অনলাইন ডেস্ক
বান্ধবীদের সঙ্গে যৌন মিলনের সময় গোপন তা ভিডিও করার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় হোয়াং উই-জো। এ বিষয়ে সিউলের এক আদালতে প্রসিকিউটরেরা বলেছেন, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে যৌনাচারের সময় তাঁদের সম্মতি না নিয়েই গোপনে অন্তত চার বার তা ভিডিও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবল স্ট্রাইকার।
সিউলের আদালতে অভিযোগের শুনানির সময় উপস্থিত ছিলেন হোয়াং উই-জো। আদালতে তিনি এই ধরনের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।
বিবিসি জানিয়েছে, স্ট্রাইকার হোয়াং গত মাসে ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে নাম লিখিয়েছেন। তাঁর এক বান্ধবীর বোন তাঁকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এভাবেই ভিডিওগুলোর কথা ফাঁস হয়ে যায়।
হোয়াং অবশ্য ব্ল্যাকমেলের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। পরে তাঁর মামলার ভিত্তিতে ভিডিও ফাঁস করা নারীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়।
তবে গোপনে ভিডিওগুলো ধারণের জন্য অভিযোগ গঠিত হয় হোয়াংয়ের বিরুদ্ধেও। বেআইনিভাবে ধারণ করা এসব ভিডিওতে থাকা নারীদের পরিচয় গোপন রাখতে আদালতে তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি প্রসিকিউটরেরা।
অভিযোগের ভিত্তিতে সিউলের আদালতে হোয়াং বলেছেন, ‘আমি ভবিষ্যতে কোনো ভুল করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা করে যাব।’
তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাই, যারা আমার এমন কর্মে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা আমাকে যত্ন ও সমর্থন করেছেন তাঁদের হতাশার কারণ হয়েছি বলে আমি গভীরভাবে দুঃখিত।’
বান্ধবীদের সঙ্গে যৌন মিলনের সময় গোপন তা ভিডিও করার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় হোয়াং উই-জো। এ বিষয়ে সিউলের এক আদালতে প্রসিকিউটরেরা বলেছেন, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে যৌনাচারের সময় তাঁদের সম্মতি না নিয়েই গোপনে অন্তত চার বার তা ভিডিও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবল স্ট্রাইকার।
সিউলের আদালতে অভিযোগের শুনানির সময় উপস্থিত ছিলেন হোয়াং উই-জো। আদালতে তিনি এই ধরনের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।
বিবিসি জানিয়েছে, স্ট্রাইকার হোয়াং গত মাসে ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে নাম লিখিয়েছেন। তাঁর এক বান্ধবীর বোন তাঁকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এভাবেই ভিডিওগুলোর কথা ফাঁস হয়ে যায়।
হোয়াং অবশ্য ব্ল্যাকমেলের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। পরে তাঁর মামলার ভিত্তিতে ভিডিও ফাঁস করা নারীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়।
তবে গোপনে ভিডিওগুলো ধারণের জন্য অভিযোগ গঠিত হয় হোয়াংয়ের বিরুদ্ধেও। বেআইনিভাবে ধারণ করা এসব ভিডিওতে থাকা নারীদের পরিচয় গোপন রাখতে আদালতে তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি প্রসিকিউটরেরা।
অভিযোগের ভিত্তিতে সিউলের আদালতে হোয়াং বলেছেন, ‘আমি ভবিষ্যতে কোনো ভুল করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা করে যাব।’
তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাই, যারা আমার এমন কর্মে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা আমাকে যত্ন ও সমর্থন করেছেন তাঁদের হতাশার কারণ হয়েছি বলে আমি গভীরভাবে দুঃখিত।’
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১৩ ঘণ্টা আগে