অনলাইন ডেস্ক
পারমাণবিক চুক্তির সঙ্গে জড়িত পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেছে। গতকাল সোমবার দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, তেহরান অবৈধভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ও গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করে চলেছে। শুধু তাই নয়, রাশিয়ার কাছে হাজারো ড্রোন বিক্রি করছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিম দেশগুলোর অভিযোগ, ইরান এরই মধ্যে তার কাছে থাকা ইউরেনিয়ামকে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে। অথচ দেশটির ঘোষিত কোনো পারমাণবিক কর্মসূচি নেই। এর ফলে এই সমৃদ্ধকরণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র এসব অভিযোগ তুলেছে। তবে ইরান ও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি ও ইরান মিলে তেহরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ছয় জাতি আলোচনা শুরু হয় ২০১৩ সালের দিকে। আলোচনার লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্রের উপযোগী ইউরেনিয়াম তৈরির চেষ্টা বাদ দিতে রাজি করানো, যাতে এর বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এই আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
তবে সেই আলোচনার সূত্র ধরে ইরান সম্মত হয়েছিল, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি নির্দিষ্ট মাত্রায় রাখবে যাতে সেগুলোকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করা যায়। বিপরীতে ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্বের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। সেই সূত্র ধরে ২০১৫ সালে এই আলোচনার ফলাফল বাস্তবায়নের কাজও শুরু হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র নিজেদের চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ায় বিষয়টি মুখ থুবড়ে পড়ে।
জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির ইরাভানি ও রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই নতুন অভিযোগ উত্থাপনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায়। ইরাভানি পশ্চিমা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘ইরান নন-প্রলিফারেশন ট্রিটি অনুসরণ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে।’ রাশিয়া ইউক্রেনে ইরানের ড্রোন ব্যবহার করছে—এমন দাবিও উড়িয়ে দেন।
জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি এই চুক্তির বদলে একটি শক্তিশালী চুক্তি করবেন। কিন্তু বাস্তবে তা আর হয়নি। তবে এই সময়ে এসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং প্রায় ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে।
আনুষ্ঠানিকভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ২০২২ সালের আগস্টে ভেঙে পড়ে। তারপরও গতকাল সোমবার জাতিসংঘের রাজনৈতিক প্রধান রোজমেরি ডিকার্লো জোর দিয়ে বলেন যে, জাতিসংঘের মহাসচিব এখনো আশাবাদী যে, জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন বাস্তবায়ন সম্ভব এবং এটিই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সবচেয়ে ভালো সমাধান হতে পারে।
আইএইএ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন নির্ধারিত সীমার চেয়ে ২২ গুণ বেশি। রোজমেরি ডিকার্লো ইরানকে এই সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পারমাণবিক চুক্তির সঙ্গে জড়িত পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেছে। গতকাল সোমবার দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, তেহরান অবৈধভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ও গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করে চলেছে। শুধু তাই নয়, রাশিয়ার কাছে হাজারো ড্রোন বিক্রি করছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিম দেশগুলোর অভিযোগ, ইরান এরই মধ্যে তার কাছে থাকা ইউরেনিয়ামকে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে। অথচ দেশটির ঘোষিত কোনো পারমাণবিক কর্মসূচি নেই। এর ফলে এই সমৃদ্ধকরণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র এসব অভিযোগ তুলেছে। তবে ইরান ও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি ও ইরান মিলে তেহরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ছয় জাতি আলোচনা শুরু হয় ২০১৩ সালের দিকে। আলোচনার লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্রের উপযোগী ইউরেনিয়াম তৈরির চেষ্টা বাদ দিতে রাজি করানো, যাতে এর বিনিময়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এই আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
তবে সেই আলোচনার সূত্র ধরে ইরান সম্মত হয়েছিল, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি নির্দিষ্ট মাত্রায় রাখবে যাতে সেগুলোকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করা যায়। বিপরীতে ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্বের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। সেই সূত্র ধরে ২০১৫ সালে এই আলোচনার ফলাফল বাস্তবায়নের কাজও শুরু হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র নিজেদের চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ায় বিষয়টি মুখ থুবড়ে পড়ে।
জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির ইরাভানি ও রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই নতুন অভিযোগ উত্থাপনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায়। ইরাভানি পশ্চিমা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘ইরান নন-প্রলিফারেশন ট্রিটি অনুসরণ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে।’ রাশিয়া ইউক্রেনে ইরানের ড্রোন ব্যবহার করছে—এমন দাবিও উড়িয়ে দেন।
জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি এই চুক্তির বদলে একটি শক্তিশালী চুক্তি করবেন। কিন্তু বাস্তবে তা আর হয়নি। তবে এই সময়ে এসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং প্রায় ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে।
আনুষ্ঠানিকভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ২০২২ সালের আগস্টে ভেঙে পড়ে। তারপরও গতকাল সোমবার জাতিসংঘের রাজনৈতিক প্রধান রোজমেরি ডিকার্লো জোর দিয়ে বলেন যে, জাতিসংঘের মহাসচিব এখনো আশাবাদী যে, জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন বাস্তবায়ন সম্ভব এবং এটিই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সবচেয়ে ভালো সমাধান হতে পারে।
আইএইএ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন নির্ধারিত সীমার চেয়ে ২২ গুণ বেশি। রোজমেরি ডিকার্লো ইরানকে এই সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরীফ যিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ মিনিট আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে