অনলাইন ডেস্ক
যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, কোন ভাষাগুলো সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জবাবে নির্দ্বিধায় হয়তো বলে দেবেন, ইংরেজি, বাংলা, আরবির নাম। তবে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া মাতৃভাষার তালিকায় এমন কিছু ভাষা রয়েছে, যেগুলো শুনলে হয়তো আপনি চমকে যাবেন।
জার্মানির বাবেল ম্যাগাজিন বলছে, ১০টি ভাষা দিয়ে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ কথা বলে।
বাবেল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা মান্দারিন। চীনের এই ভাষায় ১৩০ কোটি মানুষ কথা বলে। সেই হিসাবে বিশ্বের প্রতি ছয়জনের মধ্যে একজন এই ভাষায় কথা বলে। এটি চীনের রাষ্ট্রভাষাও।
মান্দারিনের পর বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া ভাষা স্প্যানিশ। বিশ্বের প্রায় ৪৭ কোটি মানুষের মাতৃভাষা এটি। স্পেন ছাড়াও দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও যুক্তরাষ্ট্রের বিশাল অংশে রয়েছে এর ব্যবহার।
স্প্যানিশ ভাষার পর সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া মাতৃভাষা ইংরেজি। এটি বিশ্বের প্রায় ৩৭ কোটি মানুষের মাতৃভাষা। তবে ৯৭ কোটি ৮০ লাখের বেশি মানুষ দ্বিতীয় ভাষা হিসেবে এটি ব্যবহার করে।
ইংরেজির পরই রয়েছে হিন্দির অবস্থান। ভারতে ২৩টি সরকারি ভাষা রয়েছে। এর মধ্যে একটি হিন্দি। প্রায় ৩৪ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। এর সঙ্গে উর্দু ও পারস্য ভাষার মিল রয়েছে।
সবচেয়ে বেশি ব্যবহৃত মাতৃভাষা মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আরবি। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশে এটি মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বে আরবিতে কথা বলা মানুষের সংখ্যা প্রায় ৩২ কোটি।
মাতৃভাষা হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে পর্তুগিজ ভাষা। এই ভাষা মূলত ঔপনিবেশিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে। ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভার্দে, গিনি-বিসাও, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে এবং ম্যাকাওর মতো দেশে এটি মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় ২৩ কোট ২০ লাখ মানুষ একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে।
বিশ্বের অন্যতম বেশি ব্যবহৃত ভাষার মধ্যে রয়েছে বাংলা। এটি বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আন্দামান দ্বীপে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় ২২ কোটি ৯০ লাখ মানুষের মাতৃভাষা বাংলা।
জাতিসংঘের তালিকায় বিশ্বের সবচেয়ে কথিত ভাষার মধ্যে রয়েছে রুশ ভাষাও। বিশ্বের প্রায় ১৫ কোটি ৪০ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। দস্তইয়েভস্কি, নাবোকভ, চেখভ, গোগল, তলস্তয় ও পুশকিনের মতো সাহিত্যিকেরা রুশ ভাষাতেই রচনা করেছেন কালজয়ী সব সাহিত্য।
শীর্ষ ১০ মাতৃভাষার তালিকায় নবম অবস্থানে রয়েছে জাপানের ভাষার নাম। বিশ্বের প্রায় ১২ কোটি ৬০ লাখ মানুষ একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। জাপান ছাড়াও যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও ব্রাজিলে জাপানের ভাষা ব্যবহার করা হয়।
এ তালিকায় দশম স্থানে রয়েছে লহন্ডা ভাষা। পাকিস্তান ও ভারতের পাঞ্জাবের পশ্চিমাঞ্চলে এটি ব্যবহার হয়। একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে বিশ্বের প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষ। ব্রিটিশরা যখন চলে যায় তখন পাঞ্জাব দুই টুকরো হয়ে যায়। পরে লাখ লাখ লোক তাদের বাড়িঘর, ব্যবসা ও পরিবার পরিত্যাগ করে ব্রিটেনে চলে যায়। ব্রিটেনের পাশাপাশি বলিউডেও বেশ প্রভাব রয়েছে এই ভাষার।
যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, কোন ভাষাগুলো সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জবাবে নির্দ্বিধায় হয়তো বলে দেবেন, ইংরেজি, বাংলা, আরবির নাম। তবে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া মাতৃভাষার তালিকায় এমন কিছু ভাষা রয়েছে, যেগুলো শুনলে হয়তো আপনি চমকে যাবেন।
জার্মানির বাবেল ম্যাগাজিন বলছে, ১০টি ভাষা দিয়ে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ কথা বলে।
বাবেল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা মান্দারিন। চীনের এই ভাষায় ১৩০ কোটি মানুষ কথা বলে। সেই হিসাবে বিশ্বের প্রতি ছয়জনের মধ্যে একজন এই ভাষায় কথা বলে। এটি চীনের রাষ্ট্রভাষাও।
মান্দারিনের পর বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া ভাষা স্প্যানিশ। বিশ্বের প্রায় ৪৭ কোটি মানুষের মাতৃভাষা এটি। স্পেন ছাড়াও দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও যুক্তরাষ্ট্রের বিশাল অংশে রয়েছে এর ব্যবহার।
স্প্যানিশ ভাষার পর সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া মাতৃভাষা ইংরেজি। এটি বিশ্বের প্রায় ৩৭ কোটি মানুষের মাতৃভাষা। তবে ৯৭ কোটি ৮০ লাখের বেশি মানুষ দ্বিতীয় ভাষা হিসেবে এটি ব্যবহার করে।
ইংরেজির পরই রয়েছে হিন্দির অবস্থান। ভারতে ২৩টি সরকারি ভাষা রয়েছে। এর মধ্যে একটি হিন্দি। প্রায় ৩৪ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। এর সঙ্গে উর্দু ও পারস্য ভাষার মিল রয়েছে।
সবচেয়ে বেশি ব্যবহৃত মাতৃভাষা মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আরবি। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশে এটি মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বে আরবিতে কথা বলা মানুষের সংখ্যা প্রায় ৩২ কোটি।
মাতৃভাষা হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে পর্তুগিজ ভাষা। এই ভাষা মূলত ঔপনিবেশিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে। ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভার্দে, গিনি-বিসাও, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে এবং ম্যাকাওর মতো দেশে এটি মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় ২৩ কোট ২০ লাখ মানুষ একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে।
বিশ্বের অন্যতম বেশি ব্যবহৃত ভাষার মধ্যে রয়েছে বাংলা। এটি বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আন্দামান দ্বীপে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় ২২ কোটি ৯০ লাখ মানুষের মাতৃভাষা বাংলা।
জাতিসংঘের তালিকায় বিশ্বের সবচেয়ে কথিত ভাষার মধ্যে রয়েছে রুশ ভাষাও। বিশ্বের প্রায় ১৫ কোটি ৪০ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। দস্তইয়েভস্কি, নাবোকভ, চেখভ, গোগল, তলস্তয় ও পুশকিনের মতো সাহিত্যিকেরা রুশ ভাষাতেই রচনা করেছেন কালজয়ী সব সাহিত্য।
শীর্ষ ১০ মাতৃভাষার তালিকায় নবম অবস্থানে রয়েছে জাপানের ভাষার নাম। বিশ্বের প্রায় ১২ কোটি ৬০ লাখ মানুষ একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। জাপান ছাড়াও যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও ব্রাজিলে জাপানের ভাষা ব্যবহার করা হয়।
এ তালিকায় দশম স্থানে রয়েছে লহন্ডা ভাষা। পাকিস্তান ও ভারতের পাঞ্জাবের পশ্চিমাঞ্চলে এটি ব্যবহার হয়। একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে বিশ্বের প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষ। ব্রিটিশরা যখন চলে যায় তখন পাঞ্জাব দুই টুকরো হয়ে যায়। পরে লাখ লাখ লোক তাদের বাড়িঘর, ব্যবসা ও পরিবার পরিত্যাগ করে ব্রিটেনে চলে যায়। ব্রিটেনের পাশাপাশি বলিউডেও বেশ প্রভাব রয়েছে এই ভাষার।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৩২ মিনিট আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৩ ঘণ্টা আগে