উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৪: ২৭

চীনের হুবেই প্রদেশের উহান বিতর্কিত ল্যাব থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইনপ্রণেতাদের অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার রিপোর্টটি প্রকাশিত হয়। 

 মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা এবং হাউসের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান মাইকেল ম্যাককউলের এই অনুসন্ধানের নেতৃত্বে ছিলেন। প্রতিবেদনটিতে বলা হয়, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকেরা মানুষকে সংক্রমিত করার জন্য ভাইরাসের মধ্যে পরিবর্তন করছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বরের শুরু অথবা আগস্টের শেষে ভাইরাসটি ল্যাব থেকে বাইরে ছড়িয়ে পড়ে। 

যদিও চীনেই করোনার উৎপত্তি হয়েছে বলে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে করোনার উৎস নিয়ে রিপোর্ট প্রকাশের পাশাপাশি এ বিষয়ে আলাদা একটি বিবৃতিও দিয়েছেন রিপাবলিকান মাইকেল ম্যাককউল। বিবৃতিতে তিনি চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষক এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে আইন পাস করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। 

তাঁর দাবি, মহামারি ছড়িয়ে পড়া রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে এসব চীনা ব্যক্তিরা বাধা দিয়েছিলেন। 

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথমে বলা হয়েছিল, উহান শহরের কেন্দ্রে অবস্থিত হুনান সি-ফুড মার্কেট থেকেই প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই দাবি করে আসছে, চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত