অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
শ্রোণি শব্দের অর্থ নিতম্ব বা কটি। কেইগেল ব্যায়াম হলো শ্রোণিদেশের পেশিকে শক্তিশালী করার ব্যায়াম। একে পেলভিক ফ্লোর এক্সারসাইজও বলা হয়। পেলভিক ফ্লোর বা নিতম্বদেশের পেশির বিভিন্ন ব্যায়াম একত্রে কেইগেল এক্সারসাইজ নামে পরিচিত।
এই ব্যায়াম কেবল শ্রোণির পেশিগুলো শক্ত-সবল রাখতেই যে উপকারী, তা নয়; এটি জরায়ু, মূত্রথলি, ক্ষুদ্রান্ত্র আর মলাশয়ের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে প্রস্রাব চুয়ে পড়া বা দুর্ঘটনাক্রমে মল বেরিয়ে যাওয়া বা গ্যাস বেরিয়ে যাওয়া ঠেকানো যায়।
পেলভিক ফ্লোরের পেশিগুলো তরুণ বয়সে ঠিক থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো দুর্বল হতে থাকে। এ সময় নারীদের হতে পারে প্রলাপস। গর্ভধারণ, প্রসব, সিজার বা জরায়ু অপসারণ, উচ্চ শব্দে হাসি, কফ-হাঁচি ইত্যাদি কারণে প্রলাপস হতে পারে। প্রলাপস ঠেকাতে কেইগেল ব্যায়াম উপকারী। এ ছাড়া এটি প্রসবের পরে নারীদের জন্য বিশেষ উপকারী ব্যায়াম।
কেইগেল ব্যায়াম কেবল যে নারীদের জন্য উপকারী, তা নয়; এটি পুরুষের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে পুরুষের শ্রোণিদেশের পেশি মজবুত হয়। শ্রোণিদেশের পেশিগুলো বায়ু নির্গমন, প্রস্রাব চুয়ে পড়া বা ধরে রাখতে না পারার সমস্যা সামাল দেয়। এ ছাড়া এটি যৌনকর্ম নির্বিঘ্ন করতে সহায়তা করে থাকে।
কীভাবে করবেন
কেইগেল করে বেশির ভাগ নারী সুফল পান। এটি নিয়মিত করলে কয়েক মাসের মধ্যে প্রস্রাব চুয়ে পড়া প্রায় বন্ধ হয়ে আসে। কোমর, নিতম্বের জোর বাড়ানো, সেখানকার পেশি টাইট করা এবং টোন-আপ করার ক্ষেত্রে খুবই কাজে দেয় এ ধরনের ব্যায়াম। মাঝবয়সী নারীদের তলপেট ঝুলে যাওয়ার সমস্যা রোধ, থাই মাসল টোনিংও হয় এই ব্যায়ামে।
তবে এটি নিরাপদ ব্যায়াম হলেও কিছু কথা আছে। প্রস্রাব করতে করতে কেইগেল করবেন না। তাতে মূত্রথলিতে সংক্রমণের আশঙ্কা আছে। এ ছাড়া এটি অতিরিক্ত করার দরকার নেই। দিনে ১০ বার করলেই চলবে।
শ্রোণি শব্দের অর্থ নিতম্ব বা কটি। কেইগেল ব্যায়াম হলো শ্রোণিদেশের পেশিকে শক্তিশালী করার ব্যায়াম। একে পেলভিক ফ্লোর এক্সারসাইজও বলা হয়। পেলভিক ফ্লোর বা নিতম্বদেশের পেশির বিভিন্ন ব্যায়াম একত্রে কেইগেল এক্সারসাইজ নামে পরিচিত।
এই ব্যায়াম কেবল শ্রোণির পেশিগুলো শক্ত-সবল রাখতেই যে উপকারী, তা নয়; এটি জরায়ু, মূত্রথলি, ক্ষুদ্রান্ত্র আর মলাশয়ের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে প্রস্রাব চুয়ে পড়া বা দুর্ঘটনাক্রমে মল বেরিয়ে যাওয়া বা গ্যাস বেরিয়ে যাওয়া ঠেকানো যায়।
পেলভিক ফ্লোরের পেশিগুলো তরুণ বয়সে ঠিক থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো দুর্বল হতে থাকে। এ সময় নারীদের হতে পারে প্রলাপস। গর্ভধারণ, প্রসব, সিজার বা জরায়ু অপসারণ, উচ্চ শব্দে হাসি, কফ-হাঁচি ইত্যাদি কারণে প্রলাপস হতে পারে। প্রলাপস ঠেকাতে কেইগেল ব্যায়াম উপকারী। এ ছাড়া এটি প্রসবের পরে নারীদের জন্য বিশেষ উপকারী ব্যায়াম।
কেইগেল ব্যায়াম কেবল যে নারীদের জন্য উপকারী, তা নয়; এটি পুরুষের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে পুরুষের শ্রোণিদেশের পেশি মজবুত হয়। শ্রোণিদেশের পেশিগুলো বায়ু নির্গমন, প্রস্রাব চুয়ে পড়া বা ধরে রাখতে না পারার সমস্যা সামাল দেয়। এ ছাড়া এটি যৌনকর্ম নির্বিঘ্ন করতে সহায়তা করে থাকে।
কীভাবে করবেন
কেইগেল করে বেশির ভাগ নারী সুফল পান। এটি নিয়মিত করলে কয়েক মাসের মধ্যে প্রস্রাব চুয়ে পড়া প্রায় বন্ধ হয়ে আসে। কোমর, নিতম্বের জোর বাড়ানো, সেখানকার পেশি টাইট করা এবং টোন-আপ করার ক্ষেত্রে খুবই কাজে দেয় এ ধরনের ব্যায়াম। মাঝবয়সী নারীদের তলপেট ঝুলে যাওয়ার সমস্যা রোধ, থাই মাসল টোনিংও হয় এই ব্যায়ামে।
তবে এটি নিরাপদ ব্যায়াম হলেও কিছু কথা আছে। প্রস্রাব করতে করতে কেইগেল করবেন না। তাতে মূত্রথলিতে সংক্রমণের আশঙ্কা আছে। এ ছাড়া এটি অতিরিক্ত করার দরকার নেই। দিনে ১০ বার করলেই চলবে।
অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার সঙ্গে শিশুদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় এমন তথ্য জানা যায়।
২০ ঘণ্টা আগেবিশ্বব্যাপী স্বাস্থ্যগত অসমতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। চারটি দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা মিলিয়ে বৈশ্বিক ডায়াবেটিসের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২০ লাখ, যা বৈশ্বিক হিসাবের চার ভাগের এক ভাগ।
১ দিন আগেশারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ বুধবার ‘আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা (পিএমআর) দিবস ২০২৪’ উদযাপিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন এন্ড
২ দিন আগেস্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
২ দিন আগে