অনলাইন ডেস্ক
চীনের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে এবার একজন সিনেটরকে তাইওয়ান সফরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন তাইওয়ানে পৌঁছেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যে তৃতীয় মার্কিন ব্যক্তি হিসেবে তাইওয়ান সফরে গেলেন তিনি।
ব্ল্যাকবার্নের কার্যালয় জানিয়েছে, একটি মার্কিন সামরিক উড়োজাহাজে চেপে তিনি তাইওয়ানের রাজধানী তাইপেতে পৌঁছেছেন। সেখানে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ডগলাস হু তাঁকে সোংশান বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।
ব্ল্যাকবার্ন এক বিবৃতিতে বলেছেন, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাইওয়ান আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার। মার্কিন পররাষ্ট্রনীতি মেনেই তাইপেতে নিয়মিত উচ্চপর্যায়ের সফরগুলো হয়। আমি কমিউনিস্ট চীনের হুমকির কারণে তাইওয়ান থেকে মুখ ফিরিয়ে নেব না।’
তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কঠোর আপত্তির পরেও চীন সব সময় তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পর এই দ্বীপরাষ্ট্রের কাছে সামরিক মহড়া শুরু করেছে চীন।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্ল্যাকবর্নের সফর শেষ হবে শনিবার। সফরকালে তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওয়েলিংটন কু এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা স্থান পাবে।
আজ শুক্রবার প্রেসিডেন্ট ইং ওয়েনের সঙ্গে ব্ল্যাকবার্নের সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়।
এদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, যুক্তরাষ্ট্র উসকানি দিলে তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন সিনেটরের সফরটি আবারও প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালিজুড়ে স্থিতিশীলতা দেখতে চায় না।’
চীনের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে এবার একজন সিনেটরকে তাইওয়ান সফরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন তাইওয়ানে পৌঁছেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যে তৃতীয় মার্কিন ব্যক্তি হিসেবে তাইওয়ান সফরে গেলেন তিনি।
ব্ল্যাকবার্নের কার্যালয় জানিয়েছে, একটি মার্কিন সামরিক উড়োজাহাজে চেপে তিনি তাইওয়ানের রাজধানী তাইপেতে পৌঁছেছেন। সেখানে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ডগলাস হু তাঁকে সোংশান বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।
ব্ল্যাকবার্ন এক বিবৃতিতে বলেছেন, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাইওয়ান আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার। মার্কিন পররাষ্ট্রনীতি মেনেই তাইপেতে নিয়মিত উচ্চপর্যায়ের সফরগুলো হয়। আমি কমিউনিস্ট চীনের হুমকির কারণে তাইওয়ান থেকে মুখ ফিরিয়ে নেব না।’
তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কঠোর আপত্তির পরেও চীন সব সময় তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পর এই দ্বীপরাষ্ট্রের কাছে সামরিক মহড়া শুরু করেছে চীন।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্ল্যাকবর্নের সফর শেষ হবে শনিবার। সফরকালে তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওয়েলিংটন কু এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা স্থান পাবে।
আজ শুক্রবার প্রেসিডেন্ট ইং ওয়েনের সঙ্গে ব্ল্যাকবার্নের সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়।
এদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, যুক্তরাষ্ট্র উসকানি দিলে তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন সিনেটরের সফরটি আবারও প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালিজুড়ে স্থিতিশীলতা দেখতে চায় না।’
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৫ ঘণ্টা আগে