অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন বা ভ্যারিয়ান্ট মার্কিন কোম্পানি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে। গতকাল শনিবার ইসরায়েলের এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ক্ল্যালিট যৌথভাবে গবেষণাটি চালিয়েছে। যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার ধরনটি খুব বেশি মানুষের মধ্যে এখনও পাওয়া যায়নি। এছাড়া গবেষণাটির পিয়ার রিভিউও করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গবেষণাটি ৮০০ জন ব্যক্তির ওপর চালানো হয়। এদের মধ্যে ৪০০ জন ছিলেন যারা ভ্যাকসিনের একটি অথবা দুটি ডোজ নেয়ার ১৪ দিন বা তারও বেশিদিন পর করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও ৪০০ জন ছিলেন যারা করোনায় আক্রান্ত হয়েছেন তবে ভ্যাকসিন নেননি।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ক্ল্যালিটের সমীক্ষায় দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে ১ শতাংশ মানুষের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বি.১.৩৫১ পাওয়া গেছে। তবে রোগীদের মধ্যে যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন কম কার্যকর।
গবেষণায় আরও বলা হয়, যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের তুলনায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া লোকজনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন তুলনামূলকভাবে বেশি হারে পাওয়া গেছে। তার মানে দাঁড়ায়, দক্ষিণ আফ্রিকার ধরন কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম।
এ নিয়ে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আদি স্তার্ন বলেন, যারা ভ্যাকসিন নেননি তাদের তুলনায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে আমরা ব্যাপক হারে দক্ষিণ আফ্রিকার করোনার ধরন পেয়েছি। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরন ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে।
তবে গবেষকরা সতর্ক করে আরও বলেছেন, খুব কম মানুষের ওপর গবেষণাটি চালানো হয়েছে এবং ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার করোনার ভ্যারিয়ান্টও খুব কম লোকের মধ্যে পাওয়া গেছে।
এ নিয়ে ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ১ এপ্রিল ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে বলা হয়েছি যে তাদের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকর। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছিল যে দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন নেওয়া ৮০০ স্বেচ্ছাসেবীর মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের দেহে স্থানীয় ভ্যারিয়ান্ট পাওয়া যায়।
দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন বা ভ্যারিয়ান্ট মার্কিন কোম্পানি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে। গতকাল শনিবার ইসরায়েলের এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ক্ল্যালিট যৌথভাবে গবেষণাটি চালিয়েছে। যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার ধরনটি খুব বেশি মানুষের মধ্যে এখনও পাওয়া যায়নি। এছাড়া গবেষণাটির পিয়ার রিভিউও করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গবেষণাটি ৮০০ জন ব্যক্তির ওপর চালানো হয়। এদের মধ্যে ৪০০ জন ছিলেন যারা ভ্যাকসিনের একটি অথবা দুটি ডোজ নেয়ার ১৪ দিন বা তারও বেশিদিন পর করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও ৪০০ জন ছিলেন যারা করোনায় আক্রান্ত হয়েছেন তবে ভ্যাকসিন নেননি।
তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ক্ল্যালিটের সমীক্ষায় দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়াদের মধ্যে ১ শতাংশ মানুষের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বি.১.৩৫১ পাওয়া গেছে। তবে রোগীদের মধ্যে যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরনের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন কম কার্যকর।
গবেষণায় আরও বলা হয়, যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের তুলনায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া লোকজনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন তুলনামূলকভাবে বেশি হারে পাওয়া গেছে। তার মানে দাঁড়ায়, দক্ষিণ আফ্রিকার ধরন কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম।
এ নিয়ে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আদি স্তার্ন বলেন, যারা ভ্যাকসিন নেননি তাদের তুলনায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে আমরা ব্যাপক হারে দক্ষিণ আফ্রিকার করোনার ধরন পেয়েছি। এ থেকে বোঝা যায় যে দক্ষিণ আফ্রিকার ধরন ভ্যাকসিনের সুরক্ষা ভাঙতে পারে।
তবে গবেষকরা সতর্ক করে আরও বলেছেন, খুব কম মানুষের ওপর গবেষণাটি চালানো হয়েছে এবং ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার করোনার ভ্যারিয়ান্টও খুব কম লোকের মধ্যে পাওয়া গেছে।
এ নিয়ে ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ১ এপ্রিল ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে বলা হয়েছি যে তাদের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকর। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছিল যে দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন নেওয়া ৮০০ স্বেচ্ছাসেবীর মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের দেহে স্থানীয় ভ্যারিয়ান্ট পাওয়া যায়।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৪ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৭ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে