অনলাইন ডেস্ক
ভূরাজনীতির ভারসাম্যে পরিবর্তন আসছে। ইউক্রেন যুদ্ধকে ঘিরে বৈশ্বিক ক্ষমতাবলয়ের মেরু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এর মধ্যে বাড়ছে অস্ত্রের মজুত। সমরাস্ত্রের মজুত বাড়াচ্ছে অনেক দেশ। বড় অস্ত্রাগারের মালিক হয়ে উঠছে নতুন নতুন দেশ। বর্তমানে অস্ত্র আমদানিতে শীর্ষে অবস্থান করছে ভারত ও সৌদি আরব।
ভারতের বিজেপি সরকার বেশ কয়েক বছর ধরেই প্রতিরক্ষা খাতে ‘মেক ইন ইন্ডিয়া’–এর বিজ্ঞাপন করে যাচ্ছে। অর্জন হিসেবে সরকার দেশে ‘নির্মিত’ যুদ্ধবিমান, ট্যাংক ও সাবমেরিনের কথা বলছে। শিগগিরই রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার উচ্চাকাঙ্ক্ষাও প্রকাশ করেছে।
অথচ নরেন্দ্র মোদির আমলে (২০১৮–২০২২ সাল) সমরাস্ত্রের মোট বৈশ্বিক আমদানির ১১ শতাংশই ভারতের। সে হিসাবে ভারত এখনো বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এই ‘অর্জনে’ মোদি সরকার কৌশলগতভাবে দুর্বল এবং বিব্রতকর অবস্থানে চলে গেছে।
গত ১৩ মার্চ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত আন্তর্জাতিক অস্ত্র স্থানান্তরের সর্বশেষ তথ্যে দেখা যায়, ২০১৮–২০২২ সময়সীমার মধ্যে ভারত মোট আমদানির ৪৫ শতাংশই করেছে রাশিয়া থেকে। অর্থাৎ ভারতে রাশিয়ার হিস্যা কিছুটা কমলেও এখনো দেশটিতে বৃহত্তম অস্ত্র সরবরাহকারী তারা।
এরপরের অবস্থানেই আছে ফ্রান্স। ভারতের মোট আমদানির ২৯ শতাংশ হিস্যা ফ্রান্সের। মূলত দিল্লি ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ৫৯ হাজার কোটি রুপির চুক্তি করায় ভারতে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে হটিয়ে দ্বিতীয় অবস্থানে চলে গেছে ফ্রান্স। উল্লেখিত সময়ে ভারতের মোট আমদানির ১১ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
২০১৮–২২ সাল পর্যন্ত হিসাবে অস্ত্র আমদানিতে ভারতের পরেই সৌদি আরবের অবস্থান। সমরাস্ত্রের বৈশ্বিক আমদানির ৯ দশমিক ৬ শতাংশ কিনেছে সৌদি আরব। এরপরেই আছে যথাক্রমে—কাতার (৬.৪ %), অস্ট্রেলিয়া (৪.৭ %), চীন (৪.৬%), মিশর (৪.৫%), দক্ষিণ কোরিয়া (৩.৭%) এবং পাকিস্তান (৩.৭%)।
তবে স্ট্যাটিস্টার সর্বশেষ (১০ মার্চ, ২০২৩) তথ্য অনুযায়ী, শীর্ষ দশ অস্ত্র আমদানিকারক দেশের মধ্যে সবার ওপরে রয়েছে যৌথভাবে ভারত ও সৌদি আরব। বৈশ্বিক অস্ত্র রপ্তানির ১১ শতাংশই কেনে এই দুই দেশ। এরপরেই রয়েছে যথাক্রমে—মিসর (৫.৭ শতাংশ), অস্ট্রেলিয়া (৫.৪ %), চীন (৪.৮ শতাংশ), কাতার (৪.৬ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৪.১ শতাংশ), পাকিস্তান (৩ %), সংযুক্ত আরব আমিরাত (২.৮ %) এবং জাপান (২.৬ %)।
আর শীর্ষ ১০ অস্ত্র রপ্তানিকারকদের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র (৪০ %), রাশিয়া (১৬ %), ফ্রান্স (১১ %), চীন (৫.২ %), জার্মানি (৪.২ %), ইতালি (৩.৮ %), যুক্তরাজ্য (৩.২ %), স্পেন (২.৬ %), দক্ষিণ কোরিয়া (২.৪ %) এবং ইসরায়েল (২.৩ %)। উল্লেখযোগ্য ঘটনা হলো, পাকিস্তানের আমদানির ৭৭ শতাংশই সরবরাহ করেছে চীন।
এদিকে যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক বাজেট এখন ভারতের। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ‘আঁত্মানির্ভারতা’ (স্বনির্ভরতা) অর্জনের দিকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এর মধ্যে রয়েছে চারটি ‘ইতিবাচক স্বদেশীকরণ তালিকা’ এবং এফডিআই (বিদেশি বিনিয়োগ) সীমা বাড়ানো থেকে শুরু করে ভারতীয় বিক্রেতাদের জন্য ‘একটি অনুকূল পরিবেশ’ তৈরি করার উদ্যোগ। পাশাপাশি ২০২৩–২৪ সালে দেশীয় শিল্প থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ খাতের বাজেটের ৭৫ শতাংশ ব্যয় করার একটা উচ্চাভিলাষী পরিকল্পনাও রয়েছে।
গত ১৩ মার্চ এই প্রতিবেদন প্রকাশের দিন ভারতের জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী অজয় ভাট রাজ্যসভাকে বলেন, বিদেশি উৎস থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ব্যয় ২০১৮–১৯ সালের ৪৬ শতাংশ থেকে কমে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত উপাত্ত অনুযায়ী ৩৬ দশমিক ৭ শতাংশ হয়েছে। সরকারের বিভিন্ন নীতি কৌশলের কারণেই এটি সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
এসআইপিআরআই–এর তথ্য অনুসারে, ভারত ১৯৯৩ সাল থেকে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক। প্রতিবেদনে একটি শক্তিশালী প্রতিরক্ষা-শিল্প ভিত্তি তৈরিতে ভারতের ক্রমাগত ব্যর্থতার কথাও তুলে ধরা হয়েছে।
সংস্থাটির ডেটায় দেখা যাচ্ছে, ভারতের অস্ত্র আমদানি ২০১৩–২০১৭ এবং ২০১৮–২২ সালের মধ্যে ১১ শতাংশ কমেছে। এই হ্রাস ভারতের ধীর এবং জটিল অস্ত্র সংগ্রহের প্রক্রিয়া, অস্ত্র সরবরাহকারীদের মধ্যে বৈচিত্র্য আনার প্রচেষ্টা এবং দেশীয়ভাবে ডিজাইন করা ও উৎপাদিত প্রধান অস্ত্র দিয়ে আমদানি নির্ভরতা কমানোর প্রচেষ্টাসহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে সংস্থাটি।
এদিকে ২০১৩–১৭ এবং ২০১৮–২২ উভয় সময়েই ভারতে বৃহত্তম সরবরাহকারী ছিল রাশিয়া। কিন্তু ভারতের মোট অস্ত্র আমদানিতে রাশিয়ার অংশ এখন ৬৪ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশে নেমে এসেছে। এর কারণ হিসেবে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে রাশিয়ার অবস্থান অন্যান্য সরবরাহকারী রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়া, ভারতীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং ২০২২ সাল থেকে ইউক্রেন হামলার কারণে রাশিয়ার অস্ত্র রপ্তানি প্রতিবন্ধকতার মুখে পড়া।
ভূরাজনীতির ভারসাম্যে পরিবর্তন আসছে। ইউক্রেন যুদ্ধকে ঘিরে বৈশ্বিক ক্ষমতাবলয়ের মেরু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এর মধ্যে বাড়ছে অস্ত্রের মজুত। সমরাস্ত্রের মজুত বাড়াচ্ছে অনেক দেশ। বড় অস্ত্রাগারের মালিক হয়ে উঠছে নতুন নতুন দেশ। বর্তমানে অস্ত্র আমদানিতে শীর্ষে অবস্থান করছে ভারত ও সৌদি আরব।
ভারতের বিজেপি সরকার বেশ কয়েক বছর ধরেই প্রতিরক্ষা খাতে ‘মেক ইন ইন্ডিয়া’–এর বিজ্ঞাপন করে যাচ্ছে। অর্জন হিসেবে সরকার দেশে ‘নির্মিত’ যুদ্ধবিমান, ট্যাংক ও সাবমেরিনের কথা বলছে। শিগগিরই রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার উচ্চাকাঙ্ক্ষাও প্রকাশ করেছে।
অথচ নরেন্দ্র মোদির আমলে (২০১৮–২০২২ সাল) সমরাস্ত্রের মোট বৈশ্বিক আমদানির ১১ শতাংশই ভারতের। সে হিসাবে ভারত এখনো বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এই ‘অর্জনে’ মোদি সরকার কৌশলগতভাবে দুর্বল এবং বিব্রতকর অবস্থানে চলে গেছে।
গত ১৩ মার্চ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত আন্তর্জাতিক অস্ত্র স্থানান্তরের সর্বশেষ তথ্যে দেখা যায়, ২০১৮–২০২২ সময়সীমার মধ্যে ভারত মোট আমদানির ৪৫ শতাংশই করেছে রাশিয়া থেকে। অর্থাৎ ভারতে রাশিয়ার হিস্যা কিছুটা কমলেও এখনো দেশটিতে বৃহত্তম অস্ত্র সরবরাহকারী তারা।
এরপরের অবস্থানেই আছে ফ্রান্স। ভারতের মোট আমদানির ২৯ শতাংশ হিস্যা ফ্রান্সের। মূলত দিল্লি ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ৫৯ হাজার কোটি রুপির চুক্তি করায় ভারতে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে হটিয়ে দ্বিতীয় অবস্থানে চলে গেছে ফ্রান্স। উল্লেখিত সময়ে ভারতের মোট আমদানির ১১ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
২০১৮–২২ সাল পর্যন্ত হিসাবে অস্ত্র আমদানিতে ভারতের পরেই সৌদি আরবের অবস্থান। সমরাস্ত্রের বৈশ্বিক আমদানির ৯ দশমিক ৬ শতাংশ কিনেছে সৌদি আরব। এরপরেই আছে যথাক্রমে—কাতার (৬.৪ %), অস্ট্রেলিয়া (৪.৭ %), চীন (৪.৬%), মিশর (৪.৫%), দক্ষিণ কোরিয়া (৩.৭%) এবং পাকিস্তান (৩.৭%)।
তবে স্ট্যাটিস্টার সর্বশেষ (১০ মার্চ, ২০২৩) তথ্য অনুযায়ী, শীর্ষ দশ অস্ত্র আমদানিকারক দেশের মধ্যে সবার ওপরে রয়েছে যৌথভাবে ভারত ও সৌদি আরব। বৈশ্বিক অস্ত্র রপ্তানির ১১ শতাংশই কেনে এই দুই দেশ। এরপরেই রয়েছে যথাক্রমে—মিসর (৫.৭ শতাংশ), অস্ট্রেলিয়া (৫.৪ %), চীন (৪.৮ শতাংশ), কাতার (৪.৬ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৪.১ শতাংশ), পাকিস্তান (৩ %), সংযুক্ত আরব আমিরাত (২.৮ %) এবং জাপান (২.৬ %)।
আর শীর্ষ ১০ অস্ত্র রপ্তানিকারকদের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র (৪০ %), রাশিয়া (১৬ %), ফ্রান্স (১১ %), চীন (৫.২ %), জার্মানি (৪.২ %), ইতালি (৩.৮ %), যুক্তরাজ্য (৩.২ %), স্পেন (২.৬ %), দক্ষিণ কোরিয়া (২.৪ %) এবং ইসরায়েল (২.৩ %)। উল্লেখযোগ্য ঘটনা হলো, পাকিস্তানের আমদানির ৭৭ শতাংশই সরবরাহ করেছে চীন।
এদিকে যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক বাজেট এখন ভারতের। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ‘আঁত্মানির্ভারতা’ (স্বনির্ভরতা) অর্জনের দিকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এর মধ্যে রয়েছে চারটি ‘ইতিবাচক স্বদেশীকরণ তালিকা’ এবং এফডিআই (বিদেশি বিনিয়োগ) সীমা বাড়ানো থেকে শুরু করে ভারতীয় বিক্রেতাদের জন্য ‘একটি অনুকূল পরিবেশ’ তৈরি করার উদ্যোগ। পাশাপাশি ২০২৩–২৪ সালে দেশীয় শিল্প থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ খাতের বাজেটের ৭৫ শতাংশ ব্যয় করার একটা উচ্চাভিলাষী পরিকল্পনাও রয়েছে।
গত ১৩ মার্চ এই প্রতিবেদন প্রকাশের দিন ভারতের জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী অজয় ভাট রাজ্যসভাকে বলেন, বিদেশি উৎস থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ব্যয় ২০১৮–১৯ সালের ৪৬ শতাংশ থেকে কমে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত উপাত্ত অনুযায়ী ৩৬ দশমিক ৭ শতাংশ হয়েছে। সরকারের বিভিন্ন নীতি কৌশলের কারণেই এটি সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
এসআইপিআরআই–এর তথ্য অনুসারে, ভারত ১৯৯৩ সাল থেকে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক। প্রতিবেদনে একটি শক্তিশালী প্রতিরক্ষা-শিল্প ভিত্তি তৈরিতে ভারতের ক্রমাগত ব্যর্থতার কথাও তুলে ধরা হয়েছে।
সংস্থাটির ডেটায় দেখা যাচ্ছে, ভারতের অস্ত্র আমদানি ২০১৩–২০১৭ এবং ২০১৮–২২ সালের মধ্যে ১১ শতাংশ কমেছে। এই হ্রাস ভারতের ধীর এবং জটিল অস্ত্র সংগ্রহের প্রক্রিয়া, অস্ত্র সরবরাহকারীদের মধ্যে বৈচিত্র্য আনার প্রচেষ্টা এবং দেশীয়ভাবে ডিজাইন করা ও উৎপাদিত প্রধান অস্ত্র দিয়ে আমদানি নির্ভরতা কমানোর প্রচেষ্টাসহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে সংস্থাটি।
এদিকে ২০১৩–১৭ এবং ২০১৮–২২ উভয় সময়েই ভারতে বৃহত্তম সরবরাহকারী ছিল রাশিয়া। কিন্তু ভারতের মোট অস্ত্র আমদানিতে রাশিয়ার অংশ এখন ৬৪ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশে নেমে এসেছে। এর কারণ হিসেবে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে রাশিয়ার অবস্থান অন্যান্য সরবরাহকারী রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়া, ভারতীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং ২০২২ সাল থেকে ইউক্রেন হামলার কারণে রাশিয়ার অস্ত্র রপ্তানি প্রতিবন্ধকতার মুখে পড়া।
কোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
৪ ঘণ্টা আগে