে ধরার চেষ্টা হিসেবে তাঁরা এই কার্টুনগুলো আঁকতেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বইগুলো মূলত শিশুদের ‘কৌশলগত অবিচার’ সম্পর্কে বুঝতে সহায়তা করার জন্য লেখা হয়েছে। তাঁরা আরও বলেছেন, বইগুলো জনগণের দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করে লেখা হয়েছে।
এদিকে বইগুলোকে ‘মগজ ধোলাইয়ের চর্চা’ বলে আখ্যা দিয়েছেন বিচারক কোওক ওয়াই-কিন। তিনি বলেছেন, ওই পাঁচ থেরাপিস্টের বিরুদ্ধ চীনজুড়ে অস্থিতিশীলতার বীজ বপনের অভিযোগে রয়েছে।
প্রকাশিত তিনটি বইয়ের একটিতে দেখা গেছে, একটি গ্রামে অনেক ভেড়া রয়েছে। সেখানে ভেড়াদের ওপর আক্রমণ করে নেকড়েরা। ভেড়ারা গ্রাম রক্ষার জন্য নেকড়েদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়।
হংকং কর্তৃপক্ষ এই ভেড়া ও নেকড়ের লড়াইকে বেইজিংয়ের সঙ্গে তাদের বর্তমান অবস্থার তুলনা করে ব্যাখ্যা করেছে।
বই প্রকাশের পর ওই পাঁচজনের বিরুদ্ধে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহ আইনে অভিযোগ দায়ের করা হয়। দেশটিতে এই আইনের ব্যবহার খুব কমই করা হয়। এই আইনের ব্যাপারে বেইজিং সরকার বলেছে, হংকং শহরের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই আইন গুরুত্বপূর্ণ। তবে সমালোচকেরা এ ব্যাপারে ভিন্নমত পোষণ করে বলেছেন, হংকংয়ের স্বায়ত্তশাসনকে দুর্বল করার জন্যই এই আইন পাস করা হয়েছে।
হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা ‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুসরণ করে। এর ফলে শহরটিতে স্বাধীনতা খর্ব হয়েছে বলে মনে করা হয়।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৩ ঘণ্টা আগে