ডা. মো. আব্দুল হাফিজ শাফী
টনসিল একধরনের লসিকাগ্রন্থি বা লিম্ফয়েড টিস্যু। এতে কোনো ধরনের সংক্রমণ বা প্রদাহ হলে আমরা এটাকে টনসিলাইটিস বলি। মানবদেহে গলার ভেতরে দুই পাশে এক জোড়া প্যালাটাইন টনসিল থাকে। টনসিলের প্রদাহ বলতে আমরা এর সংক্রমণকেই বুঝে থাকি।
টনসিলের সংক্রমণ একটি সাধারণ স্বাস্থ্য-সমস্যা। টনসিলাইটিস সাধারণত ৩ থেকে ১৪ বছরের শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রেও এ সমস্যা দেখা যায়।
টনসিলের অপারেশন জীবন রক্ষাকারী জরুরি কোনো অপারেশন নয়। তবে কিছু ক্ষেত্রে অপারেশন করাটা জরুরি হয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে অনেক সময় অভিভাবকেরা জানতে চান, এই অপারেশনের ফলে সন্তানের কোনো ক্ষতি হবে কি না? উত্তরটা হলো, যে টনসিল দূষিত, ওষুধে ভালো হচ্ছে না, সেই দূষিত অথবা অতিরিক্ত বড় টনসিল ফেলে দিলে কোনো ক্ষতি হবে না। কারণ গলায় এবং ঘাড়ে আরও অনেক লসিকাগ্রন্থি আছে, যেগুলো রোগ প্রতিরোধে কাজ করবে পরবর্তী সময়ে।
কাদের ও কখন টনসিল অপারেশন করাতে হবে
৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে বারবার সর্দি-
কাশি-গলাব্যথা হলে গলার ভেতর টনসিল এবং নাকের পেছনের টনসিল অ্যাডিনয়েড ফুলে যায়। সাধারণত টনসিল একটু বড় হয়ে গেলে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। কিন্তু যদি সে কারণে শিশুর খাবার খেতে বা গিলতে কষ্ট হয়, মুখ দিয়ে লালা বের হয়, গলাব্যথার সঙ্গে ঘনঘন জ্বর হয়, রাতে ঘুমের ভেতর শ্বাস নিতে সমস্যা হয়, তাহলে এটা শিশুর অনেক ক্ষতি করতে পারে। এ ক্ষেত্রে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজন হলে অপারেশন করিয়ে নেওয়া উচিত।
এক পাশের টনসিল অস্বাভাবিকভাবে বড় হয়ে গেলে, টনসিলের গায়ে সন্দেহজনক ক্ষত দেখা গেলে অপারেশন করে বায়োপসি পরীক্ষার মাধ্যমে ক্যানসার আছে কি না, নিশ্চিত করার জন্য টনসিল অপারেশনের পরামর্শ দেওয়া হয়।
টনসিল বিষয়ে কোনো ধরনের সমস্যা অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শমতো ওষুধের মাধ্যমে যদি সমাধান না হয়, তবে অপারেশন করানো ভালো এবং নিরাপদ।
ডা. মো. আব্দুল হাফিজ শাফী, এফসিপিএস (ইএনটি), নাক-কান-গলারোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
টনসিল একধরনের লসিকাগ্রন্থি বা লিম্ফয়েড টিস্যু। এতে কোনো ধরনের সংক্রমণ বা প্রদাহ হলে আমরা এটাকে টনসিলাইটিস বলি। মানবদেহে গলার ভেতরে দুই পাশে এক জোড়া প্যালাটাইন টনসিল থাকে। টনসিলের প্রদাহ বলতে আমরা এর সংক্রমণকেই বুঝে থাকি।
টনসিলের সংক্রমণ একটি সাধারণ স্বাস্থ্য-সমস্যা। টনসিলাইটিস সাধারণত ৩ থেকে ১৪ বছরের শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রেও এ সমস্যা দেখা যায়।
টনসিলের অপারেশন জীবন রক্ষাকারী জরুরি কোনো অপারেশন নয়। তবে কিছু ক্ষেত্রে অপারেশন করাটা জরুরি হয়ে পড়ে। শিশুদের ক্ষেত্রে অনেক সময় অভিভাবকেরা জানতে চান, এই অপারেশনের ফলে সন্তানের কোনো ক্ষতি হবে কি না? উত্তরটা হলো, যে টনসিল দূষিত, ওষুধে ভালো হচ্ছে না, সেই দূষিত অথবা অতিরিক্ত বড় টনসিল ফেলে দিলে কোনো ক্ষতি হবে না। কারণ গলায় এবং ঘাড়ে আরও অনেক লসিকাগ্রন্থি আছে, যেগুলো রোগ প্রতিরোধে কাজ করবে পরবর্তী সময়ে।
কাদের ও কখন টনসিল অপারেশন করাতে হবে
৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে বারবার সর্দি-
কাশি-গলাব্যথা হলে গলার ভেতর টনসিল এবং নাকের পেছনের টনসিল অ্যাডিনয়েড ফুলে যায়। সাধারণত টনসিল একটু বড় হয়ে গেলে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। কিন্তু যদি সে কারণে শিশুর খাবার খেতে বা গিলতে কষ্ট হয়, মুখ দিয়ে লালা বের হয়, গলাব্যথার সঙ্গে ঘনঘন জ্বর হয়, রাতে ঘুমের ভেতর শ্বাস নিতে সমস্যা হয়, তাহলে এটা শিশুর অনেক ক্ষতি করতে পারে। এ ক্ষেত্রে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজন হলে অপারেশন করিয়ে নেওয়া উচিত।
এক পাশের টনসিল অস্বাভাবিকভাবে বড় হয়ে গেলে, টনসিলের গায়ে সন্দেহজনক ক্ষত দেখা গেলে অপারেশন করে বায়োপসি পরীক্ষার মাধ্যমে ক্যানসার আছে কি না, নিশ্চিত করার জন্য টনসিল অপারেশনের পরামর্শ দেওয়া হয়।
টনসিল বিষয়ে কোনো ধরনের সমস্যা অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শমতো ওষুধের মাধ্যমে যদি সমাধান না হয়, তবে অপারেশন করানো ভালো এবং নিরাপদ।
ডা. মো. আব্দুল হাফিজ শাফী, এফসিপিএস (ইএনটি), নাক-কান-গলারোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে স্টেম সেল প্রতিস্থাপন করে তিনজন ব্যক্তির চোখের ঝাপসা দৃষ্টি সারিয়ে ফেলেছেন জাপানের গবেষকেরা। চোখের কর্নিয়ার গুরুতর ক্ষতির কারণে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল। এই গবেষণামূলক চিকিৎসা পদ্ধতিটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
১০ ঘণ্টা আগেঅ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার সঙ্গে শিশুদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এমন তথ্য জানা যায়।
১ দিন আগেবিশ্বব্যাপী স্বাস্থ্যগত অসমতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। চারটি দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা মিলিয়ে বৈশ্বিক ডায়াবেটিসের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২০ লাখ, যা বৈশ্বিক হিসাবের চার ভাগের এক ভাগ।
২ দিন আগেশারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার ‘আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা (পিএমআর) দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন এন্ড
২ দিন আগে