অনলাইন ডেস্ক
মেক্সিকোর সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙে এক শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা পঞ্চাশের বেশি। গতকাল বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি দিয়েছে।
সিটিজেনস মুভমেন্ট পার্টির বামঘেঁষা মধ্যমপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ যখন মন্টেরির কাছে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে বক্তৃতা দিচ্ছিলেন, তখনই মঞ্চ ভেঙে পড়ার ঘটনাটি ঘটে।
সামাজিক প্ল্যাটফরমে এক পোস্টে জর্জ আলভারেজ বলেন, একটি ঝড়ে মঞ্চটি ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিনি নিজেও আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ আছেন বলে জানান। তবে কর্মীরা আহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।
স্থানীয় গভর্নর স্যামুয়েল গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়া হয়েছে। তিনি এ দুর্ঘটনার জন্য ঝড়বৃষ্টিকে দায়ী করেছেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড়বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, নিহতদের মধ্যে একজন শিশু এবং আটজন প্রাপ্তবয়স্ক। স্থানীয় হাসপাতাল পরিদর্শনের পর গভর্নর বলেন, আহতদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার প্রয়োজন।
দুর্ঘটনার ভিডিওতে মঞ্চ থেকে লোকজনকে চিৎকার করে দৌড়াতে দেখা গেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, তিনি নিহতদের পরিবারের সদস্যদের, বন্ধুদের এবং রাজনৈতিক সমর্থকদের প্রতি সমর্থন জানিয়েছেন।
স্থানীয় সমীক্ষা অনুযায়ী, সিটিজেনস মুভমেন্ট পার্টির ৩৮ বছর বয়সী প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ বর্তমানে ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লডিয়া শিনবাউম এবং বিরোধী জোটের প্রার্থী জোশিল গালভেজের পর নির্বাচনী দৌড়ে তৃতীয় অবস্থানে আছেন।
আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেক্সিকোর সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙে এক শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা পঞ্চাশের বেশি। গতকাল বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি দিয়েছে।
সিটিজেনস মুভমেন্ট পার্টির বামঘেঁষা মধ্যমপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ যখন মন্টেরির কাছে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে বক্তৃতা দিচ্ছিলেন, তখনই মঞ্চ ভেঙে পড়ার ঘটনাটি ঘটে।
সামাজিক প্ল্যাটফরমে এক পোস্টে জর্জ আলভারেজ বলেন, একটি ঝড়ে মঞ্চটি ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তিনি নিজেও আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ আছেন বলে জানান। তবে কর্মীরা আহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।
স্থানীয় গভর্নর স্যামুয়েল গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়া হয়েছে। তিনি এ দুর্ঘটনার জন্য ঝড়বৃষ্টিকে দায়ী করেছেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড়বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, নিহতদের মধ্যে একজন শিশু এবং আটজন প্রাপ্তবয়স্ক। স্থানীয় হাসপাতাল পরিদর্শনের পর গভর্নর বলেন, আহতদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার প্রয়োজন।
দুর্ঘটনার ভিডিওতে মঞ্চ থেকে লোকজনকে চিৎকার করে দৌড়াতে দেখা গেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, তিনি নিহতদের পরিবারের সদস্যদের, বন্ধুদের এবং রাজনৈতিক সমর্থকদের প্রতি সমর্থন জানিয়েছেন।
স্থানীয় সমীক্ষা অনুযায়ী, সিটিজেনস মুভমেন্ট পার্টির ৩৮ বছর বয়সী প্রার্থী জর্জ আলভারেজ মায়নেজ বর্তমানে ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লডিয়া শিনবাউম এবং বিরোধী জোটের প্রার্থী জোশিল গালভেজের পর নির্বাচনী দৌড়ে তৃতীয় অবস্থানে আছেন।
আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
১ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
১ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
১০ ঘণ্টা আগে