অনলাইন ডেস্ক
ঢাকা: গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।
এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।
ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে অস্ত্রবিরতির ডাক এলেও কোনো পক্ষই এখনও সংঘাত থামানোর ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে সংঘাত থামাতে তাঁর প্রশাসন সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার হোয়াইট হাউসের নৈশভোজে একটি ভিডিও বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমান নিরাপত্তা উপভোগ করার অধিকার রয়েছে। পাশাপাশি তাঁদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র উপভোগ করার অধিকারও রয়েছে ।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি অস্ত্রবিরতি চায়, তবে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত।
ফিলিস্তিনিদের অধিকার ‘নগ্নভাবে লঙ্ঘন’ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ঢাকা: গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াল। এই সংঘাতে এখন পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববারও ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলেরও ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও ছিল।
এদিকে গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, পূর্ণ শক্তিতে গাজায় অভিযান অব্যাহত রাখা হবে, যাতে হামাসের ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো যায়।
ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাজা থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে অস্ত্রবিরতির ডাক এলেও কোনো পক্ষই এখনও সংঘাত থামানোর ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-হামাসের মধ্যে সংঘাত থামাতে তাঁর প্রশাসন সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রোববার হোয়াইট হাউসের নৈশভোজে একটি ভিডিও বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের সমান নিরাপত্তা উপভোগ করার অধিকার রয়েছে। পাশাপাশি তাঁদের সমান স্বাধীনতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র উপভোগ করার অধিকারও রয়েছে ।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল, ফিলিস্তিন ও অন্যদের কাছে তারা জানিয়েছে, সব পক্ষ যদি অস্ত্রবিরতি চায়, তবে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত।
ফিলিস্তিনিদের অধিকার ‘নগ্নভাবে লঙ্ঘন’ করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৪ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৬ ঘণ্টা আগে