অনলাইন ডেস্ক
দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে ভারত। এবারও বিপুল পরিমাণ ইলিশ আমদানি করতে চায় দেশটি।
আজ সোমবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
তবে কেন্দ্রীয় একটি সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, ভারতের প্রত্যাশার সমান না হলেও গত বছরের তুলনায় এবার আরও বেশি পরিমাণ ইলিশ রপ্তানি করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার।
গত বছর (২০২২ সাল) ২ হাজার ৯০০ টন ইলিশ পাঠানোর অনুমতি পেলেও মাত্র ১ হাজার ৩০০ টন পাঠাতে পেরেছিলেন বাংলাদেশি রপ্তানিকারকেরা।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হবে, তারা সে অনুযায়ী কাজ করছে কি না তা কঠোর নজরদারিতে রাখবে সরকার।
বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মূলত কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে চাহিদার কথা জানিয়ে চিঠিও পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত বছর পূজা উপলক্ষে ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল। এ বছর তারা পাঁচ হাজার টন ইলিশ আমদানি করতে চায় বাংলাদেশ থেকে।
চিঠিতে আরও বলা হয়, ঢাকার ইলিশ শুধু রপ্তানিযোগ্য সুস্বাদু মাছই নয়, কলকাতার মানুষ এটাকে ঢাকার পাঠানো বহু মূল্যবান উপহার হিসেবে বিবেচনা করে। এ ছাড়া চিঠিতে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের ইলিশও চেয়েছে সংগঠনটি।
বিপরীতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। তবে কী পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার উপলক্ষে প্রতিবছরই কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে ঢাকা।
দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে ভারত। এবারও বিপুল পরিমাণ ইলিশ আমদানি করতে চায় দেশটি।
আজ সোমবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
তবে কেন্দ্রীয় একটি সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, ভারতের প্রত্যাশার সমান না হলেও গত বছরের তুলনায় এবার আরও বেশি পরিমাণ ইলিশ রপ্তানি করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার।
গত বছর (২০২২ সাল) ২ হাজার ৯০০ টন ইলিশ পাঠানোর অনুমতি পেলেও মাত্র ১ হাজার ৩০০ টন পাঠাতে পেরেছিলেন বাংলাদেশি রপ্তানিকারকেরা।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হবে, তারা সে অনুযায়ী কাজ করছে কি না তা কঠোর নজরদারিতে রাখবে সরকার।
বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মূলত কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে চাহিদার কথা জানিয়ে চিঠিও পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত বছর পূজা উপলক্ষে ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল। এ বছর তারা পাঁচ হাজার টন ইলিশ আমদানি করতে চায় বাংলাদেশ থেকে।
চিঠিতে আরও বলা হয়, ঢাকার ইলিশ শুধু রপ্তানিযোগ্য সুস্বাদু মাছই নয়, কলকাতার মানুষ এটাকে ঢাকার পাঠানো বহু মূল্যবান উপহার হিসেবে বিবেচনা করে। এ ছাড়া চিঠিতে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের ইলিশও চেয়েছে সংগঠনটি।
বিপরীতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। তবে কী পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার উপলক্ষে প্রতিবছরই কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে ঢাকা।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৭ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে