অনলাইন ডেস্ক
ঢাকা : নাইজেরিয়ার জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নাইজেরিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার একদল বন্দুকধারী সন্ত্রাসী মোটরসাইকেলে করে জামফারা প্রদেশের জুরমি জেলার কাদাওয়া, কাওয়াতা, মাদুবা, গান্দাসামু, সাউলাওয়া ও আশকাওয়া গ্রামে হামলা করে।
এ সময় তারা গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, মাঠে কৃষকদের আক্রমণ করে এবং অনেক গ্রামবাসীকে তাড়া করে পার্শ্ববর্তী জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়ে ব্যাপক লুটপাট চালায়।
জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহহু বলেন, শুক্রবার ১৪টি লাশ উদ্ধার করে রাজ্যের রাজধানী গুসাওয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৩৯ জনের লাশ শনাক্ত করে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হারুনা আব্দুল হাকিম নামের এক স্থানীয় বলেন, `বৃহস্পতিবার আমরা ২৮টি মরদেহ উদ্ধার করেছি এবং শুক্রবার সকালে আরও ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।''
শেষকৃত্যে অংশ নিয়ে আরেক স্থানীয় বাসিন্দা মুসা আরজিকা বলেন, নিহতদের শেষকৃত্যে অংশ নেওয়া বেশ বিপজ্জনক ছিল। কারণ দস্যুরা পাশের জুরমি বনে অবস্থান নেওয়ায় যেকোনো সময় আবারও হামলা করতে পারত।
নাইজেরিয়ার উত্তর, উত্তর-পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে সশস্ত্র হামলা । যে কয়েকটি প্রদেশে এই অপরাধগুলো সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে জামফারা একটি।
গত ডিসেম্বরে জামফারা প্রদেশে একটি স্কুল থেকে ৮৫০ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।
জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম জানিয়েছে, গত ১০ বছরে সন্ত্রাসীদের হামলায় নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭ লাখ। এর মধ্যে শুধু জামফারা প্রদেশেই বাস্তুচ্যুতের সংখ্যা ১ লাখ ২৪ হাজারের বেশি।
ঢাকা : নাইজেরিয়ার জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নাইজেরিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার একদল বন্দুকধারী সন্ত্রাসী মোটরসাইকেলে করে জামফারা প্রদেশের জুরমি জেলার কাদাওয়া, কাওয়াতা, মাদুবা, গান্দাসামু, সাউলাওয়া ও আশকাওয়া গ্রামে হামলা করে।
এ সময় তারা গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, মাঠে কৃষকদের আক্রমণ করে এবং অনেক গ্রামবাসীকে তাড়া করে পার্শ্ববর্তী জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়ে ব্যাপক লুটপাট চালায়।
জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহহু বলেন, শুক্রবার ১৪টি লাশ উদ্ধার করে রাজ্যের রাজধানী গুসাওয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৩৯ জনের লাশ শনাক্ত করে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হারুনা আব্দুল হাকিম নামের এক স্থানীয় বলেন, `বৃহস্পতিবার আমরা ২৮টি মরদেহ উদ্ধার করেছি এবং শুক্রবার সকালে আরও ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।''
শেষকৃত্যে অংশ নিয়ে আরেক স্থানীয় বাসিন্দা মুসা আরজিকা বলেন, নিহতদের শেষকৃত্যে অংশ নেওয়া বেশ বিপজ্জনক ছিল। কারণ দস্যুরা পাশের জুরমি বনে অবস্থান নেওয়ায় যেকোনো সময় আবারও হামলা করতে পারত।
নাইজেরিয়ার উত্তর, উত্তর-পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে সশস্ত্র হামলা । যে কয়েকটি প্রদেশে এই অপরাধগুলো সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে জামফারা একটি।
গত ডিসেম্বরে জামফারা প্রদেশে একটি স্কুল থেকে ৮৫০ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।
জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম জানিয়েছে, গত ১০ বছরে সন্ত্রাসীদের হামলায় নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭ লাখ। এর মধ্যে শুধু জামফারা প্রদেশেই বাস্তুচ্যুতের সংখ্যা ১ লাখ ২৪ হাজারের বেশি।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৯ মিনিট আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৩ ঘণ্টা আগে