অনলাইন ডেস্ক
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মাদ ওসমান বাবুরিকে বরখাস্ত করেছে তালেবান। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার কাবুল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব দেওয়া হয় বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে। এ নিয়ে আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে।
সমালোচকরা বলছেন, আশরাফ ঘাইরাত গত বছর আফগান সাংবাদিকদের হত্যার পক্ষে একটি টুইট বার্তা দিয়েছিলেন।
আফগানিস্তানের সংবাদ সংস্থা দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিজ্ঞ পিএইচডি ডিগ্রিধারী মোহাম্মাদ ওসমান বাবুরির পরিবর্তা বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে জনগণ।
তালেবানের কিছু সদস্যও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আশরাফ ঘাইরাতের চেয়ে আরও যোগ্য ব্যক্তি ছিল যাদের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া যেত।
আশরাফ গনির শাসনামলে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলে আশরাফ ঘাইরাত।
এর আগে সোমবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বুরহানউদ্দিন রাব্বানীর নামে থাকা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তালেবান। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম- কাবুল শিক্ষা বিশ্ববিদ্যালয়।
২০০৯ সালে নিজ বাড়িতে তালেবানের এক আত্মঘাতী হামলায় নিহত হন বুরহানউদ্দিন রাব্বানী। এর পরে তাঁর নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।
দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি সরকারী নির্দেশনায় বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়গুলো আফগানিস্তানের জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পদ। সুতরাং, রাজনৈতিক বা জাতিগত নেতাদের নামে সেগুলোর নামকরণ করা উচিত নয়।
তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, গত দুই দশক ধরে আফগানিস্তানে ভাষাগত, আঞ্চলিক এবং জাতিগত বৈষম্য বিরাজ করছে । আর সেই বৈষম্যের ওপর ভিত্তি করেই জাতীয় স্থানগুলোর নামকরণ করা হয়েছে। সেই বৈষম্য দূর করার জন্যই জাতীয় স্থানগুলোর নাম বদলে ফেলা হবে।
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মাদ ওসমান বাবুরিকে বরখাস্ত করেছে তালেবান। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার কাবুল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব দেওয়া হয় বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে। এ নিয়ে আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে।
সমালোচকরা বলছেন, আশরাফ ঘাইরাত গত বছর আফগান সাংবাদিকদের হত্যার পক্ষে একটি টুইট বার্তা দিয়েছিলেন।
আফগানিস্তানের সংবাদ সংস্থা দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিজ্ঞ পিএইচডি ডিগ্রিধারী মোহাম্মাদ ওসমান বাবুরির পরিবর্তা বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে জনগণ।
তালেবানের কিছু সদস্যও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আশরাফ ঘাইরাতের চেয়ে আরও যোগ্য ব্যক্তি ছিল যাদের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া যেত।
আশরাফ গনির শাসনামলে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলে আশরাফ ঘাইরাত।
এর আগে সোমবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বুরহানউদ্দিন রাব্বানীর নামে থাকা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তালেবান। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম- কাবুল শিক্ষা বিশ্ববিদ্যালয়।
২০০৯ সালে নিজ বাড়িতে তালেবানের এক আত্মঘাতী হামলায় নিহত হন বুরহানউদ্দিন রাব্বানী। এর পরে তাঁর নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।
দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি সরকারী নির্দেশনায় বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়গুলো আফগানিস্তানের জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পদ। সুতরাং, রাজনৈতিক বা জাতিগত নেতাদের নামে সেগুলোর নামকরণ করা উচিত নয়।
তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, গত দুই দশক ধরে আফগানিস্তানে ভাষাগত, আঞ্চলিক এবং জাতিগত বৈষম্য বিরাজ করছে । আর সেই বৈষম্যের ওপর ভিত্তি করেই জাতীয় স্থানগুলোর নামকরণ করা হয়েছে। সেই বৈষম্য দূর করার জন্যই জাতীয় স্থানগুলোর নাম বদলে ফেলা হবে।
ওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।
১৯ মিনিট আগেশনিবার রাত ১০টা নাগাদ অন্তত ১০-১২ জন প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পাঠানো হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর পরিচয় দিতে বলা হয়। অনিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
৪ ঘণ্টা আগেসুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
১৫ ঘণ্টা আগে