অনলাইন ডেস্ক
পবিত্র রমজান মাসে গান চালানোর দায়ে আফগানিস্তানের একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ওই রেডিও স্টেশন পরিচালনা করেন নারীরা। গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, রেডিও স্টেশনটি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ।
নারী পরিচালিত ওই রেডিও স্টেশনের নাম সাদাই বানোয়ান, যার অর্থ হলো নারীদের কণ্ঠস্বর। ১০ বছর আগে চালু হওয়া রেডিওটির আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি পরিচালক মুইজউদ্দিন আহমাদি জানিয়েছেন, ‘রেডিও স্টেশনটি ইসলামিক আমিরাতের আইন ও বিধি লঙ্ঘন করেছে। পবিত্র রমজানে বেশ কয়েকবার গান-বাজনা চালিয়েছে। আইন লঙ্ঘন করায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
মুইজউদ্দিন আহমাদি আরও বলেন, ‘যদি রেডিও স্টেশনটির কর্তৃপক্ষ নিশ্চয়তা দেয় যে তার এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না এবং ইসলামি আমিরাত আফগানিস্তানের আইন মেনে চলার প্রতিশ্রুতি দেয়, তবে তাদের আবারও সম্প্রচারের অনুমতি দেওয়া হবে।’
তবে রেডিওটির প্রধান নাজিয়া সরোশ জানিয়েছেন, তাঁরা কোনো আইন লঙ্ঘন করেননি। তিনি বলেন, ‘স্টেশনটি বন্ধের কোনো প্রয়োজন ছিল না। তালেবান আমাদের বলেছে, আমরা গান সম্প্রচার করেছি। কিন্তু আমরা কোনো ধরনের গান সম্প্রচার করিনি।’
নাজিয়া সরোশ জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসে স্টেশনটি বন্ধ করে দেন।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন। আফগান ইনডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তথ্যমতে, প্রয়োজনীয় তহবিলের অভাবে এবং কর্মীরা দেশ ছেড়ে যাওয়ার কারণে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে।
পবিত্র রমজান মাসে গান চালানোর দায়ে আফগানিস্তানের একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ওই রেডিও স্টেশন পরিচালনা করেন নারীরা। গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, রেডিও স্টেশনটি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ।
নারী পরিচালিত ওই রেডিও স্টেশনের নাম সাদাই বানোয়ান, যার অর্থ হলো নারীদের কণ্ঠস্বর। ১০ বছর আগে চালু হওয়া রেডিওটির আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি পরিচালক মুইজউদ্দিন আহমাদি জানিয়েছেন, ‘রেডিও স্টেশনটি ইসলামিক আমিরাতের আইন ও বিধি লঙ্ঘন করেছে। পবিত্র রমজানে বেশ কয়েকবার গান-বাজনা চালিয়েছে। আইন লঙ্ঘন করায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
মুইজউদ্দিন আহমাদি আরও বলেন, ‘যদি রেডিও স্টেশনটির কর্তৃপক্ষ নিশ্চয়তা দেয় যে তার এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না এবং ইসলামি আমিরাত আফগানিস্তানের আইন মেনে চলার প্রতিশ্রুতি দেয়, তবে তাদের আবারও সম্প্রচারের অনুমতি দেওয়া হবে।’
তবে রেডিওটির প্রধান নাজিয়া সরোশ জানিয়েছেন, তাঁরা কোনো আইন লঙ্ঘন করেননি। তিনি বলেন, ‘স্টেশনটি বন্ধের কোনো প্রয়োজন ছিল না। তালেবান আমাদের বলেছে, আমরা গান সম্প্রচার করেছি। কিন্তু আমরা কোনো ধরনের গান সম্প্রচার করিনি।’
নাজিয়া সরোশ জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসে স্টেশনটি বন্ধ করে দেন।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন। আফগান ইনডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তথ্যমতে, প্রয়োজনীয় তহবিলের অভাবে এবং কর্মীরা দেশ ছেড়ে যাওয়ার কারণে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে গিয়ে নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি কর্মী। এসব বাংলাদেশির অভিযোগ, তাদের সঙ্গে ন্যায়সংগত আচরণ করেনি ফিজিতে থাকা তাদের নিয়োগদাতারা। এই অবস্থায় দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসন
১৮ মিনিট আগেআসামের বরাক নদীর অববাহিকায় অবস্থিত যেসব জেলায় বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যাধিক্য আছে সেই তিনটি জেলার একটি করিমগঞ্জ। জেলার নতুন নামকরণ করা প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানাতে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতেই..
৪৩ মিনিট আগেনভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দিল্লি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। বাকি সময়ও বাসযোগ্যতা কম থাকে। এটা কি এখনো দেশের রাজধানী হিসেবে থাকা উচিত—এমন প্রশ্ন তোলেন তিনি...
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন একটি রেসলিং কোম্পানির সাবেক প্রধান নির্বাহী (সিইও) লিন্ডা ম্যাকমাহনকে। গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প লিন্ডা ম্যাকমাহনকে তাঁর প্রশাসনের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের জন্য মনোনীত করার ঘোষণা দেন
৩ ঘণ্টা আগে