অনলাইন ডেস্ক
ঢাকা: ক্রমে ‘সর্বাত্মক যুদ্ধের’ দিকে এগোচ্ছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে হামাস ও ইসলামিক জিহাদ। জবাবে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই ফিলিস্তিনি বেসামরিক মানুষ। এর মধ্যে এর মধ্যে ১৯ জন নারী ও ৩১টি শিশু রয়েছে। বিপরীতে ইসরায়েলে নিহত হয়েছেন নয় জন।
ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হামাস ও ইসলামিক জিহাদ এক হাজারের বেশি রকেট ছুড়েছে। তবে এসব রকেটের বেশিরভাগই ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা।
ফিলিস্তিনি রকেট প্রতিরোধের কিছু ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফিলিস্তিন–ইসরায়েল সংঘাতের এই সময়ে নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম'। বিশেষ এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু ইসরায়েলের হাতেই আছে বলে দাবি করা হয়।
আয়রন ডোম, একটি বিশেষ প্রযুক্তি, যা মাটি থেকে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা। এতে রয়েছে রাডার। এটি মূলত একটি স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ধেয়ে আসা যে কোনও রকেট বা ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে ধ্বংস করার ক্ষমতা রাখে এ প্রযুক্তি। ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র, বোমা-মর্টার এমনকি বিমান-হেলিকপ্টার এবং যে কোনও ধরনের ড্রোন জাতীয় অস্ত্রকে প্রতিহত করতে পারে এই আয়রন ডোম।
ফ্রান্সের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে তৈরি করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা।
২০০৬ সালে ইসরায়েল-লেবানন যুদ্ধের সময় যখন লেবানিজ সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হাজার হাজার রকেট হামলা চালায়। এরপরই এই আয়রন ডোমের নির্মাণ শুরু হয়। ২০১১ সালের ২৭ মার্চ ইসরায়েলে প্রথম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়।
রাফায়েলের দাবি, এই ডোম ৯০ শতাংশ কার্যকরী। এ পর্যন্ত দুই হাজারেরও বেশি হামলা প্রতিহত করেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, আয়রন ডোমের লক্ষ্যভেদ করার সক্ষমতার হার ৯০ শতাংশ। যার অর্থ, এখন পর্যন্ত ইসরায়েলের বুকে আঘাত হানার জন্য যতগুলো রকেট ছোড়া হয়েছে তার ৯০ শতাংশকে আকাশেই ধ্বংস করে দিয়েছে আয়রন ডোম।
এই আয়রন ডোমের তিনটি প্রধান অংশ। তিনটি ডিভাইস মিলে নির্দিষ্ট পাল্লার মধ্যে একটি রক্ষাকবচ তৈরি করে। রাডারের মাধ্যমে ধেয়ে আসা যে কোনও হামলাকে চিহ্নিত করে। এরপর ওয়েপন কন্ট্রোল সিস্টেম এবং মিসাইল ফায়ারিং ইউনিট সক্রিয় হয়ে ওঠে। স্বয়ংক্রিয়ভাবে ছুটে যায় ক্ষেপণাস্ত্র (ইন্টারসেপ্টর)। ধ্বংস করে ফেলে ধেয়ে আসা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো অস্ত্র। আর পুরো ঘটনাটি ঘটে চোখের নিমেষে। যে কোনও আবহাওয়া, দিন হোক রাত, এই আয়রন ডোম সম্পূর্ণ কার্যকর। আয়রন ডোম এর চারদিকে ন্যূনতম ৪ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরত্ব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করে চলেছে। ৭০ কিলোমিটার থেকে বাড়িয়ে সর্বোচ্চ সীমা ২৫০ কিলোমিটার পর্যন্ত হতে চলেছে।
আয়রন ডোমের একটি ইউনিটের দাম প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২৩ কোটি টাকা। যুক্তরাষ্ট্রও এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম স্কাই হান্টার। এটি অবশ্য ইসরায়েলের বড় এবং বেশি পাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বিশিষ্ট।
আয়রন ডোম সিস্টেমের প্রাথমিক অর্থায়ন এবং উন্নয়ন সম্পূর্ণ ইসরায়েল সরকারের হাতেই হয়। রাষ্ট্রীয় অর্থায়নে প্রথম দুটি আয়রন ডোম সিস্টেম স্থাপন করা হয়। এরপর আরও আটটি আয়রন ডোম সিস্টেম স্থাপনে অর্থ এবং ইন্টারসেপ্টরের জন্য তহবিল সরবরাহ করে যুক্তরাষ্ট্র। ২০১২ সালেই দুটি সিস্টেম সরবরাহ করে যুক্তরাষ্ট্র সরকার।
২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অতিরিক্ত আয়রন ডোম ব্যাটারি এবং ইন্টারসেপ্টর মিসাইলগুলোর উৎপাদন এবং স্থাপনের জন্য মার্কিন কংগ্রেস তহবিল অনুমোদন দেয়। এ সিস্টেমের জন্য বাজেটে ২০৫ ডলার বরাদ্দ রাখার প্রস্তাব ছিল ওবামার। পরে সেটি কংগ্রেসে ৪১০–৪ ভোটে পাস হয়। ২০১১ সালে অর্থছাড়ের পর পুরো ব্যবস্থাটি ইসরায়েলি বিমানবাহিনীর হাতে পৌঁছতে ১৮ মাস লেগেছিল।
২০১১ সালের ৯ মে ইসরায়েলি পত্রিকা হারেৎজে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল উদি শানি বলেছেন, ইসরায়েল আগামী বছরগুলোতে আয়রন ডোম ব্যাটারির বিকাশ ও উৎপাদনে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। আমরা ১০–১৫টি আয়রন ডোম ব্যাটারি রাখার বিষয়ে ভাবা হচ্ছে। আমরা প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবো। এই লক্ষ্যটি মার্কিন সরকার অনুমোদিত ২০৫ মিলিয়ন ডলার অনুদানের বাইরে।
ঢাকা: ক্রমে ‘সর্বাত্মক যুদ্ধের’ দিকে এগোচ্ছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে হামাস ও ইসলামিক জিহাদ। জবাবে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই ফিলিস্তিনি বেসামরিক মানুষ। এর মধ্যে এর মধ্যে ১৯ জন নারী ও ৩১টি শিশু রয়েছে। বিপরীতে ইসরায়েলে নিহত হয়েছেন নয় জন।
ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হামাস ও ইসলামিক জিহাদ এক হাজারের বেশি রকেট ছুড়েছে। তবে এসব রকেটের বেশিরভাগই ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা।
ফিলিস্তিনি রকেট প্রতিরোধের কিছু ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফিলিস্তিন–ইসরায়েল সংঘাতের এই সময়ে নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম'। বিশেষ এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু ইসরায়েলের হাতেই আছে বলে দাবি করা হয়।
আয়রন ডোম, একটি বিশেষ প্রযুক্তি, যা মাটি থেকে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা। এতে রয়েছে রাডার। এটি মূলত একটি স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ধেয়ে আসা যে কোনও রকেট বা ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে ধ্বংস করার ক্ষমতা রাখে এ প্রযুক্তি। ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র, বোমা-মর্টার এমনকি বিমান-হেলিকপ্টার এবং যে কোনও ধরনের ড্রোন জাতীয় অস্ত্রকে প্রতিহত করতে পারে এই আয়রন ডোম।
ফ্রান্সের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে তৈরি করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা।
২০০৬ সালে ইসরায়েল-লেবানন যুদ্ধের সময় যখন লেবানিজ সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হাজার হাজার রকেট হামলা চালায়। এরপরই এই আয়রন ডোমের নির্মাণ শুরু হয়। ২০১১ সালের ২৭ মার্চ ইসরায়েলে প্রথম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়।
রাফায়েলের দাবি, এই ডোম ৯০ শতাংশ কার্যকরী। এ পর্যন্ত দুই হাজারেরও বেশি হামলা প্রতিহত করেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, আয়রন ডোমের লক্ষ্যভেদ করার সক্ষমতার হার ৯০ শতাংশ। যার অর্থ, এখন পর্যন্ত ইসরায়েলের বুকে আঘাত হানার জন্য যতগুলো রকেট ছোড়া হয়েছে তার ৯০ শতাংশকে আকাশেই ধ্বংস করে দিয়েছে আয়রন ডোম।
এই আয়রন ডোমের তিনটি প্রধান অংশ। তিনটি ডিভাইস মিলে নির্দিষ্ট পাল্লার মধ্যে একটি রক্ষাকবচ তৈরি করে। রাডারের মাধ্যমে ধেয়ে আসা যে কোনও হামলাকে চিহ্নিত করে। এরপর ওয়েপন কন্ট্রোল সিস্টেম এবং মিসাইল ফায়ারিং ইউনিট সক্রিয় হয়ে ওঠে। স্বয়ংক্রিয়ভাবে ছুটে যায় ক্ষেপণাস্ত্র (ইন্টারসেপ্টর)। ধ্বংস করে ফেলে ধেয়ে আসা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো অস্ত্র। আর পুরো ঘটনাটি ঘটে চোখের নিমেষে। যে কোনও আবহাওয়া, দিন হোক রাত, এই আয়রন ডোম সম্পূর্ণ কার্যকর। আয়রন ডোম এর চারদিকে ন্যূনতম ৪ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরত্ব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করে চলেছে। ৭০ কিলোমিটার থেকে বাড়িয়ে সর্বোচ্চ সীমা ২৫০ কিলোমিটার পর্যন্ত হতে চলেছে।
আয়রন ডোমের একটি ইউনিটের দাম প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২৩ কোটি টাকা। যুক্তরাষ্ট্রও এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম স্কাই হান্টার। এটি অবশ্য ইসরায়েলের বড় এবং বেশি পাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বিশিষ্ট।
আয়রন ডোম সিস্টেমের প্রাথমিক অর্থায়ন এবং উন্নয়ন সম্পূর্ণ ইসরায়েল সরকারের হাতেই হয়। রাষ্ট্রীয় অর্থায়নে প্রথম দুটি আয়রন ডোম সিস্টেম স্থাপন করা হয়। এরপর আরও আটটি আয়রন ডোম সিস্টেম স্থাপনে অর্থ এবং ইন্টারসেপ্টরের জন্য তহবিল সরবরাহ করে যুক্তরাষ্ট্র। ২০১২ সালেই দুটি সিস্টেম সরবরাহ করে যুক্তরাষ্ট্র সরকার।
২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অতিরিক্ত আয়রন ডোম ব্যাটারি এবং ইন্টারসেপ্টর মিসাইলগুলোর উৎপাদন এবং স্থাপনের জন্য মার্কিন কংগ্রেস তহবিল অনুমোদন দেয়। এ সিস্টেমের জন্য বাজেটে ২০৫ ডলার বরাদ্দ রাখার প্রস্তাব ছিল ওবামার। পরে সেটি কংগ্রেসে ৪১০–৪ ভোটে পাস হয়। ২০১১ সালে অর্থছাড়ের পর পুরো ব্যবস্থাটি ইসরায়েলি বিমানবাহিনীর হাতে পৌঁছতে ১৮ মাস লেগেছিল।
২০১১ সালের ৯ মে ইসরায়েলি পত্রিকা হারেৎজে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল উদি শানি বলেছেন, ইসরায়েল আগামী বছরগুলোতে আয়রন ডোম ব্যাটারির বিকাশ ও উৎপাদনে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। আমরা ১০–১৫টি আয়রন ডোম ব্যাটারি রাখার বিষয়ে ভাবা হচ্ছে। আমরা প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবো। এই লক্ষ্যটি মার্কিন সরকার অনুমোদিত ২০৫ মিলিয়ন ডলার অনুদানের বাইরে।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৪ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৬ ঘণ্টা আগে