ডা. এস এম বখতিয়ার কামাল
মাথার ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয় চর্মরোগ সেবোরিক ডার্মাটাইটিসের মাধ্যমে। এ রোগের কারণে আক্রান্ত জায়গা লাল এবং খসখসে হয়ে যায়, খুশকি দেখা দেয়। এমনকি সেবোরিক ডার্মাটাইটিস হলে মুখমণ্ডল ও বুকের ওপরের অংশ এবং পিঠের মতো শরীরের তৈলাক্ত অংশ আক্রান্ত হতে পারে। এর কারণে অস্বস্তিবোধ হয়। এটি কোনো সংক্রামক রোগ নয়। আবার অস্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। সেবোরিক ডার্মাটাইটিস দীর্ঘস্থায়ী রোগ। এটি সেরে যাওয়ার পরও দেখা দিতে পারে। সেবোরিক ডার্মাটাইটিস খুশকি, সেবোরিক একজিমা বা সেরাইওসিস নামেও পরিচিত। শিশুদের ক্ষেত্রে এই রোগকে ক্রেডল ক্র্যাপ বলা হয়।
রোগের লক্ষণ
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়—
# ত্বকের ফুসকুড়ি, শুষ্ক খসখসে ত্বক, অস্বাভাবিক ত্বক
# ত্বকে ও মাথার ত্বকে চুলকানি
# মাথার অস্বাভাবিক ত্বক
# ব্রণ বা পিমপল
# ত্বকের ক্ষত
# চুল পড়ে যাওয়া
# ত্বকের বৃদ্ধি
প্রতিকারে করণীয়
চিকিৎসকের পরামর্শে খুশকি প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
# পাইরিথিয়ন জিংক ও সেলেনিয়ামযুক্ত শ্যাম্পু–প্রতিদিন।
# অ্যান্টিফাংগাল কিটোকোনাজলযুক্ত শ্যাম্পু–সপ্তাহে দুইবার।
# সেলিসাইলিক অ্যাসিড শ্যাম্পু–প্রতিদিন।
ঘরোয়া যত্ন
# আক্রান্ত জায়গায় অলিভ অয়েল দিন। ঘণ্টাখানেক জায়গাটিতে তেল থাকতে দিন। এরপর ব্রাশ বা চিরুনি দিয়ে চুল আঁচড়ান এবং ধুয়ে ফেলুন।
# নিয়মিত ত্বক পরিষ্কার করুন ও সাবান ব্যবহার করে মাথার ত্বক ও শরীর ধুয়ে ফেলুন। প্রয়োজনে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
# করটিকয়েড ক্রিম ব্যবহার করুন, এটি কাজ না করলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম কিটোকোনাজল ব্যবহার করুন।
# অ্যালকোহলযুক্ত দ্রব্য পরিহার করতে হবে।
# নরম সুতি কাপড় পরিধান করুন। এ ধরনের কাপড় আপনার ত্বকের চারপাশে বাতাস চলাচলে সাহায্য করবে এবং চুলকানি কম হবে।
# দাড়ি বা গোঁফের নিচে সেবোরিক ডার্মাটাইটিস তীব্র হতে পারে। তাই দাড়ি ও গোঁফ কাটলে সেবোরিক ডার্মাটাইটিসের লক্ষণ প্রশমিত হয়।
# চুলকানোর কারণে জ্বালাপোড়া বৃদ্ধি পেতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। চুলকানি কমাতে হাইড্রোকর্টিসন ক্রিম বা ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন।
# চোখের পাতা লাল হলে বা সেখানে আঁশজাতীয় ভাব দেখা দিলে, প্রতি রাতে বেবি শ্যাম্পু দিয়ে চোখের পাতা ধুয়ে ফেলুন এবং আঁশগুলো তুলা দিয়ে তুলে ফেলুন। কুসুম গরম পানিতে ভেজানো ন্যাকড়া দিয়েও মোছা যেতে পারে।
# শিশুর ক্রেডল ক্র্যাপ হলে শিশুর মাথার ত্বক বেবি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। শ্যাম্পু ধুয়ে ফেলার আগে নরম ব্রাশ দিয়ে ডলে খুশকি তুলে ফেলুন।
চিকিৎসা
রোগ নির্ণয়ের পর প্রথমে ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করা হয়। প্রয়োজনে অপারেশনও করা হয়।
লেখক: সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, ফার্মগেট, ঢাকা
মাথার ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয় চর্মরোগ সেবোরিক ডার্মাটাইটিসের মাধ্যমে। এ রোগের কারণে আক্রান্ত জায়গা লাল এবং খসখসে হয়ে যায়, খুশকি দেখা দেয়। এমনকি সেবোরিক ডার্মাটাইটিস হলে মুখমণ্ডল ও বুকের ওপরের অংশ এবং পিঠের মতো শরীরের তৈলাক্ত অংশ আক্রান্ত হতে পারে। এর কারণে অস্বস্তিবোধ হয়। এটি কোনো সংক্রামক রোগ নয়। আবার অস্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। সেবোরিক ডার্মাটাইটিস দীর্ঘস্থায়ী রোগ। এটি সেরে যাওয়ার পরও দেখা দিতে পারে। সেবোরিক ডার্মাটাইটিস খুশকি, সেবোরিক একজিমা বা সেরাইওসিস নামেও পরিচিত। শিশুদের ক্ষেত্রে এই রোগকে ক্রেডল ক্র্যাপ বলা হয়।
রোগের লক্ষণ
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়—
# ত্বকের ফুসকুড়ি, শুষ্ক খসখসে ত্বক, অস্বাভাবিক ত্বক
# ত্বকে ও মাথার ত্বকে চুলকানি
# মাথার অস্বাভাবিক ত্বক
# ব্রণ বা পিমপল
# ত্বকের ক্ষত
# চুল পড়ে যাওয়া
# ত্বকের বৃদ্ধি
প্রতিকারে করণীয়
চিকিৎসকের পরামর্শে খুশকি প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
# পাইরিথিয়ন জিংক ও সেলেনিয়ামযুক্ত শ্যাম্পু–প্রতিদিন।
# অ্যান্টিফাংগাল কিটোকোনাজলযুক্ত শ্যাম্পু–সপ্তাহে দুইবার।
# সেলিসাইলিক অ্যাসিড শ্যাম্পু–প্রতিদিন।
ঘরোয়া যত্ন
# আক্রান্ত জায়গায় অলিভ অয়েল দিন। ঘণ্টাখানেক জায়গাটিতে তেল থাকতে দিন। এরপর ব্রাশ বা চিরুনি দিয়ে চুল আঁচড়ান এবং ধুয়ে ফেলুন।
# নিয়মিত ত্বক পরিষ্কার করুন ও সাবান ব্যবহার করে মাথার ত্বক ও শরীর ধুয়ে ফেলুন। প্রয়োজনে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
# করটিকয়েড ক্রিম ব্যবহার করুন, এটি কাজ না করলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম কিটোকোনাজল ব্যবহার করুন।
# অ্যালকোহলযুক্ত দ্রব্য পরিহার করতে হবে।
# নরম সুতি কাপড় পরিধান করুন। এ ধরনের কাপড় আপনার ত্বকের চারপাশে বাতাস চলাচলে সাহায্য করবে এবং চুলকানি কম হবে।
# দাড়ি বা গোঁফের নিচে সেবোরিক ডার্মাটাইটিস তীব্র হতে পারে। তাই দাড়ি ও গোঁফ কাটলে সেবোরিক ডার্মাটাইটিসের লক্ষণ প্রশমিত হয়।
# চুলকানোর কারণে জ্বালাপোড়া বৃদ্ধি পেতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। চুলকানি কমাতে হাইড্রোকর্টিসন ক্রিম বা ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন।
# চোখের পাতা লাল হলে বা সেখানে আঁশজাতীয় ভাব দেখা দিলে, প্রতি রাতে বেবি শ্যাম্পু দিয়ে চোখের পাতা ধুয়ে ফেলুন এবং আঁশগুলো তুলা দিয়ে তুলে ফেলুন। কুসুম গরম পানিতে ভেজানো ন্যাকড়া দিয়েও মোছা যেতে পারে।
# শিশুর ক্রেডল ক্র্যাপ হলে শিশুর মাথার ত্বক বেবি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। শ্যাম্পু ধুয়ে ফেলার আগে নরম ব্রাশ দিয়ে ডলে খুশকি তুলে ফেলুন।
চিকিৎসা
রোগ নির্ণয়ের পর প্রথমে ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করা হয়। প্রয়োজনে অপারেশনও করা হয়।
লেখক: সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, ফার্মগেট, ঢাকা
শীত এসে গেছে। এ ঋতুতে আবহাওয়া দীর্ঘ সময়ের জন্য বদলে যায়। ফলে এর প্রভাব পড়ে শরীরের ওপর। শীতের নেতিবাচক প্রভাব কমাতে শক্তিশালী করে তুলতে হবে রোগ প্রতিরোধক্ষমতা।
১৯ মিনিট আগে‘যব কই বাত বিগার যায়ে...’ বরেণ্য ভারতীয় সংগীতশিল্পী কুমার শানুর এই গান ক্যানসার রোগ উপশমের জন্য বিভিন্ন হাসপাতালে বাজানো হয়। মূলত রোগ উপশমের জন্য মিউজিক থেরাপি এখন পৃথিবীতে স্বীকৃত একটি পদ্ধতি। সংগীতের মতো শিল্পকর্মও মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি করে। অনেক গবেষণায় উঠে এসেছে, এমন অভ
১৯ মিনিট আগেবয়স বাড়ার সঙ্গে জীবনের সঙ্গী হয় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। পুরুষের প্রোস্টেট সমস্যা তেমনই একটি। এ সমস্যার রয়েছে প্রাকৃতিক সমাধান।
২০ মিনিট আগেজ্বর, শরীরে ব্যথা এবং ক্লান্তি ফ্লুর সাধারণ লক্ষণ। এগুলো হলে বুঝতে হবে, আপনি ফ্লুতে আক্রান্ত। সাধারণত ফ্লু প্রাণঘাতী নয়। তবে কখনো কখনো বিশেষ কোনো কারণে এটি বেশি হয়ে গেলে হাসপাতালে যেতে হতে পারে। ফ্লুর সংক্রমণের সঙ্গে নিউমোনিয়া হলে সেটি আর সাধারণ থাকে না। তখন হাসপাতালে যেতে হয়।
২১ মিনিট আগে