অনলাইন ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এর প্রভাবে এরই মধ্যে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় মূল্য রেকর্ড মাত্রায় অবনমন হয়েছে। বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শেয়ারবাজারগুলোর অবস্থা সঙিন। সব মিলিয়ে যুদ্ধের মাত্র পাঁচ দিনের মধ্যে বৈশ্বিক বাজার ব্যবস্থা ও অর্থনীতিতে টালমাটাল শুরু হয়েছে।
ইউক্রেন হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেন ব্যবস্থা সুইফটে রুশ ব্যাংকগুলোর সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এর বড় প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে গোটা বিশ্বে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে হামলার শুরুর ধাপেই জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠে। আজ সোমবার ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে দুবার ১০০ ডলারের সীমা পার হওয়ায় বিশ্বব্যাপী শঙ্কা তৈরি হয়েছে। মুদ্রা বাজারেও বড় ধরনের ধাক্কা লেগেছে। করোনার কারণে এমনিতেই বৈশ্বিক অর্থনীতি বেশ সংকটের মধ্যে ছিল। এর সঙ্গে এখন ইউক্রেন যুদ্ধ যোগ হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদহার সাড়ে ৯ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে। ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুবলের দাম ৩০ শতাংশ নেমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সঙ্গে দেশটির বিভিন্ন রপ্তানিমুখী শিল্পকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা বিদেশি মুদ্রা বিক্রির জন্য প্রস্তুত থাকে। শুধু রুবল নয়, মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দাম দশমিক ৬ শতাংশ কমেছে। একই হারে কমেছে নিউজিল্যান্ড অস্ট্রলিয়ার ডলারের দামও।
রয়টার্স জানায়, এই যুদ্ধের সরাসরি প্রভাব গিয়ে পড়েছে পুঁজিবাজারে। এরই মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ ও নাসদাকে দরপতন হয়েছে। তবে এখনো এটি সীমার মধ্যে রয়েছে। ইউরো জোনের ব্যাংক সূচক আগের চেয়ে ৭ দশমিক ১ শতাংশ নেমে গিয়েছে। ইউরোপে বিভিন্ন শেয়ারবাজারে দেড় শতাংশের মতো দরপতন হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবারের তুলনায় এটি কম হলেও বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
ডেনমার্কের বিনিয়োগ ব্যাংক স্যাক্সো ব্যাংকের ইকুইটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান পিটার গার্নরি রয়টার্সকে বলেন, ‘বাণিজ্য পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আমরা রক্ষণশীল অবস্থানে আছে, যেহেতু জানি, পরিস্থিতি আরও অনেক বাজে হতে পারে।’
গত রোববার হামলার চতুর্থ দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর পারমাণবিক অস্ত্র পরিচালনাকারী বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেন। এর পরপরই জ্বালানি তেলের বাজার আবার অস্থির হয়ে ওঠে। মূলত এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল উৎপাদনকারী দেশটি থেকে তেল সরবরাহে বিঘ্ন হতে পারে—এমন শঙ্কায় এ বাজার অস্থির হয়ে উঠেছে। সোমবার ভবিষ্যৎ সরবরাহের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে দাঁড়িয়েছে। এমনকি ওয়েস্ট টেক্সাস তেলের দামও ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৫ ডলার ৮৮ সেন্টে দাঁড়িয়েছে। ২০১৪ সালের পর এটিই সর্বোচ্চ।
গোল্ডম্যান স্যাকসকে উদ্ধৃত বাণিজ্যবিষয়ক পত্রিকা মার্কেট ওয়াচ জানিয়েছে, জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ১১৫ ডলার পর্যন্ত উঠতে পারে। পরিস্থিতি বিবেচনায় রেখে এরই মধ্যে আলোচনায় বসছে আন্তর্জাতিক পক্ষগুলো। তারা জ্বালানি তেল মজুতের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার বিষয়ে ভাবছে। আগামীকাল অথবা বুধবার এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
জেনেভাভিত্তিক ব্যাংকিং গ্রুপ লোমবার্ডো ওডিয়ার-এর এশিয়া বিষয়ক কৌশলী হোমিন লি বলছেন, রাশিয়া বিশ্বের ১১ তম বড় অর্থনীতির দেশ। ফলে দেশটির যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে গোটা বিশ্বেই নানা খাতে প্রভাব পড়ছে। এই প্রভাব দিন দিন বড় হবে, যদি এর দ্রুত সমাধান না হয়। আর্থিক তো বটেই অর্থনৈতিক সংকট তীব্র হতে পারে। বিশেষত জ্বালানি, শিল্প ও কৃষিপণ্য সরবরাহে বড় ধরনের সংকট এরই মধ্যে সৃষ্টি হয়েছে।
এদিকে চীন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ মোকাবিলায় যেকোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন চীনের স্বার্থকে মাথায় রাখে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপ নেওয়ার সময় যেন চীন ও অন্যান্য পক্ষের স্বার্থের বিষয়টি মাথায় রাখে, যাতে এই পক্ষগুলোর কোনো ক্ষতি না হয়।’ একই সঙ্গে তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রয়েছে চীন।’ তিনি একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেন।
হুয়াওয়ে, শাওমির মতো চীনা প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় পণ্য সরবরাহ বন্ধ করবে কিনা জানতে চাইলে ওয়াং এই কথা বলেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শুধু নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করাই নয়, চীন এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি সভা আহ্বানের প্রস্তাবের ওপর হওয়া ভোটাভুটিতে ভোট দেওয়া থেকে বিরত থেকে নিজের অবস্থান প্রকাশ করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া এই ভোটে যদিও প্রস্তাবটি ১১-১ ভোটে পাস হয়েছে। রাশিয়া এতে নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেনি। এর আগেও নিরাপত্তা পরিষদে মস্কোর সেনা প্রত্যাহার বিষয়ে হওয়া ভোটাভুটিতে চীন বিরত থেকেছিল।
আরো পড়ুন:
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এর প্রভাবে এরই মধ্যে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় মূল্য রেকর্ড মাত্রায় অবনমন হয়েছে। বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শেয়ারবাজারগুলোর অবস্থা সঙিন। সব মিলিয়ে যুদ্ধের মাত্র পাঁচ দিনের মধ্যে বৈশ্বিক বাজার ব্যবস্থা ও অর্থনীতিতে টালমাটাল শুরু হয়েছে।
ইউক্রেন হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেন ব্যবস্থা সুইফটে রুশ ব্যাংকগুলোর সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এর বড় প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে গোটা বিশ্বে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে হামলার শুরুর ধাপেই জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠে। আজ সোমবার ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে দুবার ১০০ ডলারের সীমা পার হওয়ায় বিশ্বব্যাপী শঙ্কা তৈরি হয়েছে। মুদ্রা বাজারেও বড় ধরনের ধাক্কা লেগেছে। করোনার কারণে এমনিতেই বৈশ্বিক অর্থনীতি বেশ সংকটের মধ্যে ছিল। এর সঙ্গে এখন ইউক্রেন যুদ্ধ যোগ হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদহার সাড়ে ৯ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে। ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুবলের দাম ৩০ শতাংশ নেমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সঙ্গে দেশটির বিভিন্ন রপ্তানিমুখী শিল্পকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা বিদেশি মুদ্রা বিক্রির জন্য প্রস্তুত থাকে। শুধু রুবল নয়, মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দাম দশমিক ৬ শতাংশ কমেছে। একই হারে কমেছে নিউজিল্যান্ড অস্ট্রলিয়ার ডলারের দামও।
রয়টার্স জানায়, এই যুদ্ধের সরাসরি প্রভাব গিয়ে পড়েছে পুঁজিবাজারে। এরই মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ ও নাসদাকে দরপতন হয়েছে। তবে এখনো এটি সীমার মধ্যে রয়েছে। ইউরো জোনের ব্যাংক সূচক আগের চেয়ে ৭ দশমিক ১ শতাংশ নেমে গিয়েছে। ইউরোপে বিভিন্ন শেয়ারবাজারে দেড় শতাংশের মতো দরপতন হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবারের তুলনায় এটি কম হলেও বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
ডেনমার্কের বিনিয়োগ ব্যাংক স্যাক্সো ব্যাংকের ইকুইটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান পিটার গার্নরি রয়টার্সকে বলেন, ‘বাণিজ্য পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আমরা রক্ষণশীল অবস্থানে আছে, যেহেতু জানি, পরিস্থিতি আরও অনেক বাজে হতে পারে।’
গত রোববার হামলার চতুর্থ দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর পারমাণবিক অস্ত্র পরিচালনাকারী বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেন। এর পরপরই জ্বালানি তেলের বাজার আবার অস্থির হয়ে ওঠে। মূলত এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল উৎপাদনকারী দেশটি থেকে তেল সরবরাহে বিঘ্ন হতে পারে—এমন শঙ্কায় এ বাজার অস্থির হয়ে উঠেছে। সোমবার ভবিষ্যৎ সরবরাহের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে দাঁড়িয়েছে। এমনকি ওয়েস্ট টেক্সাস তেলের দামও ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৫ ডলার ৮৮ সেন্টে দাঁড়িয়েছে। ২০১৪ সালের পর এটিই সর্বোচ্চ।
গোল্ডম্যান স্যাকসকে উদ্ধৃত বাণিজ্যবিষয়ক পত্রিকা মার্কেট ওয়াচ জানিয়েছে, জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ১১৫ ডলার পর্যন্ত উঠতে পারে। পরিস্থিতি বিবেচনায় রেখে এরই মধ্যে আলোচনায় বসছে আন্তর্জাতিক পক্ষগুলো। তারা জ্বালানি তেল মজুতের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার বিষয়ে ভাবছে। আগামীকাল অথবা বুধবার এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
জেনেভাভিত্তিক ব্যাংকিং গ্রুপ লোমবার্ডো ওডিয়ার-এর এশিয়া বিষয়ক কৌশলী হোমিন লি বলছেন, রাশিয়া বিশ্বের ১১ তম বড় অর্থনীতির দেশ। ফলে দেশটির যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে গোটা বিশ্বেই নানা খাতে প্রভাব পড়ছে। এই প্রভাব দিন দিন বড় হবে, যদি এর দ্রুত সমাধান না হয়। আর্থিক তো বটেই অর্থনৈতিক সংকট তীব্র হতে পারে। বিশেষত জ্বালানি, শিল্প ও কৃষিপণ্য সরবরাহে বড় ধরনের সংকট এরই মধ্যে সৃষ্টি হয়েছে।
এদিকে চীন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ মোকাবিলায় যেকোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন চীনের স্বার্থকে মাথায় রাখে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপ নেওয়ার সময় যেন চীন ও অন্যান্য পক্ষের স্বার্থের বিষয়টি মাথায় রাখে, যাতে এই পক্ষগুলোর কোনো ক্ষতি না হয়।’ একই সঙ্গে তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রয়েছে চীন।’ তিনি একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেন।
হুয়াওয়ে, শাওমির মতো চীনা প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় পণ্য সরবরাহ বন্ধ করবে কিনা জানতে চাইলে ওয়াং এই কথা বলেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শুধু নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করাই নয়, চীন এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি সভা আহ্বানের প্রস্তাবের ওপর হওয়া ভোটাভুটিতে ভোট দেওয়া থেকে বিরত থেকে নিজের অবস্থান প্রকাশ করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া এই ভোটে যদিও প্রস্তাবটি ১১-১ ভোটে পাস হয়েছে। রাশিয়া এতে নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেনি। এর আগেও নিরাপত্তা পরিষদে মস্কোর সেনা প্রত্যাহার বিষয়ে হওয়া ভোটাভুটিতে চীন বিরত থেকেছিল।
আরো পড়ুন:
ভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
৪ ঘণ্টা আগেইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১৮ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
২০ ঘণ্টা আগে