অনলাইন ডেস্ক
নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের দেশ সুদান। আজ রোববার দেশটির রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে বিমানবাহিনী। এতে দুই শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ খার্তুমে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা ২০ দাঁড়িয়েছে।
এর আগে সংস্থাটি এক বিবৃতিতে বলেছিল, বোমা হামলায় দুই শিশুসহ অনেকে নিহত হয়েছেন। তবে মরদেহগুলো হাসপাতালে আনা সম্ভব হচ্ছিল না। কারণ, বোমার আঘাতে এগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে গিয়েছিল।
গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।
রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের সেনাদের দখলে। আর তাদের লক্ষ্য করেই মাঝেমধ্যে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।
আধা সামরিক বাহিনীর আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পূর্ব দারফুরে অনেক মানুষকে জাতিগত কারণে হত্যা করেছে তারা। এ অভিযোগে আরএসএফের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
তবে সেনাবাহিনীর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। গত ৮ জুলাই তাদের বিমান হামলায় কমপক্ষে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়।
সুদানের ৪ কোটি ৮০ লাখ মানুষের অর্ধেকেরই বেশি এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দুই বাহিনীর মধ্যে লড়াই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এ পরিস্থিতি আরও খারাপ হবে।
নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের দেশ সুদান। আজ রোববার দেশটির রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে বিমানবাহিনী। এতে দুই শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ খার্তুমে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা ২০ দাঁড়িয়েছে।
এর আগে সংস্থাটি এক বিবৃতিতে বলেছিল, বোমা হামলায় দুই শিশুসহ অনেকে নিহত হয়েছেন। তবে মরদেহগুলো হাসপাতালে আনা সম্ভব হচ্ছিল না। কারণ, বোমার আঘাতে এগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে গিয়েছিল।
গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।
রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের সেনাদের দখলে। আর তাদের লক্ষ্য করেই মাঝেমধ্যে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।
আধা সামরিক বাহিনীর আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পূর্ব দারফুরে অনেক মানুষকে জাতিগত কারণে হত্যা করেছে তারা। এ অভিযোগে আরএসএফের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
তবে সেনাবাহিনীর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। গত ৮ জুলাই তাদের বিমান হামলায় কমপক্ষে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়।
সুদানের ৪ কোটি ৮০ লাখ মানুষের অর্ধেকেরই বেশি এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দুই বাহিনীর মধ্যে লড়াই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এ পরিস্থিতি আরও খারাপ হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৪০ মিনিট আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
১ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
১০ ঘণ্টা আগে