অনলাইন ডেস্ক
শত বছরের পুরোনো একটি রেলপথ আবারও চালু করতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। চীনের কাছ থেকে নতুন রেলপথ নির্মাণে প্রয়োজনীয় অর্থ ছাড় না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উগান্ডার রেলপথ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই রেললাইন চালু হলে দেশের উত্তরাঞ্চলে মালামাল পরিবহনের খরচ কমার পাশাপাশি দক্ষিণ সুদান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতেও মালামাল পরিবহনের খরচ কমে যাবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রেলপথটি আজ থেকে ৪০ বছর আগে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার আগে এটি পূর্ব আফ্রিকা রেল নেটওয়ার্কের অংশ ছিল, যা কিনা কেনিয়ার মোম্বাসা বন্দর থেকে উগান্ডা পর্যন্ত বিস্তৃত ছিল। ২০ শতকের শুরু দিকে এই রেলপথটি নির্মাণ করেছিল দেশ দুটির তৎকালীন ঔপনিবেশিক শাসক ব্রিটেন।
উগান্ডার রেলওয়ে করপোরেশনের মুখপাত্র জন লিনন বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো আগামী কয়েক বছরের মধ্যে দেশের সব দূরতম প্রান্তে মালামাল পরিবহনকে সড়ক পরিবহন থেকে রেলপথে নিয়ে আসা। কারণ রেলে খরচ এবং সময় উভয় দিক থেকেই সস্তা।’
নির্মিত হতে যাওয়া স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে প্রকল্প থেকে চীন অর্থায়নে অপারগতা প্রকাশ করার পর উগান্ডা সরকার এই সিদ্ধান্ত নিল। এর আগে চলতি বছর উগান্ডা চীনের চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে হওয়া স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে প্রকল্প চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ২২০ কোটি ডলারের প্রকল্পটির জন্য দেশটি এখন নতুন ঠিকাদার খুঁজছে।
জন লিনন আরও বলেছেন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন এই পুরোনো রেলপথ মেরামতের কাজ করবে। এই প্রকল্পে ব্যয় হবে মোট ৫ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার, যার পুরোটাই বহন করবে উগান্ডা সরকার। ৩৮২ কিলোমিটার দীর্ঘ লাইনটি কেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর টোরোরো থেকে শুরু হয়ে দক্ষিণ সুদানের সীমান্তের কাছে উগান্ডার উত্তরাঞ্চলীয় শহর গুলুতে গিয়ে শেষ হয়।
শত বছরের পুরোনো একটি রেলপথ আবারও চালু করতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। চীনের কাছ থেকে নতুন রেলপথ নির্মাণে প্রয়োজনীয় অর্থ ছাড় না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উগান্ডার রেলপথ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই রেললাইন চালু হলে দেশের উত্তরাঞ্চলে মালামাল পরিবহনের খরচ কমার পাশাপাশি দক্ষিণ সুদান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতেও মালামাল পরিবহনের খরচ কমে যাবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রেলপথটি আজ থেকে ৪০ বছর আগে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার আগে এটি পূর্ব আফ্রিকা রেল নেটওয়ার্কের অংশ ছিল, যা কিনা কেনিয়ার মোম্বাসা বন্দর থেকে উগান্ডা পর্যন্ত বিস্তৃত ছিল। ২০ শতকের শুরু দিকে এই রেলপথটি নির্মাণ করেছিল দেশ দুটির তৎকালীন ঔপনিবেশিক শাসক ব্রিটেন।
উগান্ডার রেলওয়ে করপোরেশনের মুখপাত্র জন লিনন বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো আগামী কয়েক বছরের মধ্যে দেশের সব দূরতম প্রান্তে মালামাল পরিবহনকে সড়ক পরিবহন থেকে রেলপথে নিয়ে আসা। কারণ রেলে খরচ এবং সময় উভয় দিক থেকেই সস্তা।’
নির্মিত হতে যাওয়া স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে প্রকল্প থেকে চীন অর্থায়নে অপারগতা প্রকাশ করার পর উগান্ডা সরকার এই সিদ্ধান্ত নিল। এর আগে চলতি বছর উগান্ডা চীনের চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে হওয়া স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে প্রকল্প চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ২২০ কোটি ডলারের প্রকল্পটির জন্য দেশটি এখন নতুন ঠিকাদার খুঁজছে।
জন লিনন আরও বলেছেন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন এই পুরোনো রেলপথ মেরামতের কাজ করবে। এই প্রকল্পে ব্যয় হবে মোট ৫ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার, যার পুরোটাই বহন করবে উগান্ডা সরকার। ৩৮২ কিলোমিটার দীর্ঘ লাইনটি কেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর টোরোরো থেকে শুরু হয়ে দক্ষিণ সুদানের সীমান্তের কাছে উগান্ডার উত্তরাঞ্চলীয় শহর গুলুতে গিয়ে শেষ হয়।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে