অনলাইন ডেস্ক
আফগানিস্তানে তীব্র শীতে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে। সপ্তাহান্তে দেশটির মধ্যাঞ্চলের ঘোর নামক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, বেশ কয়েকটি প্রদেশে শৈত্যপ্রবাহের ফলে তীব্র ঠান্ডা পড়ছে। ঠান্ডাজনিত কারণে গত সপ্তাহে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার প্রভাবে প্রাণ গেছে ৭০ হাজার গবাদিপশুরও।
দেশটির আবহাওয়া দপ্তরের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি শীত পড়েছে। চলমান শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঠান্ডার কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি লেখেন, ‘ঠান্ডায় এমন প্রাণহানি অত্যন্ত দুঃখের। এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও প্রাণহানি ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে ভারী তুষারপাত হচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে নানা অস্থিরতা ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। সবশেষ তথ্য অনুযায়ী দেশটির মোট ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যা অর্ধেকের বেশিই খাদ্যসংকটের মুখে পড়েছে। তালেবান ক্ষমতা দখল করায় বিশ্বের অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা ও অর্থসহায়তা পাঠানো বন্ধ করে দেয়। এ ছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
আফগানিস্তানে তীব্র শীতে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে। সপ্তাহান্তে দেশটির মধ্যাঞ্চলের ঘোর নামক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, বেশ কয়েকটি প্রদেশে শৈত্যপ্রবাহের ফলে তীব্র ঠান্ডা পড়ছে। ঠান্ডাজনিত কারণে গত সপ্তাহে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার প্রভাবে প্রাণ গেছে ৭০ হাজার গবাদিপশুরও।
দেশটির আবহাওয়া দপ্তরের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি শীত পড়েছে। চলমান শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঠান্ডার কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি লেখেন, ‘ঠান্ডায় এমন প্রাণহানি অত্যন্ত দুঃখের। এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও প্রাণহানি ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে ভারী তুষারপাত হচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে নানা অস্থিরতা ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। সবশেষ তথ্য অনুযায়ী দেশটির মোট ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যা অর্ধেকের বেশিই খাদ্যসংকটের মুখে পড়েছে। তালেবান ক্ষমতা দখল করায় বিশ্বের অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা ও অর্থসহায়তা পাঠানো বন্ধ করে দেয়। এ ছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে