অনলাইন ডেস্ক
ইসরায়েলের রাজধানী ইস্যুতে অস্ট্রেলিয়ার পূর্ববর্তী সরকারের একটি সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছে বর্তমান সরকার। তারা আর পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব বলেছে।
আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আলোচনার মাধ্যমে শহরের মর্যাদা নির্ধারণ করা উচিত, একতরফা সিদ্ধান্তের মাধ্যমে নয়। আমরা এমন একটি পদ্ধতিকে সমর্থন করব না, যা একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করে।’
অস্ট্রেলিয়ার দূতাবাস সব সময় তেল আবিবে ছিল এবং এখনো থাকবে বলেও জানিয়েছেন পেনি ওং।
এর আগে ২০১৮ সালে স্কট মরিসনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সরকার ইসরায়েলের রাজধানী হিসেবে পশ্চিম জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছিল। তখন সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের ভেতর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছিল অস্ট্রেলিয়ার। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে একটি মুক্তবাণিজ্য চুক্তি ব্যাহত হয়েছিল অস্ট্রেলিয়ার।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিন—উভয়েই জেরুজালেমকে নিজেদের বলে দাবি করে। এ কারণে বিশ্বের বেশির ভাগ দেশ জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গটি এড়িয়ে যায়।
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ‘অস্ট্রেলিয়ার আগের সরকারের সিদ্ধান্তের (জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দেওয়া) কারণে আমাদের নাগরিকেরা দুর্দশার মধ্যে পড়েছে। আমরা এটি সমাধান করার চেষ্টা করছি।’
চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন অ্যান্থনি আলবেনিজ এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পেনি ওং। এরপর ইসরায়েলের রাজধানী প্রসঙ্গে প্রথমবারের মতো কথা বললেন তাঁরা।
ইসরায়েলের রাজধানী ইস্যুতে অস্ট্রেলিয়ার পূর্ববর্তী সরকারের একটি সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছে বর্তমান সরকার। তারা আর পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব বলেছে।
আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আলোচনার মাধ্যমে শহরের মর্যাদা নির্ধারণ করা উচিত, একতরফা সিদ্ধান্তের মাধ্যমে নয়। আমরা এমন একটি পদ্ধতিকে সমর্থন করব না, যা একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করে।’
অস্ট্রেলিয়ার দূতাবাস সব সময় তেল আবিবে ছিল এবং এখনো থাকবে বলেও জানিয়েছেন পেনি ওং।
এর আগে ২০১৮ সালে স্কট মরিসনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সরকার ইসরায়েলের রাজধানী হিসেবে পশ্চিম জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছিল। তখন সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের ভেতর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছিল অস্ট্রেলিয়ার। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে একটি মুক্তবাণিজ্য চুক্তি ব্যাহত হয়েছিল অস্ট্রেলিয়ার।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিন—উভয়েই জেরুজালেমকে নিজেদের বলে দাবি করে। এ কারণে বিশ্বের বেশির ভাগ দেশ জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গটি এড়িয়ে যায়।
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ‘অস্ট্রেলিয়ার আগের সরকারের সিদ্ধান্তের (জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দেওয়া) কারণে আমাদের নাগরিকেরা দুর্দশার মধ্যে পড়েছে। আমরা এটি সমাধান করার চেষ্টা করছি।’
চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন অ্যান্থনি আলবেনিজ এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পেনি ওং। এরপর ইসরায়েলের রাজধানী প্রসঙ্গে প্রথমবারের মতো কথা বললেন তাঁরা।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩৭ মিনিট আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে