অনলাইন ডেস্ক
ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী। এ ছাড়া উদ্ধার করা হয় ২৩০ জনকে। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাওয়ের কোস্ট গার্ডের প্রধান কমোডর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপনিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ৪৩০ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।
কোস্ট গার্ড বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, ‘এমভি লেডি মেরি জয় ৩’ জাহাজটির আগুন নেভাতে পানি স্প্রে করা হচ্ছে এবং যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে কোস্ট গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনে সাড়ে ৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ফেরি ব্যবহার করা হয়। তবে অনেক পুরোনো ফেরির ব্যবহার রয়েছে দেশটিতে। মেয়াদোত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলোও নিয়মিত চলাচল করে। ফলে নৌপথে পরিবহন নিরাপত্তার ক্ষেত্রে ফিলিপাইন বেশ ঝুঁকিপূর্ণ।
এর আগে গত মে মাসে দেশটিতে ১৩৪ জনকে বহনকারী একটি হাইস্পিড ফেরিতে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়।
ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী। এ ছাড়া উদ্ধার করা হয় ২৩০ জনকে। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাওয়ের কোস্ট গার্ডের প্রধান কমোডর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপনিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ৪৩০ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।
কোস্ট গার্ড বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, ‘এমভি লেডি মেরি জয় ৩’ জাহাজটির আগুন নেভাতে পানি স্প্রে করা হচ্ছে এবং যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে কোস্ট গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনে সাড়ে ৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ফেরি ব্যবহার করা হয়। তবে অনেক পুরোনো ফেরির ব্যবহার রয়েছে দেশটিতে। মেয়াদোত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলোও নিয়মিত চলাচল করে। ফলে নৌপথে পরিবহন নিরাপত্তার ক্ষেত্রে ফিলিপাইন বেশ ঝুঁকিপূর্ণ।
এর আগে গত মে মাসে দেশটিতে ১৩৪ জনকে বহনকারী একটি হাইস্পিড ফেরিতে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
২১ মিনিট আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৩ ঘণ্টা আগে